মুকেশ আম্বানির মাস্টারস্ট্রোক! তিন মাস আর রিচার্জ করতেই হবে না

Jio Plan: Jio-এর ৪৪৮ টাকার প্ল্যানে মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং ও ১০০০ SMS-এর সুবিধা। Airtel ও Vodafone Idea-কে টক্কর দিচ্ছে এই ভয়েস-অনলি প্রিপেইড প্ল্যান।

Jio Plan: Jio-এর ৪৪৮ টাকার প্ল্যানে মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং ও ১০০০ SMS-এর সুবিধা। Airtel ও Vodafone Idea-কে টক্কর দিচ্ছে এই ভয়েস-অনলি প্রিপেইড প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio Mukesh

Jio Mukesh: জিওর বিরাট অফার।

Jio Recharge Plan: Reliance Jio এবার pocket-friendly প্ল্যান অফার করছে। এই প্ল্যান শিক্ষার্থী, ডবল সিম ব্যবহারকারী এবং যাঁরা কম খরচে কল করতে চান, তাঁদের জন্য আদর্শ। এই প্ল্যানের অন্যতম হল ৪৪৮ টাকার প্ল্যান, যা ৮৪ দিনের ভ্যালিডিটি দিচ্ছে।

Advertisment

আনলিমিটেড কলিং

এই প্ল্যানের মূল সুবিধা হল- আনলিমিটেড কলিং। যার সাহায্যে দেশের যে কোনও নেটওয়ার্কে কল করতে পারবেন। পাবেন ১০০০ এসএমএস (SMS)। এই সুবিধা ৮৪ দিনের জন্য পাবেন। তবে ডেটা নেই। অর্থাৎ ইন্টারনেটের জন্য আলাদা ডেটা টপ-আপ (data top-up) করতে হবে।

আরও পড়ুন- সবচেয়ে সস্তা! আগুনে ৪জি প্ল্যানে বাজারে বিস্ফোরণ, ৩৩০ দিন এবার সব ফ্রি!

Advertisment

এই প্ল্যান ব্যবহার করলে প্রায় তিন মাস কোনও অতিরিক্ত রিচার্জ ছাড়াই ভয়েস সুবিধা পাওয়া যায়। প্ল্যাটফর্ম বলতে Jio ওয়েবসাইট বা Jio অ্যাপে ভয়েস অনলি (Voice Only) ক্যাটাগরিতে পাওয়া যাবে।

আরও পড়ুন- বাড়িতেই এবার ভরপুর বিনোদন! সেরা ৫ স্মার্ট টিভি কিনুন জলের দরে

Jio-এর অন্যান্য ভয়েস-অনলি প্রিপেইড প্ল্যান পাওয়া যাচ্ছে ১,৭৪৮ টাকায়। এই প্ল্যানে ৩৩৬ দিনের ভ্যালিডিটি, কল ও SMS সুবিধা মিলবে গোটা বছর। যাঁরা শুধু ভয়েস সুবিধা চান, তাঁদের জন্য এই প্ল্যান কার্যকর। স্টুডেন্ট বা সেকেন্ড সিম ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান উপযুক্ত। 

আরও পড়ুন- ৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং! সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, অসাধারণ প্ল্যান চমকে দেবে

কীভাবে ব্যবহার করবেন? Jio অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে যান। Prepaid Plans সেকশন থেকে Value – Voice Only ক্যাটাগরি বেছে নিন। পছন্দসই প্ল্যান নির্বাচন করে রিচার্জ করুন। এতে প্রায় ৩ মাস বিনা রিচার্জে ফোন ব্যবহার করতে পারবেন। এতে মিলবে আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধা।

আরও পড়ুন- সেল সেল সেল! অবিশ্বাস্য ছাড়ে পান Apple MacBook Air 2025, ডিসকাউন্টের পরিমাণে চোখ কপালে উঠবে

 প্ল্যানগুলোর মধ্যে জিও ৪৪৮ টাকার প্ল্যানকেই গ্রাহকদের জন্য বিশেষ সহায়ক বলে মনে করা হচ্ছে। কারণ, এতে কম খরচে দীর্ঘ সময়ের কলের সুবিধা পাওয়া যাবে। ডবল সিম ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান হাতে স্বর্গ পাওয়ার মত। তবে একটাই খারাপ, সেটাই হল এই প্ল্যান ভয়েস-অনলি। তাই কোনও ডেটা থাকছে না। এর ফলে যাঁরা নেট ব্যবহার করেন, তাঁদের এই প্ল্যানে অসুবিধা হবে।

recharge jio