Virat Kohli Record: দরকার মাত্র ৫ রান, CSK-র বিরুদ্ধে মহারেকর্ডের দোরগোড়ায় কিং কোহলি

Virat Kohli vs MS Dhoni: এই ম্যাচে সকলের নজর বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির উপরেই থাকবে। যদিও তাঁরা দুজনেই নিজেদের দলকে নেতৃত্ব দিচ্ছেন না।

Virat Kohli vs MS Dhoni: এই ম্যাচে সকলের নজর বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির উপরেই থাকবে। যদিও তাঁরা দুজনেই নিজেদের দলকে নেতৃত্ব দিচ্ছেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli Record 1

চেন্নাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে মহারেকর্ডের দোরগোড়ায় কিং কোহলি

Virat Kohli vs CSK: শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মহারণের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে একদিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), অন্যদিকে অবশ্যই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি টুর্নামেন্টে দুটো দলই তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচের দিকে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত তাকিয়ে রয়েছে। ২০২৪ আইপিএল মরশুমের পর ফের দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। শেষবার যখন এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেইসময় আরসিবি হলুদ ব্রিগেডকে হারিয়ে প্লে-অফের টিকিট কনফার্ম করেছিল। আর টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ধোনিরা (MS Dhoni)।

Advertisment

Fan touched Virat Kohli's feet:ইডেনে কোহলিকে সাষ্টাঙ্গে প্রণাম, এখনও ঘোর কাটেনি ঋতুপর্ণর! বাবা-মা অন্য দুশ্চিন্তায়

এই ম্যাচে সকলের নজর বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির উপরেই থাকবে। যদিও তাঁরা দুজনেই নিজেদের দলকে নেতৃত্ব দিচ্ছেন না। কিন্তু, জনপ্রিয়তায় ভাঁটা পড়ার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না।

Virat Kohli Half Century: রাজার মেজাজে ব্যাটিং কোহলির, বিধ্বংসী হাফসেঞ্চুরি ইডেন গার্ডেন্সে

Advertisment

এই ম্যাচে বিরাট কোহলি এক অনন্য রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি একটি অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করতে পারেন। আইপিএল ইতিহাসে বিরাট কোহলি আপাতত চেন্নাইয়ের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন। তাঁর ঝুলিতে আপাতত ১,০৫৩ রান রয়েছে। CSK-র বিরুদ্ধে বিরাট এখনও পর্যন্ত ৩২ বার ব্যাট করতে নেমেছেন। তাঁর ব্যাটিং গড় ৩৭.৬০। ইতিমধ্যে কিং কোহলির ব্যাট থেকে ৯ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। হলুদ সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাধিক রান করার তালিকায় শীর্ষে ওঠার জন্য বিরাটকে আর মাত্র ৫ রান করতে হবে।

Virat Kohli Record: আইপিএলে বাবর আজমকে টেক্কা দিতে পারেন বিরাট! করতে হবে এই ছোট্ট কাজ

এই তালিকায় শীর্ষে রয়েছেন শিখর ধাওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ১,০৫৭ রান। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার ৪৪.০৪ ব্যাটিং গড়ে রান করেছেন। এরমধ্যে একটি শতরান এবং ৮ হাফসেঞ্চুরি রয়েছে।

Virat Kohli: বিরাট কি আদৌ প্রত্যাখ্যান করেছিলেন ক্যাপ্টেন্সির প্রস্তাব? শুরু নয়া বিতর্ক

তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি করেছেন ৮৯৬ রান। এরমধ্যে একটি শতরান এবং সাতটি হাফসেঞ্চুরি রয়েছে। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে তিনবার পরাস্ত করেছে। 

প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি

২০২৫ আইপিএল টুর্নামেন্টের শুরুতেই বিরাট কোহলির ব্যাটিং ধামাকা দেখতে পাওয়া গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি দুরন্ত একটি অর্ধশতরান করেন। জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের এই কিংবদন্তী ব্যাটিং তারকা ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করেন। তাঁর ব্যাট থেকে তিনটে ছক্কা এবং চারটে বাউন্ডারি রয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শুরুটা বেশ ভালোই করেছিলেন বিরাট কোহলি এবং ফিল সল্ট। প্রথম উইকেটে মাত্র ৮.২ ওভারের মধ্যেই ৯৫ রানের পার্টনারশিপ তৈরি হয়। সল্ট তাঁর প্রাক্তন আইপিএল দলের বিরুদ্ধে ৩১ বলে ৫৬ রান করেছিলেন।

MS DHONI Chennai Super Kings Royal Challengers Bengaluru IPL Virat Kohli