Akash Prime air defence system:ভয়ঙ্কর, বিরাট শক্তিশালী! অত্যাধুনিক আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষায় সফল ভারত, প্রতিরক্ষায় নয়া নজির

Akash Prime air defence system: 'আকাশ প্রাইম' ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অত্যাধুনিক প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা ডিআরডিও।

Akash Prime air defence system: 'আকাশ প্রাইম' ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অত্যাধুনিক প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা ডিআরডিও।

author-image
IE Bangla Tech Desk
New Update
আকাশ প্রাইম, Akash Prime, আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র, DRDO Akash Prime, আকাশ প্রাইম লাদাখ, ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ভারতীয় আকাশ প্রতিরক্ষা, Akash Prime vs S-400, Made in India missile system, Akash Prime features, DRDO missile test 2025, Air defence system India, ভারত আত্মনির্ভর প্রতিরক্ষা, Akash missile system India

অত্যাধুনিক আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষায় সফল ভারত

Akash Prime air defence system: এখন আরও শক্তিশালী ভারতীয় সেনা! 'আকাশ প্রাইম' ডিফেন্স  সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। অত্যাধুনিক প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা ডিআরডিও। বুধবার এই নয়া প্রতিরক্ষা সিস্টেমের পরীক্ষা সফল হয়েছে। এর আগে সেনাবাহিনী সফল পরীক্ষার কথা জানিয়েছিল। এখন সামনে এসেছে 'আকাশ প্রাইম' ডিফেন্স  সিস্টেমের সফল পরীক্ষার ভিডিও। আকাশ প্রাইম ডিফেন্স সিস্টেম হল ভারতের তৈরি একটি উন্নত  ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা ডিজাইন করা হয়েছে। 

Advertisment

দেশের এক কোটির বেশি আধার কার্ড 'নিষ্ক্রিয়', তড়িঘড়ি বিরাট এই পদক্ষেপে শোরগোল পড়ে গেল

আকাশ প্রাইম হল আকাশ ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ, যা দেশীয় প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি সিকার, যা শত্রুর লক্ষ্যবস্তু দ্রুত শনাক্ত ও ধ্বংস করতে পারে। এটি ২৫ থেকে ৪৫ কিমি দূরত্ব এবং ১৮-২০ কিমি উচ্চতায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সুপারসনিক গতিতে চলা এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ৬৪টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে ও ১২টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় থ্রিডি রাজেন্দ্র রাডার, উন্নত মাল্টি-সেন্সর রিয়েল-টাইম ডেটা প্রসেসিং এবং ডিজিটাল কোডেড গাইডেন্স সিস্টেম যুক্ত রয়েছে। এতে করে যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয়। ভারতের এই প্রতিরক্ষা সাফল্যে আন্তর্জাতিক নজরও পড়েছে। ব্রাজিল সহ একাধিক দেশ ইতিমধ্যেই আকাশ প্রাইম কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর তৃতীয় ও চতুর্থ রেজিমেন্টে শীঘ্রই অন্তর্ভুক্ত হতে চলেছে আকাশ প্রাইম। এর মাধ্যমে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisment

চ্যাটজিপিটি হোক বা মেটা এআই… এই ১০টি প্রশ্ন ভুল করেও করবেন না, বড় বিপদে পড়তে পারেন!

এক নজরে দেখে নেওয়া যাক  আকাশ প্রাইমের বৈশিষ্ট্য

  • আকাশ প্রাইমের একটি দেশীয় রেডিও ফ্রিকোয়েন্সি সিকার রয়েছে, যার ফলে এটি নির্ভুলতার সাথে দ্রুত গতিশীল লক্ষ্যবস্তু ট্র্যাক এবং ধ্বংস করতে সক্ষম। 
  • এই সিস্টেমটি ২৫-৪৫ কিলোমিটার দূরত্ব এবং ১৮-২০ কিলোমিটার উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি লাদাখের মতো উচ্চ উচ্চতার অঞ্চলেও কার্যকর।
  • এই সিস্টেমটি সুপারসনিক গতিতে (২.৫ ম্যাক) কাজ করে এবং ৬৪টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং একই সাথে ১২টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ৬০ কেজি বিস্ফোরক বহন করে।
  • এতে থ্রিডি রাজেন্দ্র রাডার, উন্নত রিয়েল-টাইম মাল্টি-সেন্সর ডেটা প্রসেসিং এবং ডিজিটাল কোডেড গাইডেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে, যা এটিকে আধুনিক যুদ্ধের জন্য উপযুক্ত করে তোলে।
  • ২০২৫ সালের ১৬ জুলাই লাদাখে ১৫,০০০ ফুট উচ্চতায় আকাশ প্রাইম সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়, যেখানে এটি অত্যন্ত ঠান্ডা এবং কম অক্সিজেনযুক্ত পরিবেশে নির্ভুলতার সাথে দুটি উচ্চ-গতির আকাশ লক্ষ্যবস্তু ধ্বংস করে।

আস্ত মানুষ গিলে খাচ্ছে এই ভয়ঙ্কর সাপ, মাংসের সঙ্গে হাড়ও হজম করে?

Indian army Air Defence