BSNL Recharge Plan Offer: সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার। যদি আপনি এখনও BSNL-এর Flash Sale মিস করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। মাত্র ১ টাকায় ১ জিবি ৪জি হাই-স্পিড ডেটা পাবেন। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি।
BSNL Flash Sale-এর মেয়াদ আরও একবার বাড়ানো হল
মূলত ২৮ জুন ২০২৫ থেকে শুরু হওয়া এই ফ্ল্যাশ সেলের মেয়াদ প্রথমে ১ জুলাই পর্যন্ত ছিল। পরে তা বাড়িয়ে ৭ জুলাই করা হয়েছিল। আর এবার গ্রাহকদের উৎসাহ এবং চাহিদার কথা মাথায় রেখে BSNL ঘোষণা করেছে, এই দুর্দান্ত অফার পাওয়া যাবে আগামী ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত।
আরও পড়ুন- এসির গ্যাস লিক করে ছটফট করে মৃত্যু! বর্ষায় কতটা বিপজ্জনক হতে পারে আপনার সাধের এসি মেশিনটি?
এই প্ল্যানের মূল্য ৪০০ টাকা, মোট ৪০০ জিবি ডেটা পাওয়া যাবে, হাই-স্পিড ৪জি পাওয়া যাবে, ভ্যালিডিটি থাকবে ৪০ দিন, প্রতিজিবি ডেটায় মাত্র ১ টাকা খরচ হবে। এই অফারটি আপনি সরাসরি রিচার্জ করতে পারেন BSNL অফিসিয়াল ওয়েবসাইটে এবং BSNL SelfCare অ্যাপের মাধ্যমে। এই প্ল্যানটি BSNL প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। যাঁরা তাদের মোবাইলে বেশি ডেটা ব্যবহার করেন কিন্তু খরচ কম রাখতে চান, তাঁদের জন্য এটি একেবারে আদর্শ।
আরও পড়ুন- বাজরা-রসুনের রুটি, গ্লুটেন-মুক্ত সুস্বাদু এই রেসিপি মন ভরিয়ে দেবে!
তবে, অফারটি শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য। একবার রিচার্জ করলে প্ল্যান পরিবর্তন করা যাবে না। ডেটা শেষ হওয়ার পরে স্পিড সাধারণ মানে নেমে আসবে। রিচার্জ সংক্রান্ত কোনো সমস্যা হলে বিএসএনএল (BSNL) কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। BSNL তাদের এক্স (X বা আগের Twitter) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, 'BSNL FLASH SALE এখনও রয়েছে! ম্যাসিভ BSNL Data অফার- মাত্র ৪০০ টাকায় ৪০০ জিবি! যা ভ্যালিড থাকবে ৪০ দিনের জন্য। তাড়াতাড়ি করুন। অফার শেষ হচ্ছে ২৭ জুলাই!'
আরও পড়ুন- ভারতে কোন লঙ্কাগুলো বিখ্যাত, কীভাবে এই সবজির চাষ শুরু হল এদেশে?
এবং
আরও পড়ুন- বর্ষায় বারে বারে এসি বন্ধ? জানেন কী ভয়ঙ্কর সর্বনাশ করছেন?
এই ধরনের অফার মূলত যারা OTT, YouTube, বা অনলাইন ক্লাসের জন্য ডেটা ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক। মাসে মাত্র ৪০০ টাকা খরচ করেই এতে আপনি পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত ডেটা। এত কম দামে এত বেশি ডেটা সাধারণত বাজারে খুব কম দেখা যায়। ৪০০ টাকা খরচে ৪০০ জিবি হাই-স্পিড ৪জি ডেটা মানে এক কথায় ‘Super Saver’। তবে, অফার শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে রিচার্জ করে ফেলতে হবে।