AC Electricity Saving Tips: ভারতের গ্রীষ্মকাল আর এসি (AC) — এই দুই যেন এখন একে অপরের পরিপূরক। তবে সমস্যা শুরু হয় তখন, যখন ঠান্ডা পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিলও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বিশেষ করে যদি আপনি বারবার এসি চালান ও বন্ধ করেন বা ভুল তাপমাত্রা সেট করেন, তাহলে সেটা আপনার পকেটের ওপর বেশ চাপ ফেলতে পারে।
চলুন জেনে নেওয়া যাক গরমকালে কীভাবে এসি ব্যবহার করেও বিদ্যুৎ সাশ্রয় করা যায় — কনফোর্ট বজায় রাখা যায়।
এসি চালানোর নিয়ম
আরও পড়ুন- IRCTC অ্যাকাউন্টের সঙ্গে বাড়িতে বসেই আধার লিঙ্ক, কীভাবে? বদলে গেছে আগের নিয়ম
১. এসি ২৪–২৬ ডিগ্রিতে চালান: বিউরো অফ এনর্জি এফিসিয়েন্সি (BEE) পরামর্শ দিয়েছে AC 24°C-এ চালানো সবচেয়ে উপযোগী। প্রতি ১°C বাড়ালে প্রায় ৬% বিদ্যুৎ সাশ্রয় হয়।
২. ইনভার্টার AC বা ৫-স্টার মডেল বেছে নিন: যদি নতুন এসি কিনতে চান, তাহলে ইনভার্টার প্রযুক্তিযুক্ত AC বা BEE ৫-স্টার রেটিং যুক্ত মডেল কিনুন। ইনভার্টার এসি রুমের তাপমাত্রা অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে, ফলে বিদ্যুৎ কম লাগে।
আরও পড়ুন- বাজেট ৩০ হাজার! দেখে নিন আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা, পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স
৩. রুমের ভালো ইনসুলেশন নিশ্চিত করুন: AC চালানোর সময় দরজা জানালা বন্ধ রাখুন। সূর্যের আলো ঢোকা বন্ধ করতে ঘন পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করুন। রুম ঠান্ডা থাকবে, AC কম সময় চলবে।
৪. ফিল্টার পরিষ্কার রাখুন: মাসে অন্তত একবার ফিল্টার পরিষ্কার করুন। নোংরা ফিল্টার AC-কে বেশি খাটতে বাধ্য করে, ফলে বিদ্যুৎ খরচ বাড়ে।
আরও পড়ুন- রোবোটিক পায়ে 'রোনাল্ডো' জাদু, বিশ্বের প্রথম AI ফুটবল ম্যাচ, প্রযুক্তির নয়া 'ম্যাজিকে' অবাক করবেই
৫. সিলিং ফ্যান ব্যবহার করুন: AC চালানোর সময় সিলিং ফ্যান অন রাখলে ঠান্ডা হাওয়া দ্রুত ছড়ায়, ফলে আপনি AC-র তাপমাত্রা বাড়িয়ে দিতে পারেন, তাতেই বিদ্যুৎ কম খরচ হবে।
৬. প্রয়োজনে এসি বন্ধ করুন: যখন রুমে কেউ নেই, তখন এসি চালিয়ে রাখবেন না। Timer বা Smart Plug ব্যবহার করুন — নির্দিষ্ট সময় পরে এসি বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন- প্রিমিয়াম সেগমেন্টে বিরাট ধামাকা! লঞ্চ হতে চলেছে Oppo Reno 14 সিরিজ, বড় খবরে বাজারে আলোড়ণ
৭. কুকিং বা ইস্ত্রি AC রুমে করবেন না: এই ধরনের কাজ প্রচুর গরম তৈরি করে, যা এসিকে বেশি কাজ করতে বাধ্য করে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট, ল্যাম্প বা যন্ত্রপাতি বন্ধ রাখুন।
৮. রুম অনুযায়ী AC সাইজ বেছে নিন: ছোট ঘরের জন্য বড় AC নিলে সেটি বারবার চালু-বন্ধ হবে, ফলে বিদ্যুৎ নষ্ট হবে। আবার বড় ঘরের জন্য ছোট AC হলে সেটা বেশি সময় ধরে চলবে। সঠিক সাইজ নির্বাচন অত্যন্ত জরুরি।
৯. রাতের বেলা স্লিপ মোড ব্যবহার করুন: স্লিপ মোডে AC ধীরে ধীরে তাপমাত্রা বাড়ায়, ফলে ঠান্ডাও থাকে, বিদ্যুৎও সাশ্রয় হয়।
সঠিক পদ্ধতিতে AC চালালে শুধু আপনার বিল কমবে না, বরং যন্ত্রটিও দীর্ঘদিন ভালো পারফর্ম করবে। প্রতিদিনের অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই আপনি গ্রীষ্মকালকে আরও আরামদায়ক করে তুলতে পারবেন — বিদ্যুৎ খরচ না বাড়িয়েই।