Virat Kohli Shameful Record: কামব্যাক ম্য়াচে লজ্জার রেকর্ড কোহলির, ভাঙল সমর্থকদের হৃদয়

Virat Kohli: ২০২৫ আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্য়াচ গত ৯ মার্চ খেলা হয়েছিল। এরপর আজ পারথে বিরাট কোহলি ফের টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামলেন। সেকারণে সমর্থকরা তাঁকে নিয়ে আশার রামধনুতে রং লাগাতে শুরু করেছিলেন।

Virat Kohli: ২০২৫ আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্য়াচ গত ৯ মার্চ খেলা হয়েছিল। এরপর আজ পারথে বিরাট কোহলি ফের টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামলেন। সেকারণে সমর্থকরা তাঁকে নিয়ে আশার রামধনুতে রং লাগাতে শুরু করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli (10)

শূন্য রানে আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি

Virat Kohli: টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচটা আজ পারথ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মিচেল মার্শ টস জিতে ভারতকে (Indian Cricket Team) প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। মার্শের এই সিদ্ধান্ত যে কতখানি সঠিক ছিল, তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। এই ম্য়াচে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি টিম ইন্ডিয়া। প্রায় ৭ মাস পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন বিরাট কোহলি। তিনিও নজর কাড়তে পারলেন না। কিংয়ের নামে দাখিল হয়ে গেল এক লজ্জার রেকর্ড।

Advertisment

Virat Kohli Out: তর্জন-গর্জনই সার! রানের খাতাই খুলতে পারলেন না বিরাট কোহলি

বিরাট কোহলির নামে লজ্জার রেকর্ড

২০২৫ আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্য়াচ গত ৯ মার্চ খেলা হয়েছিল। এরপর আজ পারথে বিরাট কোহলি ফের টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামলেন। সেকারণে সমর্থকরা তাঁকে নিয়ে আশার রামধনুতে রং লাগাতে শুরু করেছিলেন। এই ম্য়াচে কিং কোহলি ৮ বল খেলেন, কিন্তু কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। আর সেইসঙ্গে কিং কোহলি এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ফরম্য়াটে ০ রানে আউট হলেন।

Advertisment

Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, শুনলে আত্মহারা হবেন আপনিও!

সেইসঙ্গে তাঁর ঝুলিতে আরও একটি লজ্জার রেকর্ড জমা হল। ওয়ানডে ক্রিকেটে বিরাট ১৬ বার ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি সিরিজে বিরাট ৩ ম্য়াচ খেলবেন। হয়ত অজিভূমে এটাই তাঁর শেষ ওয়ানডে সিরিজ। সেখানে দাঁড়িয়ে এমন একটি রেকর্ড তাঁর কেরিয়ারে একটা কলঙ্কের দাগ টেনে দিল। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের ওয়ানডে রেকর্ড এককথায় অসাধারণ। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে বড় রান প্রত্যাশা করা যেতেই পারে। 

Virat Kohli Big Record: ক্রিকেট ঈশ্বরের 'মহারেকর্ড' ভাঙবেন কিং কোহলি! ১৪৮ বছরে পারেনি কেউ...

একেবারে খারাপ শুরুয়াত টিম ইন্ডিয়ার

পারথে কিং কোহলি দীর্ঘ সময় পর কামব্যাক করলেও, সেটা স্মরণীয় করতে পারলেন না। বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা এবং শুভমান গিলও এই ম্য়াচে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ১৪ বলে মাত্র ৮ রান করলেন।

Virat Kohli tweet breaks internet: অবসরের জল্পনার মধ্যেই কোহলির টুইট, সোশ্যাল মিডিয়ায় বিরাট গুঞ্জন!

অন্যদিকে, বর্তমান অধিনায়ক শুভমান গিল মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া ১১.৫ ওভারে মাত্র ৩৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল ব্যাট করছেন। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

Indian Cricket Team India vs Australia Virat Kohli