Advertisment

৫টাকারও কমে সীমাহীন কল, ডেটা! উৎসবের মরসুমে BSNL-র চমৎকারী প্ল্যান

BSNL Cheapest Plan : সামনেই উৎসবের মরসুম। তার আগেই গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিল BSNL!এখন ২৮ দিনের বৈধতা অতীত। পান ৪০ দিনেরও বেশি ভ্যালিডিটি!

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL

সামনেই উৎসবের মরসুম। তার আগেই গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিল BSNL!

BSNL Cheapest Plan : সামনেই উৎসবের মরসুম। তার আগেই গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিল BSNL!এখন 28 দিনের বৈধতা অতীত।  নাম মাত্র দামে পান 45 দিনের বিশেষ এই প্ল্যান। 

Advertisment

BSNLগ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান। যেখানে অন্যান্য বেসরকারি সংস্থাগুলি 28 দিন এবং 30 দিনের ভ্যালিডিটি অফার করছে, সেখানে  BSNLনিয়ে এসেছে 45 দিনের সেরা এক রিচার্জ প্ল্যান। সস্তার এই প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রচুর ডেটার সুবিধা। 

বর্তমানে বিএসএনএল টেলিকম সেক্টরে সবচেয়ে আলোচিত নাম। যখন থেকে Jio, Airtel এবং Vi তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে  তখন থেকে ট্রেণ্ড করছে বিএসএনএল। দ্রুত বৃদ্ধি পেয়েছে গ্রাহক সংখ্যা। গ্রাহক টানতে কোম্পানি নিয়ে আসছে নতুন নতুন পরিকল্পনা।BSNLএখন এমন একটি অফার নিয়ে এসেছে যা ব্যবহারকারীদের টেনশনের অবসান ঘটিয়েছে।

Ganesh Chaturthi 2024: কোন সময়ে আরাধনায় মিলবে হাতে হাতে ফল? চটজলদি জানুন গণেশ চতুর্থীর গুরুত্ব

আমরা আপনাকে বলি যে Jio, Airtel এবং Vi যদিও দামি রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 28 বা 30 দিনের বৈধতা দিচ্ছে, সরকারি সংস্থা গ্রাহকদের 40 দিনের বেশি বৈধতা দিচ্ছে। এই কারণেই সস্তা রিচার্জ প্ল্যানের জন্য লোকেরা বিএসএনএল-এ তাদের নম্বর পোর্ট করছে। গ্রাহকদের আকৃষ্ট করতে, কোম্পানি তার 4G নেটওয়ার্ক নিয়ে দ্রুত কাজ করছে।

BSNL প্ল্যানে 45 দিনের বৈধতা

বর্তমানে BSNL-এর একটি সস্তা রিচার্জ প্ল্যান আলোচনায় উঠে এসেছে । বিভিন্ন সার্কেলের জন্য নতুন অফার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আপনি যদি BSNL সিম ব্যবহার করেন তবে আপনার জন্য একটি সুখবর রয়েছে যে কোম্পানি এখন একটি প্ল্যান নিয়ে এসেছে যেখানে আপনি 28 বা 30 দিনের পরিবর্তে 45 ​​দিনের বৈধতা পাবেন।

চটজলদি ফিরে পান হারানো সামগ্রী! মুসকিল আসানে দুরন্ত উদ্যোগ ভারতীয় রেলের

BSNLতার পোর্টফোলিওতে 249 টাকার একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান অন্তর্ভুক্ত করেছে। কোম্পানির এই প্ল্যানটি আপনাকে অনেক দুর্দান্ত অফার দেয়। এতে আপনি 45 দিনের দীর্ঘ মেয়াদ পাবেন। আপনি কম খরচে 45 দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। ফ্রি কলিংয়ের পাশাপাশি, আপনি প্রতিদিন 100টি SMS পান।

Vivo T3 Ultra: স্মার্টফোনের বাজারে 'বিস্ফোরণ'! 24GB RAM সহ দুর্দান্ত স্মার্টফোন আনছে Vivo

BSNL-এর এই প্ল্যানে 45 দিনের জন্য 90GB ডেটা দেয়। আপনি প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারেন। Jio, Airtel এবং Vi-এর তালিকায় আপনি এত সস্তা রিচার্জ প্ল্যান পাবেন না।

SBI FASTag: নয়া ডিজাইনের FASTag আনল SBI ! অপেক্ষার সময় কমবে, টোল পেমেন্ট এখন আরও সহজ

BSNL recharge plan bsnl plan bsnl Check BSNL Network BSNL 5G
Advertisment