/indian-express-bangla/media/media_files/2025/10/18/virat-kohli-century-2025-10-18-12-06-52.jpg)
আরও একটি শতরানের অপেক্ষায় বিরাট কোহলি
Virat Kohli: ২২৪ দিন পর ফের ক্রিকেট ময়দানে নামতে চলেছেন বিরাট কোহলি। পারথের অপ্টাস স্টেডিয়ামে কিং কোহলি আরও একবার তাঁর মন-পসন্দ ফরম্য়াটে ব্যাটিং ঝড় তুলবেন। অস্ট্রেলিয়ার (India vs Australia) উইকেট বরাবরই কোহলির 'বিরাট' পছন্দের। এখানে তিনি ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করেছেন।
Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, শুনলে আত্মহারা হবেন আপনিও!
আশা করা যায়, আসন্ন সিরিজেও কোহলির এই ব্যাটিং ধামাকা অব্যাহত থাকবে। পাশাপাশি শচীন তেন্ডুলকরের একটি 'মহারেকর্ড' দুরমুশ করার সুযোগ তাঁর সামনে রয়েছে। যদি চলতি সিরিজে কোহলি একটি শতরান হাঁকাতে পারেন, তাহলে তিনি সেই রেকর্ড অর্জন করবেন যা ১৪৮ বছরের ইতিহাসে কখনও কোনও ব্যাটার অর্জন করতে পারেননি।
Virat Kohli tweet breaks internet: অবসরের জল্পনার মধ্যেই কোহলির টুইট, সোশ্যাল মিডিয়ায় বিরাট গুঞ্জন!
শচীনকে টেক্কা দেওয়ার সুবর্ণ সুযোগ
ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৫১ শতরান করেছেন। বিরাটই একমাত্র ব্যাটার যিনি এই ফরম্য়াটে ৫০ সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন। যদিও কোনও একটি ফরম্য়াটে সেঞ্চুরি হাঁকানোর ঘটনায় শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি।
Virat Kohli IPL Retirement: বিরাট কোহলিকে নিয়ে খারাপ খবর! বিদায় জানাতে পারেন আইপিএল-কে?
ওয়ানডে ক্রিকেটে বিরাট ৫১ শতরান করলেও শচীন কিন্তু টেস্ট ক্রিকেটে একই সংখ্যক শতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত এই ওয়ানডে সিরিজে বিরাটের ব্যাট থেকে যদি আর একটা সেঞ্চুরি বেরিয়ে আসে, তাহলে একটি ফরম্য়াটে সর্বাধিক শতরান হাঁকানোর পরিসংখ্যানে তিনি শীর্ষস্থানে উঠে আসবেন। এই তালিকায় শচীনকেও টেক্কা দেবেন কিং কোহলি।
Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকাতে পারেন বিশ্বরেকর্ড!
অস্ট্রেলিয়ায় কোহলির দুর্দান্ত রেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির রেকর্ড এককথায় অসাধারণ। ক্যাঙারুদের দেশে কিং কোহলি এখনও পর্যন্ত ২৯ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৫১-র ব্যাটিং গড়ে মোট ১,৩২৭ রান করেছেন। ইতিমধ্যে বিরাটের ব্যাট থেকে ৫ শতরান এবং ৬ ফিফটি বেরিয়ে এসেছে।
Virat Kohli News: কিং কোহলিকে নিয়ে 'বড় খবর', ভারত ছেড়ে খেলবেন এই দেশের হয়ে?
টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) জার্সিতে বিরাট কোহলিকে শেষবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাওয়া গিয়েছিল। ওই টুর্নামেন্টে তিনি নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান কোহলিই সংগ্রহ করেছিলেন। আশা করা যায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেও তাঁর ব্যাট থেকে ধামাকাদার পারফরম্য়ান্স দেখতে পাওয়া যাবে।