Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর কানেকশন!

Virat Kohli: টিম ইন্ডিয়ার কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি ইতিমধ্যে টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলছেন।

Virat Kohli: টিম ইন্ডিয়ার কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি ইতিমধ্যে টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Amitabh Bachchan

বিরাট কোহলি এবং অমিতাভ বচ্চন

Virat Kohli: বলিউডের 'শাহেনশা' অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) 'কিং' বিরাট কোহলির তুলনা টানলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। তাঁর কথায়, কোনও ম্য়াচ চলাকালীন বিরাটের মধ্যে যে আগুন মেজাজ দেখতে পাওয়া যায়, সেটা সাতের দশকে অমিতাভের 'অ্যাংরি ইয়ং ম্যান' অবতারের কথা মনে করিয়ে দেয়। ক্রিকেট ময়দানে আগ্রাসী আচরণের জন্যই স্বনামধন্য বিরাট কোহলি। বিপক্ষ দলের সামনে চোখ রাঙাতে তিনি বিন্দুমাত্র ভয় পান না। যখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন, সেইসময় ইংল্য়ান্ড এবং অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই বিশ্বাস জন্মিয়ে দিয়েছিলেন যে বিশ্বের যে কোনও উইকেটে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ জিততে পারে।

Advertisment

Virat and Rohit: অবশেষে এল 'সুখবর', কবে আবারও দেখা যাবে রোহিত-বিরাটের ব্যাটিং ধামাকা?

বাঙ্গারের কথায়, কোহলির এই আগ্রাসী আচরণ একেবারেই দেখনদারি নয়। বরং ওঁর ব্যক্তিত্বকেই প্রতিফলিত করে। বলিউডে সাতের দশকে বচ্চনের যে 'অ্যাংরি ইয়ং ম্য়ান' যুগ শুরু হয়েছিল, ঠিক সেটাই যেন কোহলি ক্রিকেট ময়দানে নিয়ে এসেছিলেন।

Advertisment

Gautam Gambhir: এশিয়া কাপ শুরুর আগে 'কড়া শাসন' গম্ভীরের, পালন করতে হবে অক্ষরে-অক্ষরে

সঞ্জয় উবাচ

ডিডি স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গার বলেছেন, 'এটা বিরাট কোহলির একেবারে স্বভাবজাত চরিত্র। আপনার মুখের উপর সত্যিটাকে সত্যি হিসেবে বলতে পারে। যখন যেটা ঠিক বলে মনে হয়, সেটাই করে। ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে অমিতাভ বচ্চনের সিনেমা কেন এত জনপ্রিয় হয়েছিল? কারণ একটাই। ওঁর অ্যাংরি ইয়ং ম্য়ান ইমেজটা সকলে গ্রহণ করেছিলেন। ভারতীয় সমাজে এই রাগটাই কার্যত ছাই চাপা আগুন হয়ে থাকে। ধিক-ধিক করে সবসময় জ্বলতে থাকে।'

Indian Cricket Team: 'অন্তত ৪ ক্রিকেট দল দরকার...', BCCI-এর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের ফ্যাবিউলাস ফোর ততদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। ফলে ভারতীয় ক্রিকেটে এই আগ্রাসনটা খুব দরকার ছিল। আর বিরাট সেটা একেবারে নিজস্ব স্টাইলেই দেখিয়েছে। ও ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি একেবারে বদলে দিয়েছিল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তো আমাদের শরীরী ভাষাই বদলে গিয়েছিল।'

Amitabh Bachchan on Virat Kohli: কোহলির ব্যাপারে বলতে গিয়ে গলা বুজে এল অমিতাভের, চোখ ভিজল জলে!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। গত ১৪ বছর ধরে লাল বলে তিনি মোট ১২৩ ম্য়াচ খেলেছেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি টেস্ট ডেবিউ করেছিলেন। ২০১৩ সালে শচীন তেন্ডুলকর অবসর গ্রহণ করার পর বিরাটই ভারতীয় ব্যাাটিং ডিপার্টমেন্টের সিংহভাগ দায়িত্ব গ্রহণ করেন।

Indian Cricket Team amitabh bachchan Sanjay Bangar Virat Kohli