scorecardresearch

‘চাপমুক্ত হও, অতিসতর্কতার প্রয়োজন নেই’, বার্তা কোহলির

শনিবার দ্বিতীয় টেস্ট শুরু আগে সাফ জানিয়ে দিলেন বিদেশের মাটিতে এ ধরনের ব্যাটিং মনোভাব কখনই ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট নয়।

Virat Kohli
সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি (টুইটার)

প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর দলের অতিসতর্ক ডিফেন্সিভ ব্যাটিংকেই দায়ী করলেন ক্যাপ্টেন বিরাট কোহলি। শনিবার দ্বিতীয় টেস্ট শুরু আগে সাফ জানিয়ে দিলেন বিদেশের মাটিতে এ ধরনের ব্যাটিং মনোভাব কখনই ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট নয়। দু’ ম্যাচের টেস্ট সিরিজে একটিতে হারের পর এমনিতেই পিছিয়ে পড়েছে ভারত। দলের মনোভাব বদলাতে কোহলি বলেন, ‘‘আমার মনে হয় ব্যাটিংয়ের ভাষা বদলানো দরকার। অতিসতর্ক হয়ে ব্যাটিং করা দলকে মোটেও সাহায্য করছে না। বরং ব্যাট করতে গিয়ে নিজেদের শট খেলাই বন্ধ করে দিচ্ছে ব্যাটসম্যানরা।’’

আরও পড়ুন: ধোনি নয়, ট্রাম্পের মুখে কোহলি! মোতেরা দেখল প্রেসিডেন্টের ক্রিকেট-প্রীতি

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে খেলতে নেমে ৮১ বল খেলে ১১ রান করেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে হনুমা বিহারী ১৫ রান করেন ৭৯ বলে। বেশি বল খেলেও ভারতীয় ব্যাটসম্যানরা রানের গতি বাড়াতে পারেননি। ব্যাটসম্যানদের এমন খেলায় মোটেও খুশি নন অধিনায়ক। কোহলি বলেন, “কখন সিঙ্গেলস নেব সেই পরিস্থিতি দেখে খেললে হবে? যতক্ষণে ভালো বলের জন্য অপেক্ষা করবেন ততক্ষণে আউট হয়ে যাবেন।”

আরও পড়ুন: মোদী-ট্রাম্পের মোতেরা নয়, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম রয়েছে এশিয়াতেই

নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে বিপক্ষ দলকে ব্যাটিংয়ের আক্রমণে ধরাশায়ী করতেই উৎসাহ দেন আগ্রাসী কোহলি। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমি যদি দেখি যে সবুজ উইকেট রয়েছে, সেক্ষেত্রে আমি প্রতি আক্রমণের রাস্তা বেছে নেব। সেখানে দলের রানও বাড়ানো যাবে। কিন্তু সতর্ক হয়ে ব্যাট করলে দলের কোনও লাভ হবে না। চেষ্টা করলে না হলে সেটা আলাদা বিষয়। বিশেষ করে বিদেশের মাটিতে এই ভাবনায় বদল আনাটা দরকার।’’

আরও পড়ুন: রঞ্জির শেষ চারে বাংলা, সামনে এবার মণীশ পাণ্ডেদের কর্ণাটক

পাশাপাশি ব্যাটসম্যানদের মানসিকতাও বদলাতে বলেছেন কোহলি। অধিনায়ক বলেন, “আমরা যদি সেই মুহুর্তে সবসময় পরিস্থিতির কথা মাথায় রাখি তাহলে ব্যাটিংয়ে লক্ষ্য থাকবে না। যখন অ্যাওয়ে ম্যাচ খেলি তখন মূল খেলাটা চলে মাথায়। খেলার মাঠেই অনেকরকম টেকনিকাল সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যদি ভাবনা পরিষ্কার থাকে, সেক্ষেত্রে যেকোনও পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যায়”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli urged his under pressure batting lineup to get rid of the ultra defensive approach