Virat Kohli Out: তর্জন-গর্জনই সার! রানের খাতাই খুলতে পারলেন না বিরাট কোহলি

Virat Kohli: এই সিরিজে প্রায় ২০০ দিন পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। কিন্তু, ব্যাট হাতে কোনও কারনামা দেখাতে পারলেন না।

Virat Kohli: এই সিরিজে প্রায় ২০০ দিন পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। কিন্তু, ব্যাট হাতে কোনও কারনামা দেখাতে পারলেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli (9)

শূন্য রানে ফিরছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো বিরাট কোহলি

Virat Kohli: ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি পারথের অপটাস স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। যেখানে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সবথেকে বড় কথা এই সিরিজে প্রায় ২০০ দিন পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে যথেষ্ট আলোচনাও হয়। কিন্তু, ব্যাট হাতে কোনও কারনামা দেখাতে পারলেন না। শূন্য রানে আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।

Advertisment

Virat Kohli Big Record: ক্রিকেট ঈশ্বরের 'মহারেকর্ড' ভাঙবেন কিং কোহলি! ১৪৮ বছরে পারেনি কেউ...

কীভাবে আউট হলেন বিরাট?

সপ্তম ওভারে অস্ট্রেলিয়ার হয়ে বল করতে আসেন মিচেল স্টার্ক। ওভারের প্রথম ডেলিভারিটা তিনি অফসাইডের কিছুটা বাইরেই করেছিলেন। কোহলি ড্রাইভ করার লোভ সামলাতে পারেননি। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন কুপার কনৌলি। তিনি অসম্ভব ক্ষিপ্রতায় বাঁ-দিকে ডাইভ দিয়ে বলটা তালুবন্দি করলেন। অবশেষে কোহলি প্যাভিলিয়নে ফিরে যান। ৮ বল খেললেও তিনি মাত্র ০ রানই করেন।

Advertisment

Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, শুনলে আত্মহারা হবেন আপনিও!

বিরাট ফিরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েন। ইতিপূর্বে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটকে শেষবার দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার জার্সিতে। সেই টুর্নামেন্টে কিং কোহলি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। আশা করা হয়েছিল, সেই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তিই হয়ত পারথে দেখতে পাওয়া যাবে। কিন্তু, তেমনটা হল না। 

Virat Kohli tweet breaks internet: অবসরের জল্পনার মধ্যেই কোহলির টুইট, সোশ্যাল মিডিয়ায় বিরাট গুঞ্জন!

আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে বিরাট ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। আপাতত শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলছেন তিনি। এই সিরিজটা বিরাটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নির্বাচকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যদি এই সিরিজে বিরাট ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করতে না পারেন, সেক্ষেত্রে হয়ত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যাবে। হাতে আরও ২ ম্য়াচ রয়েছে। সেখানে কিং কোহলি কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।

Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকাতে পারেন বিশ্বরেকর্ড!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টির কারণে এই ম্য়াচ বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তবে বন্ধ হওয়ার আগে টিম ইন্ডিয়া মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। ১০ রান করে আউট হয়ে যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল এবং ৮ রানে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা।

India vs Australia Virat Kohli