/indian-express-bangla/media/media_files/2025/04/01/mMUcn1YngRkAS41G37hz.jpg)
ভেঙ্কটেশ আইয়ার এবং শাহরুখ খান
২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ফিরিয়ে এনেছিল কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders)। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্সের (KKR vs MI) বিরুদ্ধে যেভাবে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন, তারপর তাঁর দায়িত্বজ্ঞান নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ভেঙ্কটেশ যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন কলকাতা নাইট রাইডার্স ২৫ রানে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে একটা খারাপ শট খেলে আউট হয়ে যান ভেঙ্কটেশ। আর সেকারণে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও ভেঙ্কটেশ সেইভাবে নজর কাড়তে পারেননি। এরপর মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু, আচমকা সিদ্ধান্ত বদল করে নাইট ম্য়ানেজমেন্ট। মেগা নিলামে ঘর ওয়াপসি হয় ভেঙ্কটেশের। তাও আবার ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে। কিন্তু, কেন যে ভেঙ্কি মাইসোর এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা আজও কারোর বোধগম্য হয়নি।
গত বছর যে অধিনায়ক কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করলেন, সেই শ্রেয়স আইয়ারকে হেলায় ছেড়ে দেওয়া হল। বদলে ভরসা রাখা হল ভেঙ্কটেশ আইয়ারের উপর। যদিও প্রথম তিনটে ম্য়াচে ভেঙ্কটেশ নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি। এখনও পর্যন্ত মাত্র ৯ রান করেছেন তিনি।
Ajinkya Rahane On KKR Loss: কার জন্য হারল নাইট রাইডার্স? দল হারতেই রাগের মাথায় বলে ফেললেন রাহানে
আর এই জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্সের কারণেই কেকেআর সমর্থকরা তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা করতে শুরু করেছে। চলতি আইপিএল মরশুমের দ্বাদশ ম্য়াচটি মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর ব্রিগেড। পাওয়ারপ্লে চলাকালীন ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার কলকাতার দুই ওপেনারকে তুলে নেয়।
Ashwani Kumar: চালালেন ধ্বংসলীলা, একাই দুরমুশ করলেন কলকাতাকে! তবুও নির্বিকার অশ্বিনী
পাশাপাশি ডেবিউ ম্য়াচের প্রথম বলেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানের উইকেট শিকার করেন অশ্বিনী কুমার। এরপর দলের স্কোর দাঁড়ায় ২৫/৩। এমন একটি কঠিন পরিস্থিতিতে আশা করা হয়েছিল, ভেঙ্কটেশ আইয়ার হয়ত এই ইনিংসটা নতুন করে গড়ে তুলবেন। বদলে তিনি দীপক চাহারের বলে ভুল শট খেলে নিজের উইকেটটা উপহার হিসেবে দিয়ে এলেন।
IPL 2025, KKR vs MI: আইপিএলে অভিষেকে প্রথম বলেই নাইট শিকার, কে এই অশ্বিনী কুমার?
ভেঙ্কটেশ যে বাউন্সারের বিরুদ্ধে কতটা দুর্বল, সেটা খুব ভালো করেই জানতেন দীপক চাহার। সেকারণে অফ স্টাম্পের উপর মুম্বই ইন্ডিয়ান্সের এই পেস বোলার বাউন্সার ডেলিভারি করে যান। ভেঙ্কটেশকে ভুল শট খেলতে কার্যত বাধ্য করলেন তিনি। অবশেষে রায়ান রিকলটনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় ভেঙ্কটেশ আইয়ারকে।
KKR vs LSG Rescheduled: রামনবমীর জন্য বদলে গেল তারিখ, কবে হচ্ছে কেকেআর-লখনউ ম্য়াচ?
ভেঙ্কটেশ আইয়ারের এই ব্যাটিং পারফরম্যান্স দেখার পর কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা একেবারে খুশি হতে পারেননি। যেহেতু মেগা নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ফিরিয়ে এনেছিল ম্য়ানেজমেন্ট, সেকারণে তাঁদেরও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অনেকেই মনে করছেন, ভেঙ্কটেশের জন্য যে পরিমাণ টাকা খরচ করা হল, সেটা যদি ফিল সল্ট কিংবা স্টার্কের জন্য ব্যয় করা হত, তাহলে এই দলটা অনেক বেশি শক্তিশালী হত। অনেকে আবার রাসেল এবং নারিনকে রিটেন করার ব্যাপারেও হতাশা জাহির করেছেন।
দেখে নিন কে কী বলছেন:
Venkatesh iyer should return his ipl fee. This guy doesn’t deserve more than 20 lakhs. #MIvsKKR
— SupergiantsFanatics (@Manish_LSG) March 31, 2025
Venkatesh Iyer is genuinely the worst player this league has even seen
— Devesh Pant (@DeveshP79010226) March 31, 2025
How can someone be so unaesthetic and so fucking useless
Venkatesh Iyer’s batting stance looks like one of a tail ender’s
— Nadim. (@nadimspeaks) March 31, 2025
Shreyas Iyer staring at KKR like, Venkatesh Iyer over me at ~24 Cr? Seriously? pic.twitter.com/rvDkda1ngy
— ICT Fan (@Delphy06) March 31, 2025
When you are paying 23.75 crores to someone then he had to be a world beater. Not to a guy who looks like he don’t know which end to hold the bat . Venkatesh Iyer needs to vindicate the trust his team has in him #IPL2025
— Cricket Tamizhan (@CricketTamizhan) March 31, 2025
আগামী বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত তিনটে ম্য়াচের মধ্যে দুটোয় হেরে গিয়েছেন নাইটরা। এই পরিস্থিতিতে কেকেআর সমর্থকদের চাহিদা একটাই, ভেঙ্কটেশ আইয়ারকে আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করতে হবে। দলের কঠিন পরিস্থিতিতে আরও বুঝেশুনে ব্য়াটিং করতে হবে। যেহেতু তাঁকে ২৩.৭৫ কোটি টাকা দেওয়া হচ্ছে, সেই তুলনায় কিছুটা পারফরম্যান্স তো কেকেআর সমর্থকরা আশা করবেনই।