মাস খানেক আগের দুবাইয়ের স্মৃতি ফিরে আসছিল। গত বছর টি২০ বিশ্বকাপেও এভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। মেলবোর্নের হাড্ডাহাড্ডি ম্যাচেও যেন সেরকম দৃশ্যের অবতারণা হয়েছিল। স্কোরবোর্ডে ৩১ রান তোলার ফাঁকেই ভারত চার-চারজনকে হারিয়ে ফেলেছিল।
রোহিত শর্মা ফের একবার ব্যর্থ। কেএল রাহুলও বড় ম্যাচে বারবার ব্যর্থ হলেন। শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর সূর্যকুমার যাদবের ওপর ভারতের ভরসা ছিলেন। প্ৰথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে মেলবোর্ন মাতানোর ইঙ্গিতও দেন। তবে সূর্যকুমার যাদব আউট হয়ে যাওয়ার পর রীতিমত সমস্যায় পড়ে যায় ভারত।
আরও পড়ুন: জোর করে হারিয়ে দেওয়া হল! কোহলিকে ম্যাচের পরেই ‘চিটিংবাজ’ বলল পাকিস্তান, তুঙ্গে বিতর্ক
লোয়ার অর্ডার ধরে রাখার তাগিদেই ভারত ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়েছিল অক্ষর প্যাটেলকে। তবে স্পিনার-অলরাউন্ডার খাপ খোলার আগেই রান আউট হয়ে যান বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে। আর অক্ষর প্যাটেলের আউটেই তীব্র বিতর্ক দানা বেঁধে যাচ্ছে।
তিন বলে দু-রান করে আউট হয়ে যান অক্ষর। রান নেওয়ার সময় অক্ষর প্যাটেলের সঙ্গে বিরাট কোহলির ভুল বোঝাবুঝি ঘটে। ক্রিজের বাইরে বেরিয়ে রান নেওয়ার চেষ্টা করেছিলেন অক্ষর। তবে ক্রিজে ঢোকার আগেই বাবর আজমের ছোঁড়া বল উইকেটে লাগিয়ে দেন পাক-উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। দুজনেই প্ৰথমে নিশ্চিত ছিলেন না ঠিকঠাক রানআউট করেছেন কিনা, সেই বিষয়ে। রিপ্লেতে দেখা যায়, অক্ষর প্যাটেল ক্রিজে ঢোকার আগেই স্ট্যাম্প নাড়িয়ে দেন রিজওয়ান।
আরও পড়ুন: শাস্তি এড়াতে দুর্ধর্ষ প্ল্যানিং ভারতের! পাক ম্যাচে চমকে দেওয়া স্ট্র্যাটেজি নিয়ে হাজির রোহিতরা
আরও পড়ুন: নিশ্চিত ক্যাচ থেকে বঞ্চিত ভারত! পাক ম্যাচে তুমুল গালির বন্যা রোহিত-হার্দিকদের, রইল ভিডিও
তবে গ্লাভস দিয়ে আগে স্ট্যাম্প নাড়িয়ে দিয়েছেন নাকি বল সমেত গ্লাভস উইকেটে লাগিয়েছেন রিজওয়ান, তা নিয়ে ক্রিকেট মহল দ্বিধাবিভক্ত। একাধিকবার বিভিন্ন কোন থেকে সেই আউট পর্যবেক্ষণ করার পরে তৃতীয় আম্পায়ার আউটের পক্ষেই রায় দেন।
আরও পড়ুন: পাক ম্যাচের শুরুতেই কেঁদে ফেললেন রোহিত, মেলবোর্নে হাজির বিরল দৃশ্য, দেখুন ভিডিও
ব্যাট হাতে যেমন জ্বলে উঠতে পারলেন না, তেমনই বল হাতেও দিনটা মনে রাখার মত হল না অক্ষরের। এক ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেন তিনি। ইফতিকার আহমেদের ব্যাটিং ঝড়ের মুখে পড়েন তিনি। এদিকে, অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। হার্দিক-বিরাট কোহলি পঞ্চম উইকেটে ১১৩ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৩ বলে ৮২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে যান। হার্দিক পান্ডিয়া ৩৭ বলে ৪০ রান করে তাঁকে যোগ্য সহায়তা করেন।