/indian-express-bangla/media/media_files/2025/09/08/carlos-alcaraz-2025-09-08-10-12-32.jpg)
ষষ্ঠবার গ্র্যান্ড স্লাম খেতাব জয় করলেন কার্লোস আলকারাজ
US Open 2025: নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আয়োজিত ২০২৫ ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী জানিক সিনারকে (Jannik Sinner) পরাস্ত করে খেতাব জয় করেছেন। ৭ সেপ্টেম্বর আয়োজিত এই ফাইনাল ম্য়াচে আলকারাজ অসাধারণ পারফরম্য়ান্স করেন এবং চার সেটেই জয়লাভ করেছেন। তিনি সিনারকে ৬-২, ৩-৬, ৬-১ এবং ৬-৪ সেটে পরাস্ত করেন। এই জয়ের পাশাপাশি তিনি শুধুমাত্র টুর্নামেন্টের খেতাবই জয় করলেন না। বিশ্বের ১ নম্বরের সিংহাসনও কেড়ে নিলেন।
US Open 2025: ১১ বছর পর বিরল রেকর্ড, টানা দ্বিতীয়বার খেতাব জয় সাবালেঙ্কার
ফাইনাল খেলার শুরু থেকেই আলকারাজের আক্রমণাত্মক মেজাজ দেখতে পাওয়া যায়। প্রথম সেটে তিনি ৬-২ ব্যবধানে জয়লাভ করেন। যদিও সিনার দ্রুত কামব্যাক করেন। তৃতীয় সেটে স্প্যানিশ তারকার দাপট আবারও দেখতে পাওয়া যায়। তিনি ৬-১ ব্যবধানে সহজেই সেট জয় করেন। চতুর্থ তথা নির্ণায়ক সেটে দুজনের মধ্যে অবশ্য কঠিন লড়াই দেখতে পাওয়া যায়। যদিও আলকারাজ শেষপর্যন্ত ৬-৪ ব্যবধানে জয়লাভ করে খেতাব অর্জন করেছেন।
ষষ্ঠবার জিতলেন গ্র্যান্ড স্লাম খেতাব
ইতিপূর্বে, ২০২৫ উইম্বলডন ফাইনালে সিনারের কাছেই পরাস্ত হয়েছিলেন আলকারাজ। কিন্তু, নিউ ইয়র্কে তিনি দুর্দান্ত কামব্যাক করেন। এই নিয়ে তৃতীয়বার দুই মহান টেনিস তারকা গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলতে নামলেন। এই জয়ের পাশাপাশি ২২ বছর বয়সি আলকারাজ তাঁর কেরিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম খেতাবও জয় করে ফেললেন। বিয়ন বর্গের পর সর্বকনিষ্ঠ টেনিস তারকা হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
রেকর্ড গড়লেন সিনারও
এই টুর্নামেন্টের খেতাব সিনার জিততে না পারলেও, চলতি বছর চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলতে নেমেছেন। বিশ্বের চতুর্থ টেনিস তারকা হিসেবে তিনি একই বছরে চারবার গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলতে নামলেন। ইতিপূর্বে রড লেভার (১৯৬৯), রজার ফেডেরার (২০০৬, ২০০৭, ২০০৮) এবং নোভাক জোকোভিচ (২০১৫, ২০২১, ২০২৩) এই কৃতিত্ব অর্জন করেছেন।
Roger Federer Net Worth: ব্যাঙ্ক ব্যালান্স যেন 'সাত রাজার ধন', রাজা রজারের মোট সম্পত্তির পরিমাণ কত?
সিনারের প্রশংসায় পঞ্চমুখ আলকারাজ
আলকারাজের এই জয়ের পাশাাপাশি হার্ড কোর্টে সিনারের টানা ২৭ ম্য়াচে অপরাজেয় থাকার রেকর্ডও ভেঙে গেল। বর্তমানে আলকারাজের ঝুলিতে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম খেতাব জমা পড়েছেন। খেতাব জয়ের পর কার্লোস আলকারাজ তাঁর প্রতিদ্বন্দ্বী জানিক সিনারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। তিনি জানিয়েছেন, শুরুটা তিনি সিনারকে দিয়েই করতে চান। বললেন, 'এই মরশুমে তুমি যে পারফরম্য়ান্স করেছ, তা এককথায় অবিশ্বাস্য। নিজের পরিবারের থেকেও বেশি আমি তোমার পারফরম্য়ান্স দেখেছি। তোমার সঙ্গে কোর্ট, লকার রুম এবং প্রত্যেকটা মুহূর্ত যে শেয়ার করতে পেরেছি, তাতে আমি ধন্য।'