Apple Iphone 17 Series: মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! কত দামে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ?

Apple Iphone 17 Series: আর মাত্র ক’দিনের অপেক্ষা। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ। এই লাইনআপে থাকছে—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

Apple Iphone 17 Series: আর মাত্র ক’দিনের অপেক্ষা। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ। এই লাইনআপে থাকছে—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

author-image
IE Bangla Tech Desk
New Update
Apple,iPhone 17 Series,iPhone 17,TECH NEWS, iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 price, iPhone 17 Pro price, iPhone 17 Pro Max, iPhone 17 Pro Max price, iPhone 17 color option, iPhone 17 air color option, iPhone 17 pro color option, iPhone 17 pro max color option, iPhone 17 series price, iPhone 17 expected price, iPhone 17 india price

মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! কত দামে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ?

Apple Iphone 17 Series: আর মাত্র ক’দিনের অপেক্ষা। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ। এই লাইনআপে থাকছে—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। যদিও অ্যাপলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ফিচার বা দাম প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্টে রঙের বিকল্প থেকে শুরু করে সম্ভাব্য দাম  নিয়ে একাধিক তথ্য ফাঁস হয়েছে।

Advertisment

আরও পড়ুন- স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর! Oppo-এর সবচেয়ে বড় ধামাকা, তৈরি থাকুন

 রিপোর্ট বলছে, iPhone 17 বাজারে আসতে পারে কালো, সাদা, স্টিল ধূসর, সবুজ, বেগুনি এবং হালকা নীল রঙে। অন্যদিকে, আলট্রাস্লিম iPhone 17 Air পাওয়া যেতে পারে কালো, সাদা, হালকা নীল ও হালকা সোনালি রঙে। আর সিরিজের প্রিমিয়াম মডেল iPhone 17 Pro ও Pro Max আসতে পারে কালো ও সাদার পাশাপাশি ধূসর, গাঢ় নীল ও উজ্জ্বল কমলা রঙে।

Advertisment

আরও পড়ুন- ভুল UPI আইডিতে টাকা ট্রান্সফার হয়েছে? কীভাবে ফেরত পাবেন জানেন?

নতুন ফিচার: iPhone 17 সিরিজে অ্যাপল আনছে একাধিক আপগ্রেড। নতুন ডিজাইনের পাশাপাশি উন্নত ডিসপ্লে, বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর যুক্ত হবে বলে খবর। বিশেষ করে Pro Max মডেলে এবার পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। এছাড়া, প্রথমবারের মতো এই সিরিজে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত হতে পারে।

সম্ভাব্য দাম: ভারতে সাধারণত নতুন আইফোন সিরিজের দাম শুরু হয় প্রায় ৭৯,৯৯০ টাকা থেকে। তবে এবারের সিরিজের দাম কিছুটা বাড়তে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, iPhone 17-এর প্রারম্ভিক মূল্য হতে পারে ৮৪,৯৯০ টাকা। অন্যদিকে, iPhone 17 Pro-এর দাম হতে পারে ১,২৪,৯৯৯ টাকা এবং Pro Max মডেলের মূল্য ছুঁতে পারে প্রায় ১,৫০,০০০ টাকা। যদিও এগুলি অনুমানভিত্তিক দাম, অ্যাপলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে প্রথমবারের মত কী খেয়েছিলেন মহাকাশচারীরা, জানলে চমকে যাবেন

iPhone deal iPhone 17 series