Yashasvi Jaiswal: ১৭ রানেই 'বড় রেকর্ড' যশস্বীর! কীভাবে সম্ভব জানুন?

IND vs WI 2nd Test: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

IND vs WI 2nd Test: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal

নয়া রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) প্রথম টেস্ট ম্য়াচে যশস্বী জয়সওয়ালের ব্যাট গর্জন না করলেও, দ্বিতীয় টেস্ট ম্য়াচে তিনি বড় রান করার চেষ্টা করছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচের লাঞ্চ ব্রেক পর্যন্ত তিনি ৪০ রানে ব্যাট করছেন। তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ অর্জন করেছেন। ইতিমধ্যে তিনি ৩ হাজার রান পূরণ করে ফেলেছেন। এখনও পর্যন্ত তিনি একটাই মাত্র ওয়ানডে ম্য়াচ খেলেছেন।

Advertisment

Yashasvi Jaiswal Celebration: কার জন্য ছুঁড়েছিলেন 'ফ্লাইং কিস'? অবশেষে গোপন কথা ফাঁস করলেন যশস্বী

আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের পারফরম্য়ান্স

এই টেস্ট ম্য়াচের আগে যশস্বী জয়সওয়াল এখনও পর্যন্ত ২৫ টেস্ট ম্য়াচের ৪৭ ইনিংসে মোট ২,২৪৫ রান করেছেন। এরমধ্যে ৬ শতরান এবং ১২ হাফসেঞ্চুরি রয়েছে। টেস্ট ক্রিকেটে যশস্বীর ব্যাটিং গড় ৪৯.৮৮। বলা যেতেই পারে যে এটা অত্যন্ত ভাল একটা পরিসংখ্যান। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের কথায় আসা যাক। ২৩ ম্য়াচ খেলে তিনি ৭২৩ রান করেছেন। এই ফরম্য়াটেও তিনি একটি শতরান এবং পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন। এখনও পর্যন্ত তিনি একটাই মাত্র ওয়ানডে ম্য়াচ খেলেছেন। আর সেই ম্য়াচে জয়সওয়াল ১৫ রান করেছেন। অর্থাৎ দিল্লি টেস্ট ম্য়াচের আগে যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেটে ২,৯৮৩ রান করেছেন। আর চলতি টেস্ট ম্য়াচে তিনি ১৭ রান করতে না করতেই এই রেকর্ড কায়েম করেছেন।

Advertisment

Yashasvi Jaiswal Out: অভদ্র আচরণ ব্রিটিশদের, ব্যাপক ঝামেলার পর আউট যশস্বী! দেখুন ভিডিও

​দিল্লি টেস্টে বড় রান গড়ার লক্ষ্যে যশস্বী জয়সওয়াল

ইতিমধ্যে দিল্লি টেস্টের প্রথম সেশন কমপ্লিট হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল শুরুয়াত করেছে। প্রথম সেশনে যশস্বী জয়সওয়াল ৭৮ বলে অপরাজিত ৪০ রান করেছেন। ইতিমধ্যে তিনি সাতটি বাউন্ডারি হাঁকিয়েছেন। অন্যদিকে, সাই সুদর্শন ৩৬ বলে ১৬ রান করেছেন। তিনিও তিনটে বাউন্ডারি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত ভারতের একটাই উইকেটের পতন হয়েছে। ওপেনার কেএল রাহুল ৫৪ বলে ৩৮ রান করে আউট হয়েছেন।

Yashasvi Jaiswal Record: বার্মিংহামে দুরন্ত কীর্তি যশস্বীর, ভাঙলেন শচীনের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় টিম ইন্ডিয়া

ভারতের কাছে এই সিরিজটা যে একেবারেই 'ছেলেখেলা' তা বলা যেতে পারে। প্রথম ম্য়াচে তো টিম ইন্ডিয়া ইতিমধ্যেই জয়লাভ করেছে। এবার দ্বিতীয় ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে তিন দিনের মধ্যে এই ম্য়াচও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চাইবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার ঝুলিতে পয়েন্ট আসবে।

India vs West Indies Yashasvi Jaiswal