/indian-express-bangla/media/media_files/2025/05/23/cy9V3E0EPPAPyo13irmd.jpg)
রাজস্থান রয়্য়ালস ছাড়তে পারেন যশস্বী জয়সওয়াল
Yashasvi Jaiswal: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার তথা রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) দলের তারকা ব্য়াটার যশস্বী জয়সওয়াল ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে দলের হয়ে সর্বাধিক রান করেছেন। ১৪ ম্যাচে ৬ হাফসেঞ্চুরির দৌলতে তিনি মোট ৫৫৯ রান করেন। এই মরশুমের শেষ ম্য়াচে জয়সওয়াল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯ বলে ৩৬ রান করেন। আর সেইসঙ্গে চলতি মরশুমে তাঁর অভিযান শেষ হয়ে যায়।
এই ম্যাচের পর যশস্বী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। যশস্বী ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রাজস্থান রয়্য়ালসকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর এই পোস্টের ক্যাপশন দেখে অনেকের মনেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে, আগামী মরশুমে এই বাঁ-হাতি ব্য়াটার হয়ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন।
রাজস্থান রয়্য়ালসকে 'থ্যাঙ্ক ইউ' জানালেন যশস্বী
এই পোস্টে যশস্বী লিখেছেন, প্রত্য়েকটা মুহূর্তের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মরশুমে আমরা যে সাফল্য প্রত্যাশা করেছিলাম, শেষপর্যন্ত তা অর্জন করতে পারিনি। পাশাপাশি এই যাত্রাপথের জন্য আমি ফ্র্য়াঞ্চাইজির কাছে চিরকৃতজ্ঞ। এবার ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্য়তে যা হবে, সেটা দেখা যাবে। এই পোস্টটি ভাইরাল হওয়ার পরই সকলে আশঙ্কা করছেন যে যশস্বী জয়সওয়াল হয়ত রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন। প্রসঙ্গত, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস ১৪ ম্য়াচের মধ্যে মাত্র চারটেতেই জয়লাভ করেছে।
২০২০ সালে রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এখনও পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ৬৭ ম্য়াচে মোট ২,১৬৬ রান করেন। অজিঙ্কা রাহানে এবং জস বাটলারের পর রাজস্থানের তৃতীয় ব্যাটার হিসেবে এক মরশুমে দু'বার ৫০০-র বেশি রান করেছেন। আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়াল ২ সেঞ্চুরি এবং ১৫ হাফসেঞ্চুরি করেছেন।
২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে রাজস্থান রয়্যালস যশস্বীকে ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করে রেখেছিল। যদিও গোটা মরশুমে সঞ্জু স্যামসনের নেতৃত্বে যশস্বী যাবতীয় ভরসার দাম দিয়েছেন।
আইপিএলের পর টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন যশস্বী
এবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। চলতি সপ্তাহের শেষ দিকেই তিনি ভারতীয় এ দলে যোগ দেবেন। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো ৪ দিনের ম্য়াচ খেলতে নামবেন। এরপর ভারতীয় সিনিয়র দলে তিনি যোগ দেবেন। মুম্বইয়ের এই ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। পাঁচ টেস্ট ম্যাচের ৯ ইনিংসে তিনি দুটো ডাবল সেঞ্চুরির দৌলতে মোট ৭১২ রান করেছেন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচেও তিনি এই ফর্মটা ধরে রাখতে চান।