Virat Kohli tweet breaks internet: অবসরের জল্পনার মধ্যেই কোহলির টুইট, সোশ্যাল মিডিয়ায় বিরাট গুঞ্জন!

Virat Kohli tweet breaks internet: অবসরের জল্পনার মধ্যেই Kohli-র টুইট। জল্পনার দাবানল ছড়াল সোশ্যাল মিডিয়ায়। বার্তায় ভরিয়ে দিলেন কোহলির অনুরাগীরা।

Virat Kohli tweet breaks internet: অবসরের জল্পনার মধ্যেই Kohli-র টুইট। জল্পনার দাবানল ছড়াল সোশ্যাল মিডিয়ায়। বার্তায় ভরিয়ে দিলেন কোহলির অনুরাগীরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli

Virat Kohli: বিরাট কোহলি।

Virat Kohli tweet breaks internet: ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ফের একবার খবরের শিরোনামে। এইবার কোনও ইনিংসের জন্য নয়, বরং একটি টুইট ঘিরে তিনি চর্চায়। তাঁর অবসরের গুঞ্জনের মধ্যেই কোহলির একটি পোস্ট ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। সেখানে  তিনি লিখেছেন, 'কেবলমাত্র তখনই কেউ হেরে যেতে পারে, যখন সে হাল ছেড়ে দেয়!'  

Advertisment

অবসরের জল্পনার মধ্যেই এল নতুন ইঙ্গিত

কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে কানাঘুষো প্রশ্ন চলছিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর কতদিন জাতীয় দলে খেলবেন? BCCI-এর প্রধান নির্বাচক সম্প্রতি জানিয়েছেন, দু'জনেই নাকি ODI World Cup ২০২৭ নিয়ে এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানাননি। এই প্রেক্ষিতেই কোহলির টুইট বা পোস্ট যেন জল্পনার আগুনে জল ঢালল। ভক্তদের মধ্যে আশার আলো জ্বেলে দিল।

আরও পড়ুন- দুর্বল ইউনাইটের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, আদৌ মন কাড়ল মোহনবাগানের খেলা?

Advertisment

সাধারণত বর্তমানে কোহলিকে খুব কমই নিজের চিন্তাভাবনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে দেখা যায়। বেশিরভাগ সময়ই নিজের ক্রিকেট সংক্রান্ত চিন্তাভাবনার বদলে কোহলির বিজ্ঞাপনী বা ব্র্যান্ড সম্পর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে। আর, এই কারণেই এবার কোহলির দার্শনিক উক্তি ঘিরে আলোড়ন তৈরি হওয়া স্বাভাবিক। ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, 'কিং কোহলি কখনও হাল ছাড়তে পারেন না।' অনেকে লিখেছেন, 'এর অর্থ হল, কোহলি এখনই অবসর নিচ্ছেন না।' পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক লাইক এবং শেয়ার হয়েছে। টুইটারে #Kohli এবং #NotGivingUp ট্রেন্ড হয়েছে। 

আরও পড়ুন- আগুন গোল মোহনবাগানের, মাঠে নামতেই জাত চেনালেন দিমি গড

বর্তমানে বিরাট কোহলি শুধু একদিনের আন্তর্জাতিক (ODI) ফরম্যাটে খেলেন। তিনি ইতিমধ্যেই টি২০ (T20) এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এখন তাঁর পুরো ফোকাস একদিনের ক্রিকেটে। এই ফরম্যাটে কোহলি এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কোহলি এই টুইটটি করেছেন অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে। তিনি, রোহিত শর্মা এবং নতুন ODI অধিনায়ক শুভমন গিল একসঙ্গে দিল্লি থেকে পার্থের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ODI সিরিজ। সেখানে কোহলি ও রোহিতকে আবার 'ব্লু জার্সিতে' দেখা যাবে। এই সিরিজ তাঁদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বড় বার্তা দিতে পারে।

আরও পড়ুন- মোহনবাগানকে নিয়ে বড় খবর, অভিনব প্রতিবাদে ঘুম উড়ল ম্যানেজমেন্টের

ভক্তরা মনে করছেন, কোহলির বার্তায় তাঁর মানসিক দৃঢ়তা এবং লড়াইয়ের মনোভাব লুকিয়ে রয়েছে। তাঁর কেরিয়ারের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন— ব্যর্থতা নয়, অধ্যবসায়ই তাঁকে সফল করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই টুইটের মাধ্যমে কোহলি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখনও দেশের জার্সি পরে খেলার জন্য সম্পূর্ণ তৈরি। আর, আপাতত তাঁর কোনও অবসরের চিন্তা নেই। বোর্ডের সূত্রে জানা গেছে, ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। বর্তমান কোচ গৌতম গম্ভীর বলেছেন, 'আমরা এখন বর্তমান নিয়ে ভাবছি। কোহলি এবং রোহিত জানে যে তাঁরা অন্যদের চেয়ে ভালো খেলতে পারে।' বোর্ডের অন্দরমহলে ধারণা, কোহলি অন্তত ২০২৬ পর্যন্ত একদিনের (ODI) ক্রিকেটে খেলতে চান।

Tweet