/indian-express-bangla/media/media_files/2025/08/27/ravi-ashwin-3-2025-08-27-13-49-36.jpg)
Ravichandran Ashwin: বুধবার (২৭ অগাস্ট) ক্রিকেট কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। সোশ্যাল মিডিয়া মারফৎ তিনি জানিয়েছে, আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করলেন। বহু বছর ধরে অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন। ইতিমধ্যে একাধিক দলের জার্সিতে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। এবার তাঁর আইপিএল কেরিয়ারে যবনিকা পতন হল। তবে অশ্বিনের এই সিদ্ধান্তের পিছনে তিনটে বড় কারণ রয়েছে। কেন অশ্বিন IPL টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করলেন, আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক।
Indian Cricketer Retirement: আচমকা নিলেন অবসর, ভারতীয় ক্রিকেটারের সিদ্ধান্তে হতবাক সকলেই
১. ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ফ্লপ অশ্বিন
দীর্ঘদিন অপেক্ষার পর ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রবিচন্দ্রন অশ্বিন ফের একবার চেন্নাই সুপার কিংস দলের জার্সিতে খেলতে নেমেছিলেন। ৯.৭৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু, এই মরশুমে অশ্বিন একেবারেই আশানুরূপ পারফরম্য়ান্স করতে পারেননি। এই মরশুমে তিনি ৯ ম্য়াচ খেলে মাত্র ৭ উইকেট শিকার করেছেন। মরশুমের শেষদিকে বেশ কয়েকটা ম্য়াচে তিনি দলের প্রথম একাদশেও সুযোগ পাননি। এটা অশ্বিনের কেরিয়ারে সবথেকে হতাশজনক মরশুম ছিল। হয়ত অশ্বিন বুঝতে পেরেছেন, আইপিএল টুর্নামেন্টে হয়ত আর আগের মতো ম্য়াজিক তিনি দেখাতে পারবেন না। আর সেকারণেই তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
Ravichandran Ashwin: সত্যিই চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন
২. অন্য দেশে টি-২০ লিগ খেলার ইচ্ছা
রবিচন্দ্রন অশ্বিন তাঁর আইপিএল সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই স্বীকার করেছেন যে একজন IPL ক্রিকেটার হিসেবে তিনি নিজের কেরিয়ার শেষ করলেন। আশা করা হচ্ছে, এবার ক্রিকেট বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে তিনি অংশগ্রহণ করবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যদি কোনও ভারতীয় ক্রিকেটার অন্য দেশের হয়ে ক্রিকেট লিগ খেলতে চান, তাহলে প্রথমে তাঁকে ক্রিকেটের যাবতীয় ফরম্যাট এবং আইপিএল থেকে অবসর গ্রহণ করতে হবে। অশ্বিন আপাতত ক্রিকেট বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চাইছেন। আর সেকারণেই তিনি আইপিএল টুর্নামেন্টকে বিদায় জানাবেন বলে মনস্থির করেছেন।
৩. নিজের ইউটিউব চ্যানেলে ফোকাস করছেন অশ্বিন
গত এক বছর রবিচন্দ্রন অশ্বিন তাঁর যাবতীয় ফোকাস ইউটিউব চ্যানেলে শিফট করেছে। ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও তিনি নিজের ইউটিউব চ্যানেল চালান। এই চ্যানেলে তিনি ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন আলোচনা করে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর অশ্বিন তাঁর যাবতীয় ফোকাস সোশ্যাল মিডিয়াতেই কেন্দ্রীভূত করেছেন। আইপিএল টুর্নামেন্ট চলাকালীনও তাঁর চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখতে পাওয়া যায়। মনে করা হচ্ছে, এটাই অশ্বিনের রিটায়ারমেন্ট প্ল্যান। আর এই ব্যাপারে পুরোপুরি ফোকাস করার জন্যই আইপিএল টুর্নামেন্টকে বিদায় জানিয়েছেন তিনি।