Advertisment

টোটো চালকদের জন্য বিরাট খবর, 'রাহি' লঞ্চ করতে চলছে Ola

Ola Electric Auto Rickshaw: নতুন ইলেকট্রিক রিকশা আনতে চলেছে ওলা। জানা গিয়েছে নতুন এই ই-রিকশার নাম হতে চলেছে 'রাহি'। নতুন এই ই-রিকশা লঞ্চের সাথে সাথেই ওলা বাণিজ্যিক গাড়ির বাজারে প্রবেশ করবে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Ola rahi

নতুন ইলেকট্রিক রিকশা আনতে চলেছে ওলা।

Ola Electric Auto Rickshaw: এবার নতুন ইলেকট্রিক রিকশা আনতে চলেছে ওলা। জানা গিয়েছে নতুন এই ই-রিকশার নাম হতে চলেছে 'রাহি'। নতুন এই ই-রিকশা লঞ্চের সাথে সাথেই ওলা বাণিজ্যিক গাড়ির বাজারে প্রবেশ করবে। Ola-এর ইলেকট্রিক স্কুটারগুলি  ইতিমধ্যেই ভারতের বাজারে বিক্রি হচ্ছে, এর পরে কোম্পানিটি একটি বৈদ্যুতিক গাড়িও লঞ্চ করতে চলেছে। লঞ্চের পরে, এটি Mahindra Treo, Bajaj RE এবং Piaggio Ape e-City-এর সাথে সরাসরি প্রতিযোগিতায় নামবে। এখন পর্যন্ত, Ola ভারতের বাজারে মোট ৩ টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে। এর মধ্যে রয়েছে Ola S1 X, S1 Pro এবং S1 Air। এছাড়াও, কোম্পানিটি ইলেকট্রিক বাইকও এনেছে, যেটি ইতিমধ্যে প্রিবুকিংয়ের জন্য উপলব্ধ।

Advertisment

Ola S1মডেলের দাম 79,999 টাকা থেকে শুরু। এই স্কুটারে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে । এটি ৭টি ভিন্ন রঙের বিকল্পে বাজারে উপলব্ধ। ই-স্কুটারটির ARAI সার্টিফাইড রেঞ্জ হল ১৫১ কিলোমিটার। অর্থাৎ ইকো বা নরমাল মোডে এটি আরামদায়কভাবে ১২৫ এবং ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এর সর্বোচ্চ গতি ৯০ kmph। এর বড় ব্যাটারি প্যাক ভেরিয়েন্ট ১৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। 

 

আধার কার্ড যত্রতত্র ব্যবহার করবেন না, হোটেল বুক করতে ' Masked Aadhaar'-ই সেরা বিকল্প

Ola S1 Pro ই-স্কুটারটি 5টি রঙের বিকল্পে কিনতে পারবেন ক্রেতারা। এর 4kWh ব্যাটারি প্যাকটি ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত সম্পূর্ণ চার্জ হতে ৬.৫ ঘন্টা সময় নেয়। এর রেঞ্জ ইকো মোডে ১৮০ কিলোমিটার এবং নরমাল মোডে ১৩৫ কিলোমিটার। এর সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। দাম শুরু হয় ১.৩০ লক্ষ টাকা থেকে।

Ola S1 Air ইলেকট্রিক স্কুটার শুধুমাত্র একটি ভেরিয়েন্টে আসে। এর দাম ১.৫ লক্ষ টাকা। এটিতে একটি কম্বো ব্রেকিং সিস্টেম রয়েছে। স্কুটারটি মোট ৬ টি রঙের বিকল্পে উপলব্ধ। 3kWh ব্যাটারি প্যাক সহ এই ই-স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে ৫ ঘন্টা সময় নেয়। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ করার পরে, এটি ১৫১ কিলোমিটার পর্যন্ত দূরত্ব কভার করতে পারে। বৈদ্যুতিক স্কুটারটির ওজন ৯৯ কেজি।

৫টাকারও কমে সীমাহীন কল, ডেটা! উৎসবের মরসুমে BSNL-র চমৎকারী প্ল্যান

ইলেকট্রিক স্কুটার এবং বাইকের পর এবার ওলা ইলেকট্রিকের পরবর্তী প্ল্যান সামনে এসেছে। এখন কোম্পানি বাণিজ্যিক যানবাহন বিভাগেও তার দখল জোরালো করার প্রস্তুতি নিচ্ছে। ভারতে ওলা নতুন ইলেকট্রিক রিকশা লঞ্চ করার পরিকল্পনা করছে । সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মডেলের নাম হতে পারে 'রাহি'।

চটজলদি ফিরে পান হারানো সামগ্রী! মুসকিল আসানে দুরন্ত উদ্যোগ ভারতীয় রেলের

Ola-এর নতুন Rahiইলেকট্রিক রিকশাটি ডিজাইনে বেশ নজর কাড়তে চলেছে। আধুনিক লুক ক্রেতাদের আকর্ষণ করতে বাধ্য।  ইলেকট্রিক রিকশাটিতে একটি উচ্চ ক্ষমতার ব্যাটারি থাকবে যা একক চার্জে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। তবে কত পরিসীমা পাওয়া যাবে সে বিষয়ে আপাতত কোনো তথ্য সামনে আসেনি। রিপোর্ট অনুসারে নতুন রাহিতে একটি শক্তিশালী মোটর থাকবে।  চার্জিং সম্পর্কে কথা বললে, নতুন রাহি সহজেই বাড়িতে বা পাবলিক চার্জিং স্টেশনে চার্জ করা যাবে। বড় স্পেসের সঙ্গে আরামদায়ক সিট যাত্রাকে আরও মসৃণ করে তুলবে। ওলা ইলেকট্রিক রাহির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ সামনে আনেনি। তবে আশা করা হচ্ছে ২০২৪-র শেষের দিকে বাজারে  লঞ্চ হবে ওলার নয়া এই ই-রিকশা।

Vivo T3 Ultra: স্মার্টফোনের বাজারে 'বিস্ফোরণ'! 24GB RAM সহ দুর্দান্ত স্মার্টফোন আনছে Vivo

Ola Tech News
Advertisment