India vs England: অবশেষে হল যাবতীয় জল্পনার অবসান। ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর, টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক কে হতে চলেছেন, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল। অবশেষে এই দায়িত্বটা শুভমান গিলের (Shubman Gill) হাতেই তুলে দেওয়া হয়েছে। যদিও এই তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনিই আগামী ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যে একটা নতুন যুগে পা রাখতে চলেছে, শুভমানের হাতে ব্যাটন তুলে সেই কথাটাই কার্যত বুঝিয়ে দিল বিসিসিআই। রোহিতের পর ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্বের দৌড়ে শুভমান অনেকটাই এগিয়ে ছিলেন। এর আগে সাদা বলের ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দিয়েছিলেন। সেকারণে এই ব্যাপারে বিসিসিআইকে খুব বেশি মাথা ঘামাতে হয়নি।
Shubman Gill Record: ইতিহাস লিখলেন শুভমান, গুজরাটের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন এই কৃতিত্ব
একনজরে পূর্ণাঙ্গ ভারতীয় টেস্ট স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।
Shubman Gill: ভুল সিদ্ধান্তের শিকার শুভমান? OUT হতেই ফেটে পড়লেন ক্ষোভে! দেখুন সেই Video
কবে-কোথায় টেস্ট ম্য়াচ খেলবে ভারত
- প্রথম টেস্ট ম্য়াচ: ২০-২৪ জুন, হেডিংলে
- দ্বিতীয় টেস্ট ম্য়াচ: ২-৬ জুলাই, এজবাস্টন
- তৃতীয় টেস্ট ম্য়াচ: ১০-১৪ জুলাই, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
- চতুর্থ টেস্ট ম্য়াচ: ২৩-২৭ জুলাই, ওল্ড ট্রাফোর্ড
- পঞ্চম টেস্ট ম্য়াচ: ৩১ জুলাই-৪ অগাস্ট, দ্য ওভাল
Rishabh Pant Failure: ফের ব্যর্থ ২৭ কোটির 'ফ্লপস্টার', এক এক রানের জন্য লখনউয়ের ২০ লাখ খসাচ্ছেন পন্থ
তবে অধিনায়কের তালিকায় আরও একজনের নাম ছিল। তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর হাতে অবশ্য সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে ভারতীয় টেস্ট স্কোয়াডে ঋষভ নিজের ব্যাটিং দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছেন। ৩২ ম্য়াচে (৫৭ ইনিংস) তিনি মোট ২,১৯৪ রান করেছেন। ব্যাটিং গড় ৪১.৩৯। এরমধ্যে চারটে শতরান এবং ১৩ হাফসেঞ্চুরি রয়েছে।
Rishabh Pant: ১০ ম্যাচে মাত্র ১২৮ রান! 'সবচেয়ে দামি' ঋষভকে যাচ্ছেতাই অপমান করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার
কিন্তু, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই বাঁ-হাতি ব্যাটারকে খুব একটা ভাল ফর্মে দেখতে পাওয়া যায়নি। আর সেকারণেই বোধহয় তিনি নির্বাচকদের পছন্দের তালিকায় আসতে পারেননি। তবে ঋষভকে যদি ভারতীয় ক্রিকেট দলের আগামী অধিনায়ক করা হত, সেক্ষেত্রে অবশ্য কারোর কিছু বলার ছিল না।