/indian-express-bangla/media/media_files/2025/04/21/TGW5XpVeMDOwQd3AUKS3.jpg)
ভারতীয় ক্রিকেট দল
Indian cricket Team 2025: জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে কেন্দ্রীয় চুক্তি নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটার যেমন প্রোমোশন পেয়েছেন, তেমনই বেশ কয়েকজন যুব ক্রিকেটার এই তালিকায় সুযোগ পেয়েছেন। অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আকাশ দীপ এই প্রথমবার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নাম লিখিয়েছেন। তবে এমনও কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের এই তালিকায় ঠাঁই হয়নি। অন্যতম বড় নাম হল শার্দূল ঠাকুর। আর কোন কোন ক্রিকেটার BCCI-এর রক্তচক্ষুর আওতায় পড়লেন, আসুন জেনে নেওয়া যাক।
শার্দূল ঠাকুল (Shardul Thakur)
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্টে এবার শার্দূল ঠাকুরকে জায়গা দেওয়া হয়নি। অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাচ্ছেন না শার্দূল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার সিরিজেও টিম ইন্ডিয়ায় তাঁকে সুযোগ দেওয়া হয়নি। এমনকী, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শার্দূলকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়নি।
জীতেশ শর্মা (Jitesh Sharma)
ভারতের উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মাকেও বিসিসিআই-এর রক্তচক্ষুর আওতায় পড়তে হয়েছে। জীতেশকেও কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে জায়গা দেওয়া হয়নি। গত বছর জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার খেলতে দেখা গিয়েছিল জীতেশকে। সেই ম্য়াচে তিনি রানের খাতা খুলতে পারেননি।
কেএস ভরত (KS Bharat)
টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে বেশ কয়েকটি ম্য়াচে উইকেটকিপিং করেছেন কেএস ভরত। কিন্তু, তাঁকেও কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে রাখা হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভরত টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন। এই টেস্ট ম্যাচের জোড়া ইনিংসেই তিনি চূড়ান্ত ফ্লপ হয়েছিলেন।
BCCI Rohit-Kohli: 'ওঁরা কিংবদন্তি!' রোহিত কোহলি কেন এ প্লাস গ্রেডে, চুক্তি নিয়ে সাফাই বিসিসিআইয়ের
আর অশ্বিন (Ravichandran Ashwin)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার কারণে রবিচন্দ্রন অশ্বিনের নামও কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন আচমকা অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আভেশ খান (Avesh Khan)
বিসিসিআই-এর কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে আভেশ খানকেও জায়গা দেওয়া হয়নি। ২০২৪ সালের নভেম্বর মাসে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ম্য়াচ খেলেছিলেন আভেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত ওই সিরিজে বল হাতে আভেশ একেবারে নজর কাড়তে পারেননি। ২০২৩ সালে তিনি শেষ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন।
BCCI On Match Fixing: IPL-এর মাঝেই বড় সিদ্ধান্ত, ম্যাচ গড়াপেটা রুখতে অ্যাকশন মোডে বিসিসিআই
BCCI কেন্দ্রীয় চুক্তির সম্পূর্ণ তালিকা -
- গ্রেড এ+ : বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
- গ্রেড এ : মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি এবং ঋষভ পন্থ।
- গ্রেড বি : সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার।
- গ্রেড সি : রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার,
- সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।