সবচেয়ে সস্তা! আগুনে ৪জি প্ল্যানে বাজারে বিস্ফোরণ, ৩৩০ দিন এবার সব ফ্রি!

BSNL New Plan: BSNL আনলো ১,৯৯৯ টাকার নতুন প্ল্যান — ৩৩০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল, ১.৫GB/দিন ডেটা ও ১০০ SMS। এখনই রিচার্জে পাচ্ছেন ২% ছাড়।

BSNL New Plan: BSNL আনলো ১,৯৯৯ টাকার নতুন প্ল্যান — ৩৩০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল, ১.৫GB/দিন ডেটা ও ১০০ SMS। এখনই রিচার্জে পাচ্ছেন ২% ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL recharge plan

BSNL New Plan: রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পান সহজেই!

BSNL New Plan: ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) এবার গ্রাহকদের জন্য নিয়ে এল এক দারুণ অফার। মাত্র ১,৯৯৯ টাকার রিচার্জে এখন পাবেন ৩৩০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং আরও অনেক সুবিধা। এটি BSNL-এর অন্যতম দীর্ঘমেয়াদি এবং সাশ্রয়ী প্ল্যান, যা ব্যবহারকারীদের প্রায় ১১ মাস পর্যন্ত মাসিক রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দেবে।

Advertisment

BSNL-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (X handle / Twitter) প্রকাশিত এই নতুন অফারে থাকছে সারা ভারতে আনলিমিটেড কলিং (ফ্রি ন্যাশনাল রোমিং-সহ), প্রতিদিন ১.৫GB হাই-স্পিড ডেটা → মোট ৪৯৫GB পর্যন্ত, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস, বিনামূল্যে BiTV অ্যাপ সাবস্ক্রিপশন (সমস্ত BSNL প্ল্যানে প্রযোজ্য)। এই অফারটি তাঁদের জন্য যাঁরা একবারে পুরো বছরের মত ভ্যালিডিটি চান, কিন্তু খরচ রাখতে চান নিয়ন্ত্রণে।    

আরও পড়ুন- বাড়িতেই এবার ভরপুর বিনোদন! সেরা ৫ স্মার্ট টিভি কিনুন জলের দরে

Advertisment

যাঁরা BSNL-এর এই ১,৯৯৯ টাকার প্ল্যানটি BSNL অফিসিয়াল ওয়েবসাইট বা SelfCare App থেকে রিচার্জ করবেন, তাঁরা পাবেন ২% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অর্থাৎ ১,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে প্রায় ৪০ টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব। এই প্রোমোশনাল অফারটি শুধু ১৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বৈধ। এরপর স্বাভাবিক মূল্যে রিচার্জ করতে হবে। 

আরও পড়ুন- ৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং! সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, অসাধারণ প্ল্যান চমকে দেবে

এই নতুন অফারের সঙ্গে BSNL এক বড় ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা এখন দেশজ প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণরূপে 4G সার্ভিস চালু করেছে। ইতিমধ্যেই BSNL ৯৮,০০০-এরও বেশি 4G টাওয়ার স্থাপন করেছে। খুব শিগগিরই আরও ১ লক্ষ টাওয়ার বসানো হবে। সংস্থার 4G নেটওয়ার্কটি সম্পূর্ণভাবে 5G Ready, অর্থাৎ ভবিষ্যতে সহজেই 5G তে আপগ্রেড করা যাবে। BSNL জানিয়েছে, ২০২৫ সালের শেষের দিকে তারা দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিকভাবে 5G সার্ভিস লঞ্চ করার পরিকল্পনা করছে। 

আরও পড়ুন- সেল সেল সেল! অবিশ্বাস্য ছাড়ে পান Apple MacBook Air 2025, ডিসকাউন্টের পরিমাণে চোখ কপালে উঠবে

কেন এই প্ল্যানটি সুবিধাজনক?

এই প্ল্যানটি সুবিধাজনক, কারণ এর লং ভ্যালিডিটি (৩৩০ দিন)। প্রায় ১১ মাস পর্যন্ত রিচার্জ করার চিন্তা নেই। দৈনিক ১.৫জিবি ডেটা দিচ্ছে। মোট ৪৯৫জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। আনলিমিটেড কল, অর্থাৎ বিএসএনএল (BSNL) থেকে যে কোনও নেটওয়ার্কে ফ্রি কল করা যাবে। বিনামূল্যে ওটিটি (OTT) সুবিধা বা বিআইটিভি (BiTV) অ্যাপে ফ্রি অ্যাক্সেস মিলবে। সাশ্রয়ী মূল্য ও অফার ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ ২% ইনস্ট্যান্ট সেভিংসের সুবিধা পাওয়া যাবে। এই কারণে, যাঁরা একাধিক মাসের ঝামেলা ছাড়া দীর্ঘমেয়াদী সুবিধা চান, তাঁদের বিএসএনএল (BSNL)-এর এই প্ল্যানটি নিঃসন্দেহে লাভজনক।

আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় 'লক্ষ্মীলাভ'! বোনানজা অফারে বাজিমাত jio-এর, ১১ মাস রিচার্জ করতে হবে না

কীভাবে রিচার্জ করবেন?

BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.bsnl.co.in) যান। 'Recharge' অপশনে ক্লিক করুন। মোবাইল নম্বর দিন এবং ১,৯৯৯ টাকার প্ল্যান বেছে নিন। পেমেন্ট করুন — ডিসকাউন্ট অটোমেটিক প্রযোজ্য হবে। BSNL SelfCare App থেকেও সরাসরি রিচার্জ করা যাবে। গ্রাহকরা এই প্ল্যানকে 'Value for Money' বলে প্রশংসা করছেন। দীর্ঘ ভ্যালিডিটি ও প্রতিদিন পর্যাপ্ত ডেটা পাওয়া তাঁদের কাছে এক বড় সুবিধা। অনেকেই জানিয়েছেন, 'BSNL এখন সত্যিই প্রতিযোগিতায় ফিরছে।' যাঁরা একবারে দীর্ঘ মেয়াদে রিচার্জ করে ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য বিএসএনএল (BSNL) ১,৯৯৯ প্ল্যান নিঃসন্দেহে চমৎকার। ৩৩০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল, ১.৫GB/দিন ডেটা এবং সীমিত সময়ের ডিসকাউন্ট—এই অফারটি এখনই রিচার্জ করে নিতে পারেন। অফার শেষ হবে ১৫ অক্টোবর ২০২৫-এ!

New plan bsnl