Virat Kohli Fan Breaches Eden Gardens Security: ভাঙল ইডেনের নিরাপত্তা বলয়, বিরাটের পা ছুঁয়ে প্রণাম সমর্থকের! দেখুন ভিডিও

Virat Kohli Fan: এটা কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্য়াচ হলেও, স্টেডিয়ামে চারদিকে শুধুমাত্র আরসিবি পতাকার আধিপত্য দেখতে পাওয়া যাচ্ছিল। আর সেটা যে কার জন্য, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

Virat Kohli Fan: এটা কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্য়াচ হলেও, স্টেডিয়ামে চারদিকে শুধুমাত্র আরসিবি পতাকার আধিপত্য দেখতে পাওয়া যাচ্ছিল। আর সেটা যে কার জন্য, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli Fan

বিরাটের পা ছুঁয়ে প্রণাম করছেন সমর্থক Photograph: (ছবি - পার্থ পাল)

Virat Kohli Fan: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের শুরুটা যে বেশ জমাটি হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষপর্যন্ত আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলি ৫৯ রানে অপরাজিত থাকেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Advertisment

এটা কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচ হলেও, স্টেডিয়ামে চারদিকে শুধুমাত্র আরসিবি পতাকার আধিপত্য দেখতে পাওয়া যাচ্ছিল। আর সেটা যে কার জন্য, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। যে মানুষটাকে অস্ট্রেলিয়া সফরের পর টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি হতে না হতেই গোটা ছবিটা একেবারে বদলে গিয়েছে। আর শনিবার সেই ভিন্টেজ বিরাট কোহলিকেই আরও একবার দেখল ইডেন গার্ডেন্স। মাত্র ৩০ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে একটা হাফসেঞ্চুরি বেরিয়ে আসে।

Rinku Singh Viral Video: কিং কোহলিকে ইগনোর করলেন রকেট রিঙ্কু? IPL-এর শুরুতেই দানা বাঁধল বিতর্ক, ভাইরাল ভিডিও

ইতিমধ্যে বিরাটের ব্যাটিং দেখে তাঁর সমর্থকরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কিং কোহলি হাফসেঞ্চুরি করতে না করতে তাঁদেরই মধ্যে একজন ইডেন গার্ডেন্সের নিরাপত্তা বলয় ভেঙে সটান কোহলির কাছে চলে আসেন। আর শুধুমাত্র আসেননি, বিরাটকে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেন।

Advertisment

দেখে নিন সেই ভিডিও:

এমন একটা ঘটনার জন্য ইডেন গার্ডেন্সের নিরাপত্তারক্ষীরা একেবারে প্রস্তুত ছিলেন না। তাঁরা পড়িমড়ি করে দৌড়ে আসেন। এরপর তাঁকে পাকড়াও করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। এই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

KKR vs RCB Live Score, IPL 2025: কলকাতার বিরুদ্ধে ৭ উইকেটে জয় বেঙ্গালুরুর, অপরাজিত কোহলি

এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি অনন্য রেকর্ড গড়েন কিং কোহলি। আইপিএল টুর্নামেন্টে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি কলকাতার বিরুদ্ধে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তবে এই তালিকায় বিরাটের থেকে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা (১০৭০) এবং ডেভিড ওয়ার্নার (১০৯৩)। আপাতত কিং কোহলি কলকাতার বিরুদ্ধে ১০২০ রান করেছেন। বিরাটের এই বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই ঘরের মাঠে লজ্জার হার স্বীকার করতে হল কেকেআর ব্রিগেডকে।

RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সই চতুর্থ দল যার বিরুদ্ধে বিরাট কোহলি এক হাজার রান করলেন। ইতিপূর্বে এই কৃতিত্ব তিনি চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছেন।

IPL KKR Eden Gardens Virat Kohli RCB