Cricket Love Story: সুন্দরী হোস্টকে লাইভেই এ কী প্রস্তাব ধনকুবেরের? লজ্জায় লাল তরুণী, মুহূর্তে ভাইরাল Video

WCL Owner Harshit Tomar: WCL টুর্নামেন্টের মালিক হর্ষিত তোমার ম্যাচ শেষ হওয়ার পর লাইভ শোয়ে হোস্ট করিশ্মা কোটাককে প্রেম প্রস্তাব দেন। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

WCL Owner Harshit Tomar: WCL টুর্নামেন্টের মালিক হর্ষিত তোমার ম্যাচ শেষ হওয়ার পর লাইভ শোয়ে হোস্ট করিশ্মা কোটাককে প্রেম প্রস্তাব দেন। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harshit Toamr-Karishma Kotak: লাইভ শো-তে সুন্দরী হোস্টকে আজব প্রস্তাব মালিকের

Harshit Toamr-Karishma Kotak: লাইভ শো-তে সুন্দরী হোস্টকে আজব প্রস্তাব WCL মালিকের

WCL owner Harshit Tomar proposed Host Karishma Kotak on LIve Show: ক্রিকেটের মাঠ মানেই রোমাঞ্চ। চারে-ছয়ে জমে ওঠে খেলা, উইকেটের পতনে বদলে যায় গল্প। কেউ জেতে, কেউ হার মানে। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডে এক ক্রিকেট মাঠে এমন এক দৃশ্য দেখা গেল, যা সব কিছুকে ছাপিয়ে গেল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) ফাইনাল শেষে লাইভ সম্প্রচারে ঘটে গেল এক 'ফিল্মি' মুহূর্ত, মাঠেই এল বিয়ের প্রস্তাব!

Advertisment

আসলে, টুর্নামেন্টের মালিক হর্ষিত তোমার ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী ও ফটোশুট মিটতেই মুখোমুখি হন হোস্ট করিশ্মা কোটাকের। লাইভ টেলিকাস্ট চলাকালীন করিশ্মা একটি সাধারণ প্রশ্ন করেন, “এত বড় জয়, এখন আপনি কীভাবে সেলিব্রেট করবেন?”

আরও পড়ুন ফের মুখ পুড়ল পাকিস্তানের, ডিভিলিয়ার্সের সেঞ্চুরিতে লজ্জার হার আফ্রিদিদের

Advertisment

জবাবে হর্ষিত তোমারের মুখ থেকে আসে একেবারে ‘ধামাকা’ উত্তর, “যদি তুমি হ্যাঁ বলো, তাহলে বিয়ে করে।”

এই কথা শুনে করিশ্মা রীতিমতো থতমত খেয়ে যান। শুধু বলেন, “Oh My God…” তারপর কয়েক সেকেন্ড নীরবতা, ক্যামেরা জুম-ইন করে ফোকাস নেয় সেই মুহূর্তে, আর চারপাশে দর্শকদের মধ্যে শুরু হয় চিৎকার-উল্লাস। হর্ষিতের মুখে তখন জয়ের চেয়েও বড় একটা তৃপ্তির হাসি।

এরপর হর্ষিত তোমার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে করিশ্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেন, ক্যাপশনে দেন শুধু একটি হার্ট ইমোজি। তারপর তো ইনস্টাগ্রামে কমেন্টের বন্যা, “বিয়ে কবে?”, “বিয়ে লাইভ দেখাবে না OTT-তে?”

আরও পড়ুন ভারতীয় বোলারদের ধ্বংস করে এবি ডিভিলিয়ার্সের আগুনে ইনিংস! ৮৮ রানে বিধ্বস্ত যুবরাজের দল

এদিকে ম্যাচের কথাও ভুললে চলবে না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স টস জিতে ব্যাট করতে নেমে শারজিল খানের ৪৪ বলে ৭৬ রানের ইনিংসে ১৯৫/৫ তোলে। তবে সেই টার্গেট ছাপিয়ে যায় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এ.বি. ডিভিলিয়ার্স একাই খেলেন ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস। তাঁর হাত ধরেই প্রথমবার শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

তবে সেদিনের আসল চ্যাম্পিয়ন হয়তো ক্রিকেট নয়, প্রেম! লাইভ ক্যামেরার সামনে এমন প্রস্তাব, এটা তো ক্রিকেট মাঠের প্রেমকাহিনি হয়ে গেল!

আরও পড়ুন আফ্রিদির সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে অজয় দেবগন! ভাইরাল ছবিতে তুঙ্গে ক্ষোভ, দেশভক্তি নিয়ে উঠছে প্রশ্ন

WCL 2025