IRCTC Aadhaar Link Mandatory: IRCTC অ্যাকাউন্টের সঙ্গে বাড়িতে বসেই আধার লিঙ্ক, কীভাবে? বদলে গেছে আগের নিয়ম

IRCTC Aadhaar Link Mandatory: ১ জুলাই ২০২৫ থেকে অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। আধার কীভাবে লিঙ্ক ও যাচাই করবেন, জানুন ধাপে ধাপে পদ্ধতি।

IRCTC Aadhaar Link Mandatory: ১ জুলাই ২০২৫ থেকে অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। আধার কীভাবে লিঙ্ক ও যাচাই করবেন, জানুন ধাপে ধাপে পদ্ধতি।

author-image
IE Bangla Tech Desk
New Update
IRCTC Aadhaar Link Mandatory

IRCTC Aadhaar Link Mandatory: IRCTC তৎকাল টিকিটের সঙ্গে আধার লিংক।

IRCTC Aadhaar Link Mandatory: ভারতীয় রেলওয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে IRCTC তৎকাল টিকিট বুকিং নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে তৎকাল টিকিট বুক করার জন্য।

Advertisment

কেন এই নিয়ম?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তৎকাল টিকিটে জালিয়াতি এবং একাধিক ভুয়া অ্যাকাউন্টের ব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ। Aadhaar verification এর মাধ্যমে একজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা সম্ভব, যা সিস্টেমকে আরও স্বচ্ছ করে তুলবে।

আরও পড়ুন- বাজেট ৩০ হাজার! দেখে নিন আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা, পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স

Advertisment

নতুন নিয়মে কী পরিবর্তন?

তৎকাল টিকিট বুকিংয়ের সময় IRCTC অ্যাকাউন্টে আধার ভেরিফায়েড না থাকলে বুকিং হবে না। এই নিয়ম IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ দুটিতেই প্রযোজ্য। OTP-এর মাধ্যমে আধার যাচাই বাধ্যতামূলক। প্রতিটি যাত্রীর প্রোফাইল শুরুর পর্যায়েই যাচাইকরণ করা হবে।

আরও পড়ুন- রোবোটিক পায়ে 'রোনাল্ডো' জাদু, বিশ্বের প্রথম AI ফুটবল ম্যাচ, প্রযুক্তির নয়া 'ম্যাজিকে' অবাক করবেই

IRCTC অ্যাকাউন্টে আধার কীভাবে লিংক করবেন?

ধাপ ১: IRCTC ওয়েবসাইট বা অ্যাপে লগইন করুন- https://www.irctc.co.in। ধাপ ২: ‘My Account’ এ যান → ‘Link Your Aadhaar’ সিলেক্ট করুন। ধাপ ৩: আধার নাম্বার লিখুন এবং ‘Send OTP’ তে ক্লিক করুন। ধাপ ৪: আধার-লিঙ্কড মোবাইলে আসা OTP দিন। OTP সঠিক হলে লিঙ্কিং সফল হবে এবং 'Aadhaar Verified' লেখা দেখাবে।

আরও পড়ুন- প্রিমিয়াম সেগমেন্টে বিরাট ধামাকা! লঞ্চ হতে চলেছে Oppo Reno 14 সিরিজ, বড় খবরে বাজারে আলোড়ণ

IRCTC অ্যাকাউন্ট কীভাবে যাচাই করবেন?

'My Account' এ যান। 'Verify User’ অপশন সিলেক্ট করুন। আধার বা Virtual ID দিন। OTP যাচাই করুন। OTP ঠিকমতো এলে একটি 'Verification Successful' বার্তা আসবে।

আরও পড়ুন- আপনি ফ্ল্যাটে থাকেন, জলের জন্য চুল ঝরছে অঝোরে? জানুন, কোন ঘরোয়া কায়দায় মিলবে সুরাহা

যা যা মনে রাখবেন:

IRCTC অ্যাকাউন্ট এবং আধারের নাম এক হওয়া উচিত। আধার OTP মোবাইল নম্বর আপডেট না থাকলে, আধার পোর্টাল থেকে সেটি আগে আপডেট করুন। শুধুমাত্র IRCTC অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন — তৃতীয়পক্ষের অ্যাপে তথ্য দেওয়া নিরাপদ নয়। ভুয়া বুকিং এজেন্ট বা ফিশিং সাইট থেকে সাবধান থাকুন।

কাদের জন্য এটি জরুরি?

যাঁরা তৎকাল টিকিট বুক করেন (AC/SL/General)। যাঁরা নিজে-ট্রাভেল (Self-booking) করেন। যাঁরা নিয়মিত অফিস বা জরুরি কাজে ভ্রমণ করেন।

১ জুলাই ২০২৫ থেকে IRCTC তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। তাই আগে থেকেই আপনার অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করে রাখতে বলা হয়েছিল। অনেকেই করে রেখেছেন। তাতে সময় বেঁচেছে। ঝামেলা কমেছে। যে কোনও সময় আপনি তৎকাল টিকিট বুক করতেও পারছেন।

IRCTC Aadhaar Mandatory