/indian-express-bangla/media/media_files/2025/09/04/sports-ground-2025-09-04-19-43-25.jpg)
Sports Ground: টানা ২৬তম হার্ডকোর্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন।
Jannik Sinner: বিশ্ব টেনিসে বর্তমানে যে নামটি সবচেয়ে আলোচিত, তিনি হলেন ইতালির তরুণ তারকা জ্যানিক সিনার। বিশ্বের এক নম্বর খেলোয়াড় এবং চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে ভবিষ্যতের টেনিসের রাজা বলা হচ্ছে।
বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএস ওপেনের (Sports Tennis) কোয়ার্টার ফাইনালে দশম বাছাই লরেঞ্জো মুসেত্তিকে সরাসরি সেটে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন সিনার। প্রথম সেটে সিনার শুরু থেকেই মুসেত্তিকে চাপে রাখেন। মাত্র ৫-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। মুসেত্তি সেটে মাত্র একবার গেম জিততে সক্ষম হন। দর্শকেরা তখনই বুঝে ফেলেছিলেন, ম্যাচটি বেশি লম্বা হবে না। সিনারের শক্তিশালী সার্ভিস এবং ধারাবাহিক আক্রমণাত্মক শট মুসেত্তিকে কোনো সুযোগই দেয়নি।
আরও পড়ুন- পরীক্ষায় সাফল্য, অর্থলাভ, পারিবারিক শান্তি চান? করুন এই প্রতিকার
এবং
আরও পড়ুন- বানিয়ে ফেলুন কাতলার রাজকীয় পদ, ভাত-পোলাওয়ের সঙ্গে জমে যাবে!
দ্বিতীয় সেটে মুসেত্তি সামান্য চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে ব্রেক করার হুমকি দেন তিনি। তবে সিনারের দৃঢ় মানসিকতা এবং নিখুঁত শট খেলার দক্ষতা তাকে দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করে। শেষ পর্যন্ত ৬-৪ গেমে দ্বিতীয় সেটও জিতে নেন তিনি। তৃতীয় সেটে আর কোনও অঘটন ঘটতে দেননি সিনার। ধারাবাহিকভাবে পয়েন্ট সংগ্রহ করে ৬-২ গেমে সেটটি জেতেন। এর মাধ্যমে তিন সেটেই ম্যাচ জিতে নেন তিনি এবং সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেন।
সিনার বলেন
ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে সিনার বলেন, 'খুব ভালো পারফরম্যান্স ছিল। আমি খুব দৃঢ়তার সঙ্গে খেলেছি। আপনাদের সকলকে ধন্যবাদ।' মুসেত্তির সম্পর্কে তিনি বলেন, 'আমরা একে অপরকে ভালো করে চিনি। আমরা একই দেশের খেলোয়াড়। তবে কোর্টে নামলে বন্ধুত্বের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা চলে আসে।' সেমিফাইনালে সিনারের প্রতিপক্ষ হবেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিম। ২৫তম বাছাই খেলোয়াড় হলেও তিনি চমক দেওয়ার ক্ষমতা রাখেন। সিনার তার হার্ডকোর্টে টানা ২৬তম জয় তুলে নিয়েছেন এবং এবার লক্ষ্য ফাইনাল ও শিরোপা ধরে রাখা।
আরও পড়ুন- 'সতী'দাহ চক্রান্তের বলি! রূপ কানওয়ারকে দাহর আগে পরানো হয়েছিল ১৬ রকম অলংকার?
এবং
আরও পড়ুন- আমেরিকায় গ্রিন কার্ড হোল্ডাররা বেকায়দায়, নাগরিকত্ব নিয়ে শুরু টানাপোড়েন
এই জয় শুধুমাত্র সেমিফাইনালে ওঠার নয়, বরং সিনারের ধারাবাহিকতাকে নতুন মাত্রা দিয়েছে। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি জেতার পর থেকেই তিনি দারুণ ছন্দে আছেন। ইউএস ওপেনে টানা জয় ধরে রাখার মাধ্যমে তিনি প্রমাণ করছেন, তিনি সত্যিই বর্তমান টেনিসের সবচেয়ে বড় শক্তি। একই দেশের দুই খেলোয়াড়ের মধ্যে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইতালির টেনিস ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। সিনার ম্যাচ শেষে বলেন, 'আমি নিশ্চিত যে দেশে ফিরে অনেক ইতালিয়ান ঘুমাচ্ছে না। তাঁরা আমাদের জন্য গর্বিত।'