/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_e15f37.jpg)
২৪ ঘণ্টা এসি চালালেও বিদ্যুৎ বিল 'শূন্য'! হাঁসফাঁস গরমে মিলবে কাশ্মীরের শীতলতা
Tips to pick the right solar AC: ২৪ ঘণ্টা এসি চালালেও বিদ্যুৎ বিল 'শূন্য'! হাঁসফাঁস গরমে মিলবে কাশ্মীরের শীতলতা।
গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই এসি ও ফ্যানের চাহিদা এখন আকাশছোঁয়া। গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বিপদ বাড়াচ্ছে বিদ্যুৎ বিল। আর এই পরিস্থিতিতে বাজারে এসেছে এমন এক প্রযুক্তি, যা ব্যবহার করে সারা রাত এসি চালালেও আপনার বিদ্যুৎ বিল প্রায় 'শূন্য'। এই অত্যাধুনিক প্রযুক্তি হল সোলার এসি।
ননস্টপ রাইডিং, এক চার্জেই এখন কলকাতা থেকে বর্ধমান, ডিজাইনে চোখ ফেরানোর 'স্কোপ' থাকবে না
সোলার এসি কী?
সোলার এসি মূলত সৌরশক্তি নির্ভর একটি এয়ার কন্ডিশনার। এটি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে কাজ করে। দিনের বেলা সোলার প্যানেল চার্জ হয়ে ব্যাটারিতে শক্তি সঞ্চয় করে এবং সেই শক্তি ব্যবহার করেই রাতেও এসি চালানো সম্ভব হয়। এতে প্রয়োজন পড়ে না বিদ্যুৎ সংযোগ বা ইনভার্টারের।
সোলার এসি দুটি মোডে কাজ করে:
অন-গ্রিড মোড: প্যানেল সরাসরি এসির সাথে যুক্ত থাকে, ইনভার্টার ব্যবহার করে শক্তি সরবরাহ করে।
অফ-গ্রিড মোড: ব্যাটারির মাধ্যমে সঞ্চিত সৌরশক্তি ব্যবহার করে এসি চালানো হয়।
বিদ্যুৎ ছাড়াই গরমে থাকুন 'ঠান্ডা ঠান্ডা কুল কুল', বাজার দাপিয়ে বিরাট দাপট এই ব্যাটারির AC-র
সোলার এসির সুবিধা
এককালীন বিনিয়োগে দীর্ঘমেয়াদি সাশ্রয়
মাসে বিদ্যুৎ বিল সাশ্রয় হতে পারে ৪,০০০ টাকা পর্যন্ত
রক্ষণাবেক্ষণ খরচ কম
কম শব্দে কার্যকর কুলিং
পরিবেশবান্ধব প্রযুক্তি, কার্বন নিঃসরণ কমায়
0.8 টন থেকে শুরু করে ২ টন পর্যন্ত বিভিন্ন ক্ষমতার মডেল উপলব্ধ।
সোলার প্যানেল ছাদে অল্প জায়গায় বসানো যায় এবং সৌরশক্তির সঠিক ব্যবহারে বাড়ির বিদ্যুৎ খরচ ৯০% পর্যন্ত কমে যেতে পারে।
সস্তার প্ল্যানে ফের বাজারে সুনামি তুলল BSNL! ১০০ টাকার কমে বছরভর রিচার্জের ঝামেলা থেকে এবার মুক্তি
স্মার্ট ফিচার যুক্ত মডেলও বাজারে
Nexus Solar Energy সংস্থা বাজারে এনেছে AI ফিচারযুক্ত স্মার্ট সোলার এসি। এতে রয়েছে:
স্মার্ট কানেক্টিভিটি (ফোন থেকে নিয়ন্ত্রণ)
শুদ্ধ বাতাস সরবরাহের প্রযুক্তি
মাল্টি-লেয়ার ফিল্টার
কোম্পানিটি ১ টন এবং ২ টনের স্প্লিট এসি অফার করছে, যার দাম যথাক্রমে ৩৫,৭১৮ এবং ৪১,৮১২ টাকা।
সোলার এসির কিছু অসুবিধাও রয়েছে
সাধারণ এসির তুলনায় ইনস্টলেশন খরচ বেশি
সূর্যালোকের উপর সম্পূর্ণ নির্ভরতা থাকার ফলে মেঘলা বা বর্ষার দিনে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হতে পারে
ব্যাটারি ও ইনভার্টার ব্যবস্থার জন্য আলাদা খরচ ও রক্ষণাবেক্ষণ দরকার
৫০ডিগ্রি গরমেও ঠকঠক করে কাঁপবেন! 'স্মার্ট কুলিং টেকনোলজি' সহ বাম্পার অফারে বিরাট চমক এই এসির
তীব্র গরমের দিনে মানুষ যেমন শীতলতা চায়, তেমনি বিদ্যুৎ বিলও চিন্তার কারণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সোলার এসি হতে পারে একমাত্র সমাধান—যা দেবে ঠাণ্ডা হাওয়া ও বিদ্যুৎ বিলের থেকে রেহাই। তবে কেনার আগে অবশ্যই যাচাই করে দেখুন আপনার ছাদে পর্যাপ্ত সূর্যালোক আসে কিনা এবং ইনস্টলেশন খরচ।