AC Cool Air: গরমের দিনে এসি ছাড়া থাকাটাই দায়। কিন্তু অনেকেই অভিযোগ করেন, এসি চালানোর পরও সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস পান না। অনেকেই ভাবেন, হয়তো এসিতে কোনো সমস্যা হয়েছে। তবে এসি থেকে ঠান্ডা বাতাস না পেলেও চিন্তার কোন কারন নেই। এক মুহূর্তে পান হাতের মুঠোয় সলিউশন। এমনটাই জানিয়েছেন, এয়ার কন্ডিশনার বিশেষজ্ঞরা।
অনেক সময় AC চালু করলেই ঠান্ডা হাওয়া মেলে না কারণটা কী? এসি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসি চালু করার পর প্রথমেই ফ্যান চালু হয়। তারপর ধাপে ধাপে অন্যান্য অংশ কাজ করা শুরু করে। স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি, ইনভার্টার হোক বা নন-ইনভার্টার, এই নিয়ম সব এসিতেই প্রযোজ্য।
আরও পড়ুন- বারে বারে এসি অন-অফ করছেন? জানেন কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, "নন-ইনভার্টার এসিতে কোম্পানিগুলি প্রায় ৩ মিনিটের ডিলে-ইন টাইম সেট করে দেয়। এই সময়ের মধ্যেই এসির কম্প্রেসার এবং কুলিং ইউনিট চালু হয়। তখনই ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করে।"
আরও পড়ুন- IRCTC অ্যাকাউন্টের সঙ্গে বাড়িতে বসেই আধার লিঙ্ক, কীভাবে? বদলে গেছে আগের নিয়ম
কী এই PCB যার জন্য দেরি হয়?
PCB (Printed Circuit Board) – এটি হল এসির ‘ব্রেন’। এই বোর্ড থেকেই পুরো ইউনিটকে নির্দেশ পাঠানো হয় কখন কুলিং শুরু হবে। এটি এসি চালু হওয়ার পর সমস্ত ফাংশন যাচাই করে তারপর ঠান্ডা হাওয়া বেরোনোর অনুমতি দেয়।
আরও পড়ুন- বাজেট ৩০ হাজার! দেখে নিন আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা, পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স
বর্ষাকালের জন্য একটি জরুরি পরামর্শও জারি করেছেন এসি টেকনিশিয়ানরা। তারা জানিয়েছেন, ‘‘যেসব জায়গায় বর্ষা শুরু হয়েছে এবং বাতাসে আর্দ্রতা বেশি, সেখানে এসি Dry Mode-এ চালানো উচিত। এতে বাতাসের অতিরিক্ত আর্দ্রতা যেমন কমে যায় এবং ঘরও থাকে আরামদায়ক।’’শুধুমাত্র কুল মোড বর্ষায় যথাযথ নয়। এ ছাড়া রাতে Timer সেট করে দিলে এসি নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, ফলে বিদ্যুৎ খরচও কমবে।