Yuzvendra Chahal Rumoured Girlfriend RJ Mahvash buys CLT10 Team Supreme Strikers: ভারতীয় ক্রিকেটারের ‘রিউমারড গার্লফ্রেন্ড’ হিসেবে পরিচিত আরজে মহবশ (RJ Mahvash) আবারও শিরোনামে। তবে এবার প্রেম নয়, ক্রিকেট মাঠে পা রাখার জন্য আলোচনার কেন্দ্রে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বান্ধবী। সদ্য অনুষ্ঠিত CLT10 ক্রিকেট লিগের দল ‘সুপ্রিম স্ট্রাইকার্স’-এর মালিকানা অধিগ্রহণ করেছেন তিনি। এই টুর্নামেন্টটি আগামী ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের নয়ডায়।
সম্প্রতি দিল্লিতে হওয়া নিলাম পর্বে মহবশ সাদা পোশাকে হাজির হয়ে নিজের দল কেনেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার শন মার্শকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। এটি মহবশের ক্রীড়া মালিকানার দুনিয়ায় প্রথম পদক্ষেপ, যেখানে আরও অনেক সেলিব্রিটি বিনিয়োগ করেছেন।
আরও পড়ুন ডিভোর্সের দিন কেন পরেন Sugar Daddy টি-শার্ট? এতদিনে রহস্য ফাঁস চাহালের
CLT10-এর এই জমজমাট নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ষীয়ান স্পোর্টস প্রেজেন্টার চারু শর্মা। সেখানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের একাধিক তারকা, অভিনেত্রী সানি লিওনি ও ‘বিগ বস’ খ্যাত প্রিন্স নারুলাও তাঁদের নিজের নিজের দল কিনেছেন।
দল কেনার পর মহবশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে খবরটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তিনি লেখেন, “টিম আরজে মহবশ লকড উইথ ক্যাপ্টেন শন মার্শ।” মার্শ বিগত কয়েক বছরে টি-২০ ফরম্যাটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
আরও পড়ুন ডিভোর্সের পর প্রাণের ঝুঁকি নিলেন চাহাল! গার্লফ্রেন্ড মহবশ ফাঁস করলেন যন্ত্রণার কাহিনী
CLT10 একটি ১০ ওভারের ফর্ম্যাটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, যাতে অংশ নেবে মোট ৮টি দল। এই প্রতিযোগিতা মূলত টেনিস বল ক্রিকেটকে পেশাদার ক্রিকেট দুনিয়ায় আনার লক্ষ্যে তৈরি হয়েছে।
নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন জিগনেশ প্যাটেল, যিনি ‘চেন্নাই সিংঘমস’-এর খেলোয়াড় ছিলেন। তাঁকে ১২.২৫ কোটি টাকায় কিনে নিয়েছে ‘মাইটি ম্যাভেরিক্স’ দল, যার মালকিন জনপ্রিয় গায়িকা জাসমিন স্যান্ডলাস।
আরও পড়ুন চাহালের এই গুণেই ফিদা, প্রেমের গুঞ্জনের মাঝেই খুল্লামখুল্লা বান্ধবী মহবশ
সব মিলিয়ে এই লিগে তারকা বিনিয়োগ, আকর্ষণীয় ফরম্যাট ও বিনোদনের মিশেল ক্রিকেটপ্রেমীদের জন্য তৈরি করতে চলেছে এক নতুন ধারা, যেখানে মাঠে ঝড় তোলার পাশাপাশি মালিকানার লড়াইও থাকবে হেডলাইনে।