অবিশ্বাস্য অফার! এক বছর আর Airtel গ্রাহকদের রিচার্জ করতেই হবে না

Airtel 365 Days Recharge Plan: Airtel 365 Days Recharge Plan-এ একবার রিচার্জে পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি, ৩০GB ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা।

Airtel 365 Days Recharge Plan: Airtel 365 Days Recharge Plan-এ একবার রিচার্জে পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি, ৩০GB ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Airtel 365 Days Recharge Plan

Airtel 365 Days Recharge Plan: এয়ারটেলের বাৎসরিক রিচার্জ প্ল্যান।

Airtel Recharge Plan: আজকাল বেশিরভাগ মানুষই ঘরে ওয়াই-ফাই (Wi-Fi) ব্যবহার করেন। ইউটিউব, ওটিটি (OTT) বা রিলস স্ক্রল করতে প্রতিদিন ১.৫জিবি (GB) ডেটা মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই ঘরের বাইরে সামান্য ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা রিচার্জের ঝামেলা এড়াতে অনেকেই খুঁজছেন এমন একটি প্ল্যান, যেটা একবার রিচার্জ করলেই পুরো বছরের ঝামেলা মিটে যায়। 

Advertisment

এয়ারটেল রিচার্জ প্ল্যান

সেই ভাবনাতেই এসেছে এয়ারটেল ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান (Airtel 365 Days Recharge Plan, 2,249)। যা বর্তমানে এয়ারটেল (Airtel)-এর অন্যতম জনপ্রিয় বার্ষিক রিচার্জ অপশন।

আরও পড়ুন- লাগবে না লাইসেন্স! ৪০ হাজারেই আকর্ষণীয় ই স্কুটার! রেঞ্জ,ফিচার অবাক করবেই

Advertisment

এই প্ল্যানে আপনি পাবেন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং (Unlimited Calling) সুবিধা। পাবেন মোট ৩,৬০০ এসএমএস (SMS ফ্রি, প্রতিমাসে 300 SMS)। অর্থাৎ সারা বছরই নিশ্চিন্তে কথা বলা ও মেসেজ পাঠানো যাবে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই।

আরও পড়ুন- অ্যান্ড্রয়েড ১৬-এর নতুন অপারেটিং সিস্টেম এবার ভারতে, জানুন তারিখ, বৈশিষ্ট্য-সহ বিস্তারিত!

এয়ারটেল ২,২৪৯ টাকার (Airtel 2249 Plan) প্ল্যানে কোম্পানি দিচ্ছে মোট ৩০জিবি (30GB) ডেটা। এটা কোনও ডেইলি ডেটা প্ল্যান নয়, বরং পুরো বছরের জন্য একবারে দেওয়া ডেটা। তাই আপনি চাইলে ধীরে ধীরে ব্যবহার করতে পারেন, কিংবা দরকারে একসঙ্গে বেশি ডেটাও ব্যবহার করতে পারেন। এই ডেটা Wi-Fi ব্যবহারকারীদের জন্য আদর্শ, কারণ ঘরে Wi-Fi থাকলে মোবাইল ডেটার প্রয়োজন খুব কম হয়।

আরও পড়ুন- মুকেশ আম্বানির মাস্টারস্ট্রোক! তিন মাস আর রিচার্জ করতেই হবে না

এই প্ল্যানে Airtel কিছু আকর্ষণীয় বোনাস অফারও দিচ্ছে। যেমন- Free Hellotunes। এতে আপনার নম্বরে পছন্দের গান সেট করুন। Spam Alert Feature– অজানা নম্বর থেকে আসা কলের জন্য সতর্ক থাকুন। Perplexity AI Pro Access– Airtel Thanks অ্যাপে বিশেষ সুবিধা পান। এই (Airtel 2249) প্ল্যানটি বিশেষ করে উপযুক্ত Wi-Fi ব্যবহারকারীদের জন্য, যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন কম। Elderly বা Parents-এর জন্য, যাঁদের ফোন ব্যবহার সীমিত কিন্তু কলিং দরকার। দ্বিতীয় SIM ব্যবহারকারীদের জন্য — যাঁরা মূলত কলিংয়ের জন্য সিম রাখেন। পাশাপাশি, Office বা Business Backup SIM ব্যবহারকারীদের জন্যও এই অফার আকর্ষণীয়। 

আরও পড়ুন- সবচেয়ে সস্তা! আগুনে ৪জি প্ল্যানে বাজারে বিস্ফোরণ, ৩৩০ দিন এবার সব ফ্রি!

আজকের দিনে প্রতিদিন ১.৫GB বা ২GB ডেটা দেওয়া প্ল্যানের দাম ৩৯৯–৪৭৯ টাকার মধ্যে, যার বৈধতা মাত্র ১ মাস। অর্থাৎ বছরে প্রায় ৪,৮০০ টাকা থেকে ৫,৫০০ টাকার মত খরচ হয়। কিন্তু ২,২৪৯ টাকার রিচার্জে এয়ারটেল দিচ্ছে পুরো এক বছরের ভ্যালিডিটি। যাতে ৫০% পর্যন্ত সাশ্রয় মিলবে! আর, এই সব কারণেই যদি আপনি Wi-Fi ব্যবহার করেন এবং মোবাইল ডেটা কম লাগে, তাহলে Airtel-এর ২,২৪৯ টাকার বার্ষিক প্ল্যানই আপনার জন্য পারফেক্ট অপশন। একবার রিচার্জেই পাবেন ১ বছরের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, ৩০GB ডেটা, ৩৬০০ SMS। সব মিলিয়ে ব্যাপারটা সত্যিই সাশ্রয়ী। এককথায়, ঘরে Wi-Fi থাকলে Airtel-এর এই প্ল্যানই এখনকার দিনে বেস্ট লং ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান (best long-validity recharge plan)।

Airtel Recharge plan