Wankhede Stadium: ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুঃসাহসিক চুরি, লাখ লাখ টাকার IPL জার্সি উধাও BCCI স্টোর থেকে

Wankhede Stadium Theft: চুরি হওয়া জার্সিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬,৫২,৫০০ টাকা। হেমাং আমিনের অভিযোগের ভিত্তিতে মেরিন ড্রাইভ থানার পুলিশ ফারুখ আসলাম খানের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Wankhede Stadium Theft: চুরি হওয়া জার্সিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬,৫২,৫০০ টাকা। হেমাং আমিনের অভিযোগের ভিত্তিতে মেরিন ড্রাইভ থানার পুলিশ ফারুখ আসলাম খানের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL Jersey Theft: ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে চুরি গেল লাখ লাখ টাকার জার্সি

IPL Jersey Theft: ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে চুরি গেল লাখ লাখ টাকার জার্সি

IPL Jersey Theft Case from Wankhede Stadium: মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট মহলে। স্টেডিয়ামের দোতলায় অবস্থিত BCCI-এর অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোর থেকে ৬.৫২ লক্ষ টাকা মূল্যের ২৬১টি আইপিএল (IPL 2025) জার্সি চুরি গেছে বলে খবর। এই ঘটনায় মেরিন ড্রাইভ থানায় এক সিকিউরিটি ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisment

চুরির ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ১৩ জুন, তবে অভিযোগ দায়ের করা হয় প্রায় এক মাস পরে, ১৭ জুলাই। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি বিধির (BNS 2023) ধারা ৩০৬ অনুযায়ী মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন বিরাটের পিছনে ছুরি মেরেছিল RCB-ই! সম্মান বাঁচাতে তড়িঘড়ি চরম সিদ্ধান্ত কোহলির

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী হেমাং ভরতকুমার আমিন (বয়স ৪৪), যিনি BCCI-এর একজন কর্মচারী এবং মুম্বইয়ের মাহিম এলাকায় বসবাস করেন। তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত বোর্ডের অফিসে কর্মরত।

আরও পড়ুন ইংল্যান্ড সিরিজে ১১-৭ স্কোরে এগিয়ে ভারত! এই পরিসংখ্যান দেখলে কুর্নিশ জানাবেন টিম ইন্ডিয়াকে

অভিযোগে তিনি জানিয়েছেন, মীরা রোড ইস্টের গৌরব এক্সেলেন্সি-তে বসবাসকারী ৪৬ বছর বয়সি ফারুখ আসলাম খান অনুমতি ছাড়াই মার্চেন্ডাইজ স্টোরে প্রবেশ করেন এবং বিভিন্ন আইপিএল দলের যেমন DC, MI, LSG, SRH, KKR, PBKS, GT, RCB, RR ও CSK-এর জার্সি চুরি করেন।

আরও পড়ুন ম্যানচেস্টার টেস্টে মহাবিতর্ক! ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানের জার্সি গায়ে দর্শক, তারপর যা হল..

চুরি হওয়া জার্সিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬,৫২,৫০০ টাকা। হেমাং আমিনের অভিযোগের ভিত্তিতে মেরিন ড্রাইভ থানার পুলিশ ফারুখ আসলাম খানের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে, যাতে পুরো ঘটনার সূত্র খুঁজে পাওয়া যায় এবং চুরি যাওয়া জার্সিগুলি উদ্ধার করা সম্ভব হয়।

Wankhede Stadium IPL 2025