/indian-express-bangla/media/media_files/2025/08/02/yashasvi-jaiswal-century-2025-08-02-19-44-51.jpg)
শতরানের পাশাপাশি নয়া রেকর্ড কায়েম করলেন যশস্বী জয়সওয়াল
Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (India vs West Indies)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন যশস্বী জয়সওয়াল। ১৪৫ বলে তিনি শতরান করেন। ইতিমধ্যে ১৬ বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। টিম ইন্ডিয়া আপাতত ১ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে।
Yashasvi Jaiswal: ১৭ রানেই 'বড় রেকর্ড' যশস্বীর! কীভাবে সম্ভব জানুন?
টেস্ট ক্রিকেটে সপ্তম শতরান যশস্বীর
টেস্ট ক্রিকেটে যশস্বী জয়সওয়াল তাঁর সপ্তম শতরান পূরণ করলেন। যদিও এই সেঞ্চুরি করার পথে তিনি একটাও ছক্কা হাঁকাননি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই যশস্বী জয়সওয়াল তাঁর টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন। যদিও সেইসময় ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ক্য়ারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে এটা তাঁর দ্বিতীয় টেস্ট শতরান।
Yashasvi Jaiswal Celebration: কার জন্য ছুঁড়েছিলেন 'ফ্লাইং কিস'? অবশেষে গোপন কথা ফাঁস করলেন যশস্বী
কেন যশস্বীর শতরান এতটা স্পেশাল?
যেমনটা আমরা প্রথমেই জানিয়েছিলাম যে টেস্ট ক্রিকেটে এটা যশস্বী জয়সওয়ালের সপ্তম শতরান। এখনও পর্যন্ত তিনি ২৪ বছর বয়সেও পা রাখেননি। ২৪ বছর বয়সের আগে গোটা ক্রিকেট বিশ্বে মাত্র ৩ ব্যাটারই যশস্বীর থেকে বেশি শতরান হাঁকাতে পেরেছেন। শীর্ষস্থানে রয়েছেন ডন ব্র্যাডম্যান (১২)। এরপর একে একে রয়েছেন শচীন তেন্ডুলকর (১১) এবং স্যার গারফিল্ড সোবার্স (৯)। এছাড়া জাভেদ মিয়াঁদাদ, গ্রিন স্মিথ, অ্যালেস্টার কুক এবং কেন উইলিয়ামসন এই একই বয়সে সাতটি করে শতরান হাঁকিয়েছেন। এবার যশস্বীও এই কিংবদন্তীদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন।
Yashasvi Jaiswal Out: অভদ্র আচরণ ব্রিটিশদের, ব্যাপক ঝামেলার পর আউট যশস্বী! দেখুন ভিডিও
WTC-তে শতরানের পরিসংখ্যানে পন্থের থেকে এগিয়ে গেলেন যশস্বী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যশস্বী জয়সওয়াল এখনও পর্যন্ত সাতটি শতরান হাঁকিয়েছেন। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকানোর ঘটনায় যশস্বীর সামনে আর ২ ব্যাটারই রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি করে শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ঋষভ পন্থ এবং কেএল রাহুল এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬টি করে শতরান করেছেন।