/indian-express-bangla/media/media_files/2025/08/12/air-india-express-2025-08-12-11-36-40.jpg)
Air India Express: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান।
Air India Offer: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঘোষণা করেছে এক বিশেষ অফার। নাম দিয়েছে, 'ফ্রিডম সেল'। দেশের অন্যতম জনপ্রিয় স্বল্পমূল্যের এয়ারলাইনসটি জানিয়েছে, প্রায় ৫০ লক্ষ আসনে বিশেষ ছাড় দেওয়া হবে।
এয়ার ইন্ডিয়ার বিশেষ ছাড়
ঘরোয়া ফ্লাইটের টিকিট শুরু হচ্ছে মাত্র ১,২৭৯ টাকা থেকে। আন্তর্জাতিক রুটে টিকিটের দাম ৪,২৭৯ টাকা। এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারের বুকিং ১০ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে। ভ্রমণের তারিখ নির্ধারিত হয়েছে ১৯ আগস্ট থেকে। ২০২৬ এর ৩১ মার্চ পর্যন্ত ওই টিকিটে ভ্রমণ করা যাবে। অর্থাৎ, দীর্ঘ প্রায় দেড় বছর যাত্রীরা টিকিটের এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন- পেট্রোলের ঝামেলা থেকে চিরতরে মুক্তি! দুর্দান্ত মাইলেজের সঙ্গে আকর্ষণীয় ফিচার,ঝড় তুলল এই ই-স্কুটার
এই সময়সীমায় ভারতের একাধিক বড় উৎসব চলবে। যেমন ওনাম, দুর্গাপূজা, দীপাবলি, বড়দিন ইত্যাদি। ফলে, উৎসবের সময় সাশ্রয়ী দামেই বিমান ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা। এই বিশেষ অফার ১০ আগস্ট থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সরকারি ওয়েবসাইট (www.airindiaexpress.com) এবং মোবাইল অ্যাপ-এ পাওয়া যাবে। পাশাপাশি ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অফারটি সব বড় বুকিং চ্যানেলেও মিলবে।
আরও পড়ুন- চোখের ইশারায় চলবে কম্পিউটার, প্রযুক্তির এই বিপ্লবে বিরাট চমক
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাত্রীদের পছন্দ অনুযায়ী একাধিক ভাড়ার অপশন দিচ্ছে। এর মধ্য ১) Xpress Lite অফারে শূন্য চেক-ইন ব্যাগেজ-সহ কম দামের ফ্লাইট ভাড়ার অফার দিচ্ছে। ২) Xpress Value অফারে স্ট্যান্ডার্ড চেক-ইন ব্যাগেজ-সহ, ঘরোয়া রুটে ১,৩৭৯ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৪,৪৭৯ টাকা থেকে টিকিট পাওয়া যাবে। ৩) Xpress Biz অফারে যাত্রীরা ভ্রমণ চলাকালীন বিজনেস-ক্লাসে ভ্রমণের মত আরাম পাবেন। আসনগুলো থাকবে বেশ উঁচু। এই সুবিধা এখন ৪০টিরও বেশি নতুন বিমানে পাওয়া যাবে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে বাঁচার ৫ কায়দা, একদিনের জন্য করুন ডিজিটাল ডিটক্স
বর্তমানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রয়েছে ১১৬টি বিমান। প্রতিদিন এই সংস্থার ৫০০টিরও বেশি ফ্লাইট চলে। এয়ারলাইনসটি দেশে ৩৮টি এবং বিদেশে ১৭টি জায়গায় যাত্রী পরিবহণ করে। এই অফার সুবিধাজনক। কারণ, টিকিটের দাম বেশ কম। এই টিকিটে দীর্ঘদিন পরেও ভ্রমণ করা যাবে। উৎসবের মরশুমে যাত্রীরা পাবেন বিশেষ সুবিধা। বিভিন্ন ভাড়ার ধরন অনুযায়ী যাত্রীরা পছন্দমত প্যাকেজ বেছে নিতে পারবেন। এই টিকিটে আধুনিক এবং নতুন বিমানে ভ্রমণের সুযোগ মিলবে।
আরও পড়ুন- নাসা জানাল,'জীবনের শেষ তারিখ'! শীঘ্রই শেষ হতে চলেছে অক্সিজেনের ভান্ডার
যাঁরা উৎসবের মরশুমে পরিবার বা বন্ধুদের নিয়ে ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগেভাগে টিকিট কেটে রাখলে ভিড়ের সময়ও কম দামে সেরা সিট পাওয়া যাবে। এককথায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই 'ফ্রিডম সেল' অফার ভারতের যাত্রীদের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। যেখানে স্বাধীনতার আনন্দ উদযাপনের সঙ্গে মিশে গিয়েছে সাশ্রয়ী ভ্রমণের অভিজ্ঞতা।