/indian-express-bangla/media/media_files/2025/09/26/taskin-ahmed-1-2025-09-26-12-12-27.jpg)
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ
Taskin Ahmed: গত ২৫ সেপ্টেম্বর চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে বাংলাদেশ (Bangladesh Cricket Team) এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে পাকিস্তান ১১ রানে জয়লাভ করেছে। তবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি পেস তারকা তাসকিন আহমেদ এমন একটি রেকর্ড কায়েম করেছেন, যা অনেকের কাছে আজও স্বপ্ন! এই ম্য়াচে টস জিতে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টাইগারবাহিনীর হয়ে প্রথম ওভারে বল করতে এসেছিলেন তাসকিন আহমেদ। ওভারের চতুর্থ বলেই তিনি সাহিবজাদা ফারহানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। আর সেইসঙ্গে তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শততম উইকেট শিকার করে ফেলেন।
Bangladesh Cricket News: চরম দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটে, ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়!
সাহিবজাদা ফারহানের উইকেটই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাসকিন আহমেদের শততম শিকার ছিল। সেইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে এই ফরম্য়াটে তিনি তৃতীয় বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি কায়েম করলেন। ৮২ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে তাসকিন এই রেকর্ড অর্জন করলেন। ইতিপূর্বে, টাইগারবাহিনীর হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি হিসেবেও নাম লিখিয়ে ফেললেন তাসকিন।
বাংলাদেশের হয়ে সর্বাধিক T20I উইকেট
- মুস্তাফিজুর রহমান - ১৫১
- সাকিব আল হাসান - ১৪৯
- তাসকিন আহমেদ - ১০২
- মেহদি হাসান - ৬৩
- শরিফুল ইসলাম - ৫৮
India vs Bangladesh: টাইগার বধ করেই 'হুঙ্কার' সূর্যের, বলে দিলেন মারাত্মক এই কথা!
পাকিস্তানের বিরুদ্ধে তাসকিনের বোলিং পারফরম্য়ান্স
এই ম্য়াচে তাসকিন আহমেদের পারফরম্য়ান্সের উপর যদি চোখ বোলানো যায়, তাহলে বাংলাদেশের হয়ে সর্বশ্রেষ্ঠ বোলিং পারফরম্য়ান্স করেছেন তিনি। চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেছেন। তাঁর ইকোনমি রেট ছিল ৭-এর আশপাশে। তবে তাসকিনকে যোগ্য সঙ্গত দিয়েছেন রিশাদ হোসেন (২ উইকেট) এবং মেহদি হাসান (২ উইকেট)। এমন বোলিংয়ের দৌলতেই পাকিস্তানকে ৮ উইকেটে ১৩৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু, টাইগার ব্যাটারদের ব্যর্থতায় শেষপর্যন্ত ম্য়াচটা হাতছাড়া হয়ে যায়। সঙ্গে ভেঙে যায় ফাইনালে ওঠার স্বপ্নও।