ইতিহাসে বিরাট কোহলি। দেশের ক্রিকেটে প্রথমবার গোলাপি বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েছিলেন আগেই। এবার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানও করে ফেললেন কিং কোহলি। স্কোয়্যার লেগে তাইজুল ইসলামকে ২ রান নিয়ে ইডেনের মাটিতে রূপকথা লিখলেন তিনি।
প্রথমদিনের শেষে কোহলি ৫৯ রানে ব্য়াটিং করছিলেন। পূজারার সঙ্গে ৯৪ রানের ইনিংস খেলে দলকে প্রাথমিক বিপদসীমা থেকেও বের করে দিয়েছিলেন তিনি। তবে শুক্রবার শেষ লগ্নে ৫৫ রানে আউট হয়ে গিয়েছিলেন পূজারা। তারপর অবশিষ্ট সময় রাহানের সঙ্গেই কাটিয়ে দিয়েছিলেন তিনি।
এদিন প্রথম সেশনে কর্তৃত্ব নিয়েই ব্যাটিং শুরু করেন ক্যাপ্টেন। রাহানে হাফসেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরেই ৫১ রানে তাইজুল ইসলামের বলে এবাদাত হোসেনের হাতে ক্যাচ তুলে ফিরে গিয়েছিলেন। তবে কোহলির রক্ষণ নড়ানো যায়নি। একাই ব্যাট করে চলেছেন বাংলাদেশি বোলারদের বিপক্ষে।
প্রথম টেস্টে স্কোরবোর্ডে কোনও রান যোগ না করেই আউট হয়ে গিয়েছিলেন। ইডেনে সুদে আসলে সেই ইনিংসের বদলা তুললেন তিনি। এদিন ১৫৯ বলে শতরান পূর্ণ করেন তিনি। সবমিলিয়ে কেরিয়ারের ২৭তম। অধিনায়ক হিসেবে করে ফেললেন ২০তম টেস্ট শতরান। রিকি পণ্টিংকে এদিনই পিছনে ফেললেন তিনি। অধিনায়ক রিকি পণ্টিংয়ের দখলে ছিল ১৯টি শতরান। ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি শতরানের মালিক যদিও গ্রেম স্মিথ। তাঁর সংগ্রহে ২৫টি সেঞ্চুরি।
শতরান পূর্ণ করার পরেই রান তোলার গতি বাড়িয়েছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি ১২৪ রানে অপরাজিত রয়েছেন। কোনও ওভার বাউন্ডারি না হাকালেও কোহলির ইনিংস সাজানো ১৬টি বাউন্ডারিতে। ইডেনের দর্শকদের ধৈর্য্যশীল পরিণত ইনিংস উপহার দিয়েছেন। মধ্যাহ্নভোজ পর্যন্ত ৭৬ ওভার ব্যাটিং করে ভারত স্কোরবোর্ডে তুলেছে ২৮৯। লিড ১৮৩ রানের। কোহলি ও জাদেজা যথাক্রমে ১৩০ ও ১০ রানে ব্যাটিং করছেন।
Read live blog article HERE
Read the full article in ENGLISH