Advertisment

একাই বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন করেন ইন্ডিয়াকে! ২৮-এ আচমকা অবসর ক্যাপ্টেনের

ঘরোয়া ক্রিকেট তো বটেই আইপিএলেও সেভাবে মেলে ধরতে পারেনি তিনি। ২০১১-তেই আইপিএলে প্ৰথমবার নাম লেখান দিল্লি ডেয়ারডেভিলসে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যুব বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন। জাতীয় দলের বিশ্বজয়ী নেতা উন্মুক্ত চাঁদ এবার সরে দাঁড়ালেন ক্রিকেট থেকে। আচমকা অবসর নিয়ে ফেললেন শুক্রবারের বারবেলায়। টুইটারে দীর্ঘ পোস্টে নিজের অবসর ঘোষণা করে দিয়ে তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, অন্য দেশের ক্রিকেট লিগেও দেখা যেতে পারে তাঁকে।

Advertisment

২০১২ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে উন্মুক্ত একার হাতে দেশকে চ্যাম্পিয়ন করেন। ফাইনালে ২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লির তারকা একাই করে গিয়েছিলেন ১১১। ফাইনালে হিরোগিরির পরে শীঘ্রই উন্মুক্ত এ দলে নিয়মিত হয়ে উঠেন। ২০১৫ পর্যন্ত ইন্ডিয়া-এ দলের ক্যাপ্টেনও ছিলেন তিনি।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় কর্তব্যে গাফিলতি! সৌরভদের কড়া শাস্তির মুখে চিকিৎসক

ঘরোয়া ক্রিকেটে টানা পারফরম্যান্সের জোরে উন্মুক্ত ২০১৩-য় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩০ জনের স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন। তার পরের বছর ২০১৪-য় টি২০ বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে দূর্ভাগ্যবশত, সিনিয়র দলে কোনওদিনও সুযোগ হয়নি তাঁর।

২০১০-এ দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে চাঁদের। তারপর টানা আট মরশুম দিল্লির জার্সিতে খেলেছেন তিনি। দিল্লির নেতৃত্বের দায়িত্বও সামলেছেন। তবে ২০১৭-য় বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েন। তারপরে ক্রমশ অনিয়মিত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: রাতারাতি বদলে যাচ্ছে ইন্ডিয়ার ট্রেনার, ফিল্ডিং কোচ! ক্রিকেটাররা আঁচও পেলেন না

২০১৯-এ দিল্লি ছেড়ে উত্তরাখণ্ডে ভাগ্য বদলাতে পাড়ি দেন। তবে সেখানেও বিশেষ সুবিধা করতে পারেননি। ২০১৯-এ ফের একবার দিল্লিতে প্রত্যাবর্তন করেন তিনি। যদিও ২০২০/২১ মরশুমে একটাও ম্যাচে খেলেননি তিনি।

আরও পড়ুন: ইন্ডিয়া সিরিজে মুনাফা কোটি কোটি! সৌরভদের কাছে কৃতজ্ঞতায় ঝুঁকল লঙ্কান বোর্ড

ঘরোয়া ক্রিকেট তো বটেই আইপিএলেও সেভাবে মেলে ধরতে পারেনি তিনি। ২০১১-তেই আইপিএলে প্ৰথমবার নাম লেখান দিল্লি ডেয়ারডেভিলসে। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসেও তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। সবমিলিয়ে ২১টি আইপিএল ম্যাচে ৩০০ রান করেছেন।

আরও পড়ুন: লর্ডসে থামল বাঙালির কীর্তি! ঐতিহাসিক রেকর্ড চুরমার রোহিত-রাহুলের ব্যাটে

ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি, লিস্ট-এ এবং টি২০ ক্রিকেটে ম্যাচে উন্মুক্ত চাঁদের সংগ্রহে যথাক্রমে ৩৩৭৯, ৪৫০৫ এবং ১৫৬৫ রান। উন্মুক্তের বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ স্মিত প্যাটেল ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলছেন। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে শীঘ্রই তাঁকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা যাবে। স্মিতের পদাঙ্কই কি অনুসরণ করবেন উন্মুক্ত, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Cricket World Cup Cricket News Indian Cricket Team
Advertisment