/indian-express-bangla/media/media_files/2025/04/30/LYdoxpXsSzdeOZpZPMOB.jpg)
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি
Virat Kohli: ভারতের কিংবদন্তী ক্রিকেটারদের তালিকায় ইতিমধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের সবথেকে প্রতিভাবান ব্যাটারদের মধ্যে তিনি একজন। আর সেই কারণেই তাঁকে ক্রিকেটের কিং বলা হয়ে থাকে। বিরাট তাঁর ক্রিকেট কেরিয়ারে একাধিক সাফল্য অর্জন করেছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের তালিকায় নাম লিখিয়েছেন। কিন্তু, আপনারা কি জানেন যে বিরাট কোহলি কতদুর লেখাপড়া করেছেন? আসুন, আজ কিং কোহলির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করা যাক।
সূত্র মারফৎ জানা গিয়েছে, দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুলে (Virat Kohli School) পড়াশোনা করতেন বিরাট কোহলি। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ ছিল। ১৯৯৮ সালে ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ভর্তি করে দেওয়া হয়। আর এখান থেকেই ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা হয়। প্রাথমিকভাবে ক্রিকেট এবং পড়াশোনা, দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছিলেন বিরাট। কিন্তু, একটা সময়ের পর আর দুটোর মধ্যে ব্যালান্স রাখতে পারেননি তিনি। শেষপর্যন্ত, পড়াশোনাকেই বিদায় জানাতে হয়।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি বেশ কয়েক বছরের পুরনো। সেখানে বিরাট কোহলি এবং বলিউড অভিনেতা আমির খান একে অপরের ইন্টারভিউ নিচ্ছিলেন। এমন সময় মিস্টার পারফেকশনিস্ট বিরাটকে প্রশ্ন করেন, 'তুমি কতদুর লেখাপড়া করেছ?'
Virat Kohli Orange Cap: রাজধানীতে 'বিরাট' রাজত্ব, জয়ের পাশাপাশি গড়লেন নয়া রেকর্ড
জবাব দেওয়ার আগে খানিক মুচকি হাসেন বিরাট। তারপর বলেন, 'আমি উচ্চমাধ্যমিক পাস করিনি। হ্যাঁ, ক্লাস ইলেভেনের পরীক্ষায় পাশ করেছিলাম। কিন্তু, এরুপ আমি ভারতের হয়ে অনূর্ধ-১৯ ক্রিকেট খেলতে শুরু করে দিই। তখন আমার বয়স ছিল মাত্র ১৬ বছর।' ইতিমধ্যে আমির জানান যে তিনি উচ্চমাধ্যমিক অন্তত পাস করেছেন। জবাবে বিরাট ফের বলেন, 'আপনি তো তাও ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছেন। আমি তো স্কুলেও যাইনি।' এরপর দুজনেই হেসে ফেলেন।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও:
অপর একটি ইন্টারভিউয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন যে ছোটবেলায় ইতিহাস পড়তে তাঁর খুব ভাল লাগত। অতীতের ব্যাপারে জানতে তিনি খুব ভালবাসতেন। এটা তাঁকে আরও বেশি করে শেখার ব্যাপারে উৎসাহী করত। তবে অঙ্ক করতে একেবারেই ভালবাসতেন না তিনি। যদিও আজ ক্রিকেট বিশ্বে একাধিক অঙ্কের হিসেব চুরমার করেছেন তিনি।
বিরাট কোহলির পরিবার
প্রসঙ্গত, ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি (Virat Kohli Childhood)। তাঁর বাবা প্রেম কোহলি একজন আইনজীবী ছিলেন। মায়ের নাম সরোজ কোহলি। বিরাটের দাদার নাম বিকাশ এবং বোনের নাম ভাবনা। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন তিনি।