US Open 2025: ১১ বছর পর বিরল রেকর্ড, টানা দ্বিতীয়বার খেতাব জয় সাবালেঙ্কার

US Open 2025 Final: ২০২৫ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা। তিনি ইউনাইটেড স্টেটসের আমান্ডা অ্যানিসিমোভাকে পরাস্ত করেন। সেইসঙ্গে সাবালেঙ্কা ১১ বছর পর একটি বিরল রেকর্ড কায়েম করছেন।

US Open 2025 Final: ২০২৫ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা। তিনি ইউনাইটেড স্টেটসের আমান্ডা অ্যানিসিমোভাকে পরাস্ত করেন। সেইসঙ্গে সাবালেঙ্কা ১১ বছর পর একটি বিরল রেকর্ড কায়েম করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Aryna Sabalenka US Open wi

ইউএস ওপেনে জয়লাভ করলেন আরিয়ানা সাবালেঙ্কা

US Open 2025: ২০২৫ যুক্তরাষ্ট্র ওপেনে জয়ের মুকুট ধরে রাখতে পারলেন আরিয়ানা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। ফাইনালে তিনি ইউনাইটেড স্টেটসের আমান্ডা অ্যানিসিমোভাকে পরাস্ত করে টানা দ্বিতীয় বছর এই খেতাব জয় করলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অন্তিম ম্য়াচে দুজনের মধ্যে ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াই হয়। আরিয়ানা এই জয়ের পাশাপাশি ১১ বছর পর একটি বিরল রেকর্ড কায়েম করছেন।

Advertisment

Novak Djokovic Loss: সেমিফাইনালে চুরমার 'জোকার'-এর স্বপ্ন, ফাইনালে ধামাকাদার এন্ট্রি কার্লোস আলকারেজের

যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা

উইম্বলডন এবং ফরাসি ওপেনে ব্যর্থতাই সঙ্গী হয়েছিল আরিয়ানা সাবালেঙ্কার। এই দুটো প্রতিযোগিতায় তিনি ফাইনাল জয়ের একেবারে দোরগোড়ায় ছিলেন। কিন্তু, রানার্স আপ হয়েই তাঁকে খুশি হতে হয়। এরপর যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর সামনে ধামাকাদার কামব্যাকের সুযোগ ছিল। সেইসঙ্গে সুযোগ ছিল এই খেতাব ডিফেন্ড করার। বলা বাহুল্য, এই জোড়া পরীক্ষাতেই তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আরিয়ানা এবং আমান্ডার মধ্যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এই ম্য়াচটি যথেষ্ট দীর্ঘায়িত হয়েছিল। এমনকী, টাই ব্রেকার পর্যন্ত গড়ায়। শেষপর্যন্ত, আরিয়ানা ব্যবধান বাড়াতে সক্ষম হন। আর শেষপর্যন্ত জয়ের পাশাপাশি টুর্নামেন্টের শিরোপা নিজের কাছেই ধরে রাখেন। খেলার ফলাফল ৬-৩, ৭-৬ (৭/৩)।

Advertisment

Roger Federer Net Worth: ব্যাঙ্ক ব্যালান্স যেন 'সাত রাজার ধন', রাজা রজারের মোট সম্পত্তির পরিমাণ কত?

১১ বছর পর বিরল রেকর্ড কায়েম করলেন সাবালেঙ্কা

২০২৪ সালে যুক্তরাষ্ট্র খেতাব জয় করেছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এবারও তিনি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন। এই টুর্নামেন্টের শিরোপা তিনি নিজের কাছে ধরে রাখতে সফল হন। ১১ বছর পর এই প্রথমবার কোনও মহিলা টেনিস তারকা এমন সাফল্য অর্জন করলেন। ইতিপূর্বে, সেরেনা উইলিয়ামস ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে টানা তিনবার যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব জয় করেছিলেন। আরিয়ানার আগে সেরেনাই শেষ মহিলা টেনিস তারকা ছিলেন, যিনি নিজের খেতাব ডিফেন্ড করতে পেরেছিলেন। ২০২৫ ইউএস ওপেন জয় করতে না করতেই ১১ বছর পর মহিলা টেনিসে এই কৃতিত্বের পুনরাবৃত্তি ঘটালেন।

Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য

আরিয়ানা সাবালেঙ্কার চতুর্থ গ্র্য়ান্ড স্লাম জয়

এই নিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন জয় করলেন আরিয়ানা সাবালেঙ্কা। এটা তাঁর কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব। ইতিপূর্বে তিনি ২ বার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাবও জয় করেন। ২০২৩ এবং ২০২৪ সালে অস্ট্রেলিয়ার সবথেকে বড় টেনিস টুর্নামেন্টে তিনি জয়লাভ করেছিলেন। আরিয়ানার বয়স এখন সবেমাত্র ২৭ বছর। আশা করা যায়, আগামী ভবিষ্যতে তিনি আরও গ্র্যান্ড স্লাম খেতাব জয় করতে পারবেন।

Aryna Sabalenka US Open 2025