Aadhaar Card: দেশের এক কোটির বেশি আধার কার্ড 'নিষ্ক্রিয়', তড়িঘড়ি বিরাট এই পদক্ষেপে শোরগোল পড়ে গেল

Aadhaar Card: আধার নম্বরের অপব্যবহার ঠেকাতে বড় পদক্ষেপ নিল UIDAI। সংস্থার তরফে জানানো হয়েছে জানিয়েছে, এখন পর্যন্ত দেশের প্রায় ১.১৭ কোটি আধার নম্বর 'নিষ্ক্রিয়' করা হয়েছে।

Aadhaar Card: আধার নম্বরের অপব্যবহার ঠেকাতে বড় পদক্ষেপ নিল UIDAI। সংস্থার তরফে জানানো হয়েছে জানিয়েছে, এখন পর্যন্ত দেশের প্রায় ১.১৭ কোটি আধার নম্বর 'নিষ্ক্রিয়' করা হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Aadhaar Card Photo Change, আধার কার্ড ছবি পরিবর্তন  Aadhaar card photo update 2025  UIDAI আধার ছবি পরিবর্তন পদ্ধতি  Aadhaar image correction process  How to change photo in Aadhaar card  আধার সেন্টারে নতুন ছবি আপডেট  আধার বায়োমেট্রিক আপডেট ফি  UIDAI Aadhaar photo change form download

আধার নম্বরের অপব্যবহার ঠেকাতে বড় পদক্ষেপ নিল UIDAI

Aadhaar Card: আধার নম্বরের অপব্যবহার ঠেকাতে বড় পদক্ষেপ নিল UIDAI। সংস্থার তরফে জানানো হয়েছে জানিয়েছে, এখন পর্যন্ত দেশের প্রায় ১.১৭ কোটি আধার নম্বর 'নিষ্ক্রিয়' করা হয়েছে। এই উদ্যোগের আওতায়, মৃত ব্যক্তিদের আধার ডেটা সঠিকভাবে নিষ্ক্রিয় করার পরিষেবা চালু করা হয়েছে। 

Advertisment

 চ্যাটজিপিটি হোক বা মেটা এআই… এই ১০টি প্রশ্ন ভুল করেও করবেন না, বড় বিপদে পড়তে পারেন!

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগ চালু হয়েছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, যেখানে নাগরিকরা myAadhaar পোর্টালের মাধ্যমে পরিবারের কোনও সদস্যের মৃত্যুর তথ্য জানাতে পারবেন। এতে UIDAI আধার ডেটাবেসে সেই সংশ্লিষ্ট নম্বরটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

Advertisment

UIDAI আরও জানিয়েছে, ভারতের রেজিস্ট্রার জেনারেল (RGI)-কে অনুরোধ করা হয়েছে যাতে আধার নম্বরের সাথে যুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করা হয়। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম (CRS) ব্যবহার করে সংস্থা ইতিমধ্যেই ১.৫৫ কোটি মৃত্যুর রেকর্ড সংগ্রহ করেছে। এর মধ্যে যাচাই করে ১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে, এবং প্রায় ৬.৭ লক্ষ নম্বর নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

আস্ত মানুষ গিলে খাচ্ছে এই ভয়ঙ্কর সাপ, মাংসের সঙ্গে হাড়ও হজম করে?

নতুন পরিষেবার আওতায় কীভাবে রিপোর্ট করবেন?
পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে, যে ব্যক্তি রিপোর্ট করবেন তাকে মৃত ব্যক্তির সাথে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে। সেইসঙ্গে,

মৃত ব্যক্তির আধার নম্বর,

মৃত্যু রেজিস্ট্রেশন নম্বর,

এবং অন্যান্য তথ্য প্রদান করতে হবে।

এই তথ্য যাচাই হওয়ার পরেই UIDAI সেই আধার নম্বর নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে।

jio-এর বাম্পার গিফট, এবার টিভিই হবে কম্পিউটার! লাগবে না একটাকাও

UIDAI জানিয়েছে, এই পুরো প্রক্রিয়ায় রাজ্য সরকারগুলির সাহায্য  নেওয়া হচ্ছে। পাশাপাশি, পাইলট প্রকল্প হিসাবে ১০০ বছরের বেশি বয়সী আধারধারীদের তথ্য রাজ্য সরকারগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে, যাতে তাঁদের জীবিত থাকা বা না থাকার তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপে নাগরিকদের ডেটা নিরাপত্তা, সরকারি পরিষেবার স্বচ্ছতা এবং আধার ডেটাবেসের নির্ভুলতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছে UIDAI।

দেশের সেরা ইলেকট্রিক স্কুটার এখন আরও সস্তা! সাত-পাঁচ না ভেবে তাড়াতাড়ি বুকিং করুন

Aadhaar Card Aadhaar