/indian-express-bangla/media/media_files/2025/09/17/indian-women-cricket-team-2-2025-09-17-21-57-11.jpg)
জয়ের উল্লাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের
Women’s ODI World Cup 2025: ২০২৫ মহিলা বিশ্বকাপ আপাতত গোধূলিলগ্নে পা বাড়াতে শুরু করেছে। ইতিমধ্যে সেমিফাইনালের লড়াইয়ে নাম লিখিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আপাতত শেষ চারে আর একটাই আসন ফাঁকা রয়েছে। আর সেই আসনের জন্যই চারটে দলের মধ্যে জোরদার লড়াই হবে। লড়াইয়ে টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। যদিও ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে রাস্তাটা একেবারেই সহজ নয়। গতকাল (২০ অক্টোবর) শ্রীলঙ্কা ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে বাংলাদেশকে হারিয়েছে। সেকারণে সেমিফাইনালের আশা এখনও বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা।
IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?
কীভাবে সেমিফাইনালে উঠবে টিম ইন্ডিয়া
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৫ ম্য়াচ খেলেছে। এরমধ্যে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল ২ ম্য়াচে জয়লাভ করলেও, টানা ৩ ম্য়াচে হেরে গিয়েছে। গত তিনটে ম্য়াচেই লজ্জার হার স্বীকার করেছে টিম ইন্ডিয়া। আর সেকারণেই তারা আপাতত ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। টিম ইন্ডিয়ার হাতে এখনও ২ ম্য়াচ বাকি রয়েছে। আর সেমিফাইনালে পৌঁছনোর জন্য ভারতকে এই দুটো ম্য়াচই জিততে হবে।
IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়াকে আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। কারণ এই দুটো দলই এখনও পর্যন্ত ৬ পয়েন্টে পৌঁছতে পারে। তবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে ৬ পয়েন্ট অর্জন করা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
IND W vs AUS W Highlights: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হার, ভারতের সামনে কঠিন সেমিফাইনালের রাস্তা
আগামী ম্য়াচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটা ভারতীয় ক্রিকেট দলের কাছে কার্যত মরণ-বাঁচন লড়াই। এই ম্য়াচে ভারত জিততে পারলেই সেমিফাইনালের টপ-ফোরে নাম লেখাতে পারবে। এই ম্য়াচ জিতেই ভারতের ঝুলিতে মোট ৬ পয়েন্ট চলে আসবে। অন্যদিকে, ভারতীয় দলের নেট রানরেটও যথেষ্ট ভাল। এটা ভবিষ্যতে সাহায্য করবে। আপাতত নিউজিল্যান্ড ৪ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদি নিউজিল্যান্ড এই ম্য়াচে ভারতকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে কিউয়িদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।