/indian-express-bangla/media/media_files/2025/05/25/VSJK4rqBTB84WiAMorsI.jpg)
Virat-Anushka Ayodhya Visit: স্ত্রী অনুষ্কাকে নিয়ে অযোধ্যায় গিয়েছেন বিরাট কোহলি
Virat-Anushka in Ayodhya: টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর বিরাট কোহলিকে হামেশাই দেশের বিভিন্ন মন্দিরে দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে যাচ্ছেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। রবিবার (২৫ মে) স্ত্রী অনুষ্কার সঙ্গে অযোধ্যায় (Ayodhya Ram Temple) পা রাখলেন বিরাট কোহলি।
সেখানে তিনি ভগবান রামললা এবং ভগবান হনুমানের দর্শন করেন। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে পূজা-অর্চনা করতেও দেখা যায়। ঠাকুরের থেকে আশীর্বাদ গ্রহণ করেন। হনুমান গড়ী মন্দিরে বিরাট কোহলি যে পূজা-অর্চনা করছেন, সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হনুমান গড়ী মন্দিরের ঠাকুরমশাই বিরাট কোহলিকে ফুলের মালা পরিয়ে দেন। তাঁর মাথায় তিলকও লাগান। ইতিপূর্বে বৃন্দাবনেও গিয়েছিলেন বিরাট (Virat-Anushka)। সেখানে তিনি সাধক প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন এবং তাঁর আশীর্বাদ নেন।
Virat Kohli 5 Records: হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির এই ৫ 'বিরাট' রেকর্ড, না জানলে হাত কামড়াবেন
আপাতত আইপিএল টুর্নামেন্ট খেলতে ব্যস্ত বিরাট কোহলি। লিগ পর্বের শেষ ম্য়াচটি লখনউয়ে খেলতে হবে। আগামী ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। এই ম্যাচের আগেই অনুষ্কার সঙ্গে অযোধ্যা ঘুরে এলেন বিরাট কোহলি। তাঁরা দুজনেই ভগবান রাম (Ram Temple) এবং হনুমান গড়ী মন্দিরে পুজো দেন। চলতি মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। এবার তাঁকে শুধুমাত্র ওয়ানডে ফরম্য়াটেই দেখতে পাওয়া যাবে। সেকারণে দেশের বিভিন্ন মন্দিরে তিনি আপাতত সময় কাটাচ্ছেন।
Virat Kohli Retirement: চরম অপমানেই 'অবসর' কিং কোহলির? সত্যিটা ফাঁস করলেন সেহওয়াগ
নীচে দেখে নিন সেই ভিডিও:
Virat Kohli and Anushka Sharma visited Shree Hanuman Garhi temple in Ayodhya. 🙏❤️pic.twitter.com/KKo6kdFAFU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 25, 2025
হনুমান গড়ী মন্দিরের পুরোহিত সঞ্জয় দাস'জি মহারাজ বললেন, 'আধ্যাত্মিকতা, সংস্কৃতি, ঈশ্বর এবং সনাতন ধর্মে যথেষ্ট আগ্রহ রয়েছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। তিনি ভগবান রামললার দর্শন করেছেন। এবার হনুমান'জির থেকে আশীর্বাদও গ্রহণ করেন।'
Virat Kohli Replacement: বিরাটের জুতোয় পা গলাবেন কে? নজরে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার
গত ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন বিরাট কোহলি
গত ১২ মে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। এই পোস্ট শেয়ার করতে গিয়ে বিরাট যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। আর সেইসঙ্গে তাঁর ১৪ বছরের কেরিয়ারে যবনিকা পতন হয়। বিরাট লিখেছিলেন, এই ফরম্য়াট থেকে তিনি জীবনের বেশ কয়েকটি শিক্ষা গ্রহণ করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে আগেই অবসর গ্রহণ করেছিলেন কিং কোহলি। এদিকে, বিরাটের দল আরসিবি ইতিমধ্যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফে যোগ্যতা অর্জন করে ফেলেছে। দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করতে মরিয়া কিং কোহলি।