7 Way to increase lifespan of ac: এসির আয়ু বাড়ানোর ৭টি মোক্ষম টিপস! গরমে ঠান্ডা থাকার পাশাপাশি হবে সাশ্রয়ও।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন ফ্যান বা কুলারও কাজে আসে না তখন এসি (Air Conditioner)-ই সাধারণ মানুষের একমাত্র ভরসা। কিন্তু অনেকেই জানেন না, কিছু সামান্য ভুলের কারণে এসির আয়ু কমে যেতে পারে এবং হঠাৎ করে রক্ষণাবেক্ষণ বাবদ খরচ বেড়ে যায়! আজকের এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে আপনার বাড়ির সাধের এসিটিকে দীর্ঘদিন চাঙ্গা রাখতে পারবেন। সেই সঙ্গে কমবে মেইনটেন্যান্স খরচও।
১. এসির নিয়মিত পরিষ্কার ও ফিল্টার মেইনটেন্যান্স জরুরি
আপনার এসির ফিল্টার পরিষ্কার না করলে সেটিতে ধুলো ও ময়লা জমে এসিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এসির আয়ু বাড়াতে প্রতি ১৫-২০ দিনে একবার ফিল্টারটি নিজেই ধুয়ে নিন। এর জন্য মেকানিক ডাকার দরকার নেই। এসির ভিতরের ইউনিট ও বাইরের ইউনিট দুটোই পরিষ্কার রাখুন।
২. নির্দিষ্ট সময় অন্তরর এসি সার্ভিস করান
ছোট সমস্যা বড় হওয়ার আগেই মিটিয়ে ফেলুন। নিয়মিত এসি সার্ভিস করলে ভিতরের যন্ত্রাংশ যেমন ভালো থাকে তেমনই ছোট সমস্যা থাকলে সেটিকে আগে ভাবে শনাক্ত করা সম্ভব। অন্তত বছরে ২ বার সার্ভিস করান।
গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গে এবং শেষে একবার বাড়ির এসিটিকে সার্ভিস করিয়ে নিন।
৩. লিকেজ থাকলে তাৎক্ষণিক মেরামত করুন
গ্যাস লিক বা অন্য কোনও লিকেজ থাকলে, এসির কুলিং ক্ষমতা কমে যায় এবং এতে অতিরিক্ত চাপ পড়ে কম্প্রেসারে। কীভাবে বুঝবেন? এসির কুলিং কমে যাওয়া, অদ্ভুত শব্দ।
৪. দীর্ঘক্ষণ এসি একটানা চালাবেন না
দীর্ঘক্ষণ এসি চালানো মানেই কম্প্রেসারে অতিরিক্ত চাপ। এতে এসির লাইফ কমে যায়। ৪-৫ ঘণ্টা পর ১৫-২০ মিনিট বিশ্রাম দিন এসিকে। ঘর ঠান্ডা হলে ফ্যান চালিয়ে এসি বন্ধ রাখুন।
৫. এসি টিউনআপ করান নিয়মিত
টিউনআপ মানে এসির পারফরম্যান্স চেক করে, রেফ্রিজারেন্ট লেভেল, কনডেনসার ক্লিনিং ইত্যাদি । বছরে অন্তত একবার পেশাদার টেকনিশিয়ান দিয়ে এসি মেশিন টিউনআপ করান।
৬. বাইরের ইউনিটের আশেপাশে খালি ও পরিষ্কার রাখুন
এসির বাইরের ইউনিটটি ধুলো ও গরমে নষ্ট হতে পারে। যার কারণে হাওয়া চলাচল বাধাপ্রাপ্ত হয়, ফলে কুলিং প্রভাবিত হয়। ঝোপঝাড়, ময়লা থেকে দূরে রাখুন বাইরের ইউনিট।সানশেড দিয়ে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করুন।
৭. সঠিক টন ও মডেলের এসি বেছে নিন
এসির আয়ু অনেকাংশে নির্ভর করে সেটি আপনার ঘরের মাপ অনুযায়ী কিনেছেন কিনা। ছোট ঘরে ১ টন, মাঝারি ঘরে ১.৫ টন, বড় ঘরে ২ টন এসি ব্যবহার করুন। ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয় করে ও দীর্ঘস্থায়ী।
গরমে এসি ব্যবহারের পাশাপাশি এই টিপসগুলো মেনে চলুন, আর দীর্ঘদিন ভরসা রাখুন আপনার এসির উপর।