/indian-express-bangla/media/media_files/2025/07/19/virat-kohli-rcb-2025-07-19-12-22-32.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি
Virat Kohli: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে। তবে এখনও পর্যন্ত তিনি ওয়ানডে এবং আইপিএল (IPL) টুর্নামেন্ট খেলছেন। আগামী ১৯ অক্টোবর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজে বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে। তবে এই সিরিজ শুরু হওয়ার আগে একটি চাঞ্চল্যকর খবর সামনে আসতে শুরু করেছে। এমন একটা খবর, যা শুনে গোটা ক্রিকেট বিশ্ব কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আইপিএল ক্রিকেট থেকে নাকি অবসর গ্রহণ করতে পারেন বিরাট কোহলি।
Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকাতে পারেন বিশ্বরেকর্ড!
আইপিএল থেকে অবসর গ্রহণ করতে পারেন বিরাট?
রেভ স্পোর্টসের সাংবাদিক রোহিত জুগলানের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আরসিবি-র (Royal Challengers Bengaluru) ব্র্যান্ড প্রোমোশন সংক্রান্ত একটি ব্যবসায়িক চুক্তিতে সই করার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু, কোহলি এই চুক্তিতে সই করতে অস্বীকার করেন। এই ব্যাপারে বিরাট কোহলি কিংবা আরসিবি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু, এই খবর নিঃসন্দেহে সবাইকে স্তম্ভিত করেছে।
Virat Kohli News: কিং কোহলিকে নিয়ে 'বড় খবর', ভারত ছেড়ে খেলবেন এই দেশের হয়ে?
রোহিত জুগলান জানিয়েছেন, 'গতবার মেগা নিলামের আগেই আমি বুঝতে পেরেছিলাম যে ২০২৬ আইপিএল শুরুর আগেই বিরাট কোহলিকে কোনও একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাড়াতেই হবে। কিন্তু, শোনা যাচ্ছে যে উনি আপাতত এই চুক্তি বাড়াতে চাইছেন না। সেকারণে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে যে বিরাট কোহলি চাইছেন, RCB-র সঙ্গে তাঁর মুখ যেন আর ব্যবহার না করা হয়। এই চুক্তি ছাড়াই তিনি আগামী পরিকল্পনা করতে চাইছেন।'
Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর কানেকশন!
চলতি বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট
২০২৫ আইপিএল টুর্নামেন্টের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসর ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল। টেস্ট ক্রিকেট থেকে কোহলি যে এত তাড়াতাড়ি অবসর গ্রহণ করবেন, এটা কার্যত কেউ কল্পনাই করতে পারছিলেন না। সকলেই একবাক্যে স্বীকার করছেন, আরও ৩-৪ বছর বিরাট অনায়াসে লাল বলের ক্রিকেট খেলতে পারতেন। শোনা যাচ্ছে, এবার ওয়ানডে ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করতে পারেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আইপিএল টুর্নামেন্ট থেকে বিরাট অবসর গ্রহণ করতে পারেন।