ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট। কে সেই সাংবাদিক, বিস্তারিত জানার জন্য ঋদ্ধিমানকে হাজির হতে হয় বোর্ডের বোর্ড নিযুক্ত তিন সদস্যের কমিটির কাছে। সেখানেই ঋদ্ধিমান সমস্ত কিছু খোলসা করে দিয়েছেন। এমনটাই দাবি করেন।
এরপরেই ময়দানে অবতীর্ণ হন ক্রিকেট টক শো-র সঞ্চালক বোরিয়া মজুমদার। তিনি সরাসরি টুইটারে ভিডিও পোস্ট করে জানান, তাঁর হোয়াটসএপ চ্যাটের বিকৃত করে সমবেদনা কুড়োনোর চেষ্টা করেছেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান।
আরও পড়ুন: বোর্ডের চুক্তিতে বিরাট ধাক্কার মুখে পূজারা-রাহানে-হার্দিক! ঘোষণার আগেই ব্যাপক শোরগোল
ঋদ্ধিমান সাহার হোয়াটসএপ পর্ব খতিয়ে দেখছেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমল এবং বোর্ডের এপেক্স কাউন্সিল মেম্বার প্রভতেজ সিং ভাটিয়া। সেই তদন্ত কমিটির কাছে সওয়াল-জবাব পর্বের পরে ঋদ্ধিমান সাংবাদিকদের জানিয়ে দেন, "যা জানি, সমস্ত কিছুই বোর্ডকে জানিয়ে দিয়েছি। সমস্ত তথ্য দিয়েছি। এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়। বোর্ডের তরফে বলা হয়েছে, মিটিংয়ের বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ না খুলতে।" ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ঋদ্ধিমান সাহা সংশ্লিষ্ট সাংবাদিক হিসাবে বোরিয়া মজুমদারের নাম জানিয়েছেন। যিনি একটি ক্রিকেট শো 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া' সঞ্চালনা করেন।
আরও পড়ুন: পুরস্কার মূল্যে IPL-এর ধারেকাছেই নেই PSL! টাকার অঙ্কেই বাজিমাত BCCI-এর
বোরিয়া মজুমদারের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন তিনি। "ঋদ্ধিমানের নামে মানহানির মামলা দায়ের করছি। ও আমার স্ক্রিনশট অবৈধভাবে বিকৃত করেছে। এদিনই বোর্ডকে আমি সমস্ত তথ্য পাঠিয়েছি। বোর্ডের সকলকে ইমেলের মাধ্যমে গোটা ঘটনা জানিয়েছি। এছাড়াও টুইট করে নিজের তরফের বক্তব্য জানিয়েছি।"
ঘটনার সূত্রপাত গত মাসে ফেব্রুয়ারির ১৯-এ। ঋদ্ধিমান সাহা নিজের হোয়াটসএপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনে হৈচৈ ফেলে দেন। ক্যাপশনে লেখা ছিল, "ভারতীয় ক্রিকেটে এত অবদানের পরেও তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের কাছ থেকে এরকম ঘটনার মুখোমুখি হতে হয়। সাংবাদিকতা কোন পর্যায়ে নেমে গিয়েছে!"
ঋদ্ধিমানের সেই শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট সাংবাদিক হুমকির সুরে বলছেন, "তুমি ফোন করলে না। আর কোনওদিন তোমার সাক্ষাৎকার নেব না। অপমান খুব সহজে নিই না। আমার এটা মনে থাকবে।" হুমকির ভাষা প্রয়োগ দেখার পরে ঋদ্ধিমানের পাশে দাঁড়ান একাধিক প্রাক্তন ক্রিকেটার, জাতীয় দলের প্রাক্তন হয়ে যাওয়া হেড কোচ রবি শাস্ত্রীও। তবে জনসমক্ষে সেই সাংবাদিকের নাম জানাননি ঋদ্ধিমান।
আরও পড়ুন: বোর্ডের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা প্রকাশ্যে কেন! ঋদ্ধিকে এবার বিঁধলেন সৌরভের দাদা স্নেহাশিস
বোরিয়া মজুমদার আবার ঋদ্ধিমানের স্ক্রিনশট শেয়ার করার প্রেক্ষিতে বলছেন, "আমি মোটেই ১৯ ফেব্রুয়ারি ঋদ্ধির সঙ্গে কথা বলিনি। আমার এবং ওঁর কল রেকর্ড চেক করা হোক। শেষবার ১৩-য় ওঁর সঙ্গে কথা হয়। ওঁকে ফোন করেছিলাম গুজরাট টাইটান্সে ১.৯ কোটির চুক্তি পাওয়ার পরে। তারপরেই ওঁকে এক সাক্ষাৎকারের জন্য অনুরোধ করি। ও আমাকে জানায়, বাড়িতে পৌঁছনোর পরে রাত ৮টায় কথা বলবে। আমাকে জুম লিঙ্ক শেয়ার করার জন্যও বলে। তারপরে আড়াই ঘণ্টা ওঁর জন্য আমরা ওয়েট করি।"
বোর্ডকে পাঠানো বয়ানে বোরিয়া আরও দাবি করেন, ঋদ্ধিমানের ম্যানেজার ফেব্রুয়ারির ১ তারিখে তাঁর বাড়িতে আসে। এবং দুটো সাক্ষাৎকার পর্ব ঠিক হয়। আইপিএলের মেগা নিলামের ঠিক আগের দিন ফেব্রুয়ারির ১০ তারিখে বোরিয়া হোয়াটসএপে বেশ কিছু টেক্সট করেন ঋদ্ধিমানকে।
আরও পড়ুন: হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানাবেন না সৌরভের বোর্ডকে! কেন, সাফ জানালেন ‘বিদ্রোহী’ ঋদ্ধি
ঋদ্ধিমান গুজরাট টাইটান্সে ১.৯ কোটি টাকা দর পাওয়ার পরে আরও একপ্রস্থ টেক্সট পাঠান বোরিয়া। তিনি সাফ জানাচ্ছেন, কোনও ক্ষতি অথবা হুমকি তিনি দেননি। ঋদ্ধিমানের পেশাদারিত্বও নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।
নিলামের প্ৰথম দিন ঋদ্ধিমান অবিক্রিত ছিলেন। দ্বিতীয় দিন গুজরাট টাইটান্স ১.৯ কোটিতে জাতীয় দলের তারকাকে সই করায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দুই টেস্টের সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি।