Best Camera Phone Under 30000: বাজেট ৩০ হাজার! দেখে নিন আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা, পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স

Best Camera Phone Under 30000: ২০২৫ সালে ভারতের বাজারে ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স-সহ স্মার্টফোন। জানুন সেরা ৮টি ফোন কোনগুলো।

Best Camera Phone Under 30000: ২০২৫ সালে ভারতের বাজারে ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স-সহ স্মার্টফোন। জানুন সেরা ৮টি ফোন কোনগুলো।

author-image
IE Bangla Tech Desk
New Update
Mobile Phone

Best Camera Phone Under 30000: সেরা ক্যামেরা ফোন ৩০,০০০ টাকার নীচে।

Best Camera Phone: মোবাইল ফটোগ্রাফি এখন আর শুধু ফ্ল্যাগশিপ ফোনের বিষয় নয়। ২০২৫ সালে ভারতের বাজারে এমন বহু স্মার্টফোন পাওয়া যাচ্ছে যেগুলোর দাম ৩০,০০০ টাকার নীচে, কিন্তু ক্যামেরা স্পেসিফিকেশন একেবারে প্রিমিয়াম লেভেলের। চলুন জেনে নিই সেরা ৮টি ক্যামেরা-সেন্ট্রিক বাজেট ফোন কোনগুলো, যেগুলি আপনার ফটোগ্রাফির অভিজ্ঞতা বদলে দিতে পারে।

Advertisment

সেরা ৮টি ফোন

১) Motorola Edge 50 Fusion 5G:- এর রয়েছে ৫০MP OIS ক্যামেরা, শক্তিশালী স্ট্যাবিলাইজেশন। Snapdragon 7s Gen 2, ১২GB RAM, ৬.৭” pOLED ডিসপ্লে, ৫০০০mAh ব্যাটারি, স্টাইলিশ ডিজাইন আর স্টক অ্যান্ড্রয়েড, দাম প্রায় ২২,৯৯৯ টাকা।

আরও পড়ুন- রোবোটিক পায়ে 'রোনাল্ডো' জাদু, বিশ্বের প্রথম AI ফুটবল ম্যাচ, প্রযুক্তির নয়া 'ম্যাজিকে' অবাক করবেই

Advertisment

২. OnePlus Nord 4 5G:- এর রয়েছে Snapdragon 7+Gen 3, ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্স, AI Camera Enhancements-সহ ডুয়াল ক্যামেরা, ১০০W SUPERVOOC চার্জিং, পরিষ্কার সফটওয়্যার ও দ্রুত পারফরম্যান্স। দাম ২৯,৯৯৯ টাকা। তবে অফারে কমে যেতে পারে। 

আরও পড়ুন- প্রিমিয়াম সেগমেন্টে বিরাট ধামাকা! লঞ্চ হতে চলেছে Oppo Reno 14 সিরিজ, বড় খবরে বাজারে আলোড়ণ

৩. Nothing Phone 3A:- এর বিশেষত্ব ৫০MP Dual Camera, মিনিমালিস্ট ডিজাইন, Snapdragon 7s Gen 3, গ্লাইফ ইন্টারফেস, কাস্টম UI, ৫০০০mAh ব্যাটারি, দাম প্রায় ২৪,৯৯৯ টাকা।

আরও পড়ুন- মহাকাশে কোথায় ঘুমাবেন, কী খাবেন? আদৌ স্নান করবেন শুভাংশু শুক্লা?

৪. Vivo V40e 5G:- এর বৈশিষ্ট্য Sony IMX882 সেন্সর-সহ ৫০MP OIS ক্যামেরা, ৮MP Ultra-Wide+৫০MP Selfie, AMOLED ডিসপ্লে, AF সেলফি যা ব্লগারদের জন্য আদর্শ, দাম ২৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন- প্লাস্টিকের তুলনায় কাচের বোতলে জল খাওয়া নিরাপদ? চমকে দেবে নয়া এই গবেষণা

৫. OnePlus Nord CE4 Lite 5G:- এর বৈশিষ্ট্য Samsung Signature Camera AI: Circle to Search, Object Eraser, Snapdragon 4nm Chipset, মসৃণ ডিজাইন এবং AI টিউনড ক্যামেরা, দাম ৩০,৯৯৯ টাকা। ডিসকাউন্টে কমে ২৮ হাজার টাকার মত হতে পারে।

৬. iQOO Neo 10R 5G:- এর বৈশিষ্ট্য Snapdragon 8s Gen 3, LPDDR5X RAM, ৬৪MP প্রাইমারি ক্যামেরা, ৬৪০০mAh ব্যাটারি, যা সবচেয়ে পাতলা। এছাড়াও IP65 রেটিং-সহ অলরাউন্ড পারফরমার। দাম ২৮,৪৯৯ টাকা।

৭. Realme GT 6T 5G:- এর বৈশিষ্ট্য Snapdragon 7+ Gen 3, AnTuTu স্কোর ১৫ লক্ষের বেশি, ১২০W GaN চার্জার, ৫৫০০mAh ব্যাটারি, সেরা ক্যামেরা অ্যাপ ইন্টিগ্রেশন, দাম ২৫,৯৯৯ টাকা।

৮. Samsung Galaxy M15 5G:- এর বৈশিষ্ট্য ৫০MP ট্রিপল ক্যামেরা, স্যামসাং-এর ক্যামেরা অপটিমাইজেশন, ৬০০০mAh ব্যাটারি, AMOLED ডিসপ্লে, দাম ১৩,৯৯৯। যা ফটোগ্রাফারদের জন্য সেরা চয়েস।

২০২৫ সালের বাজেট সেগমেন্টে ক্যামেরা পারফরম্যান্সে কোনও আপোষ করার দরকার নেই। যাঁরা কম দামে ৪কে ভিডিও, OIS, AI ফিচার ও স্টাইলিশ লুক চান, তাঁদের জন্য এই ফোনগুলি একদম উপযুক্ত। এখন শুধুই বেছে নেওয়ার পালা!

best camera Phone