Airtel Recharge Plan: আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা, ফ্রি OTT সুবিধা-সহ, দেখে নিন বাজেটের মধ্যে সেরা এয়ারটেল রিচার্জ প্ল্যান

Best Airtel Recharge Plans Under Rs 250: এয়ারটেল নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান। যেখানে দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং-সহ একাধিক সুবিধা মিলছে মাত্র ২৫০ টাকায়।

Best Airtel Recharge Plans Under Rs 250: এয়ারটেল নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান। যেখানে দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং-সহ একাধিক সুবিধা মিলছে মাত্র ২৫০ টাকায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
airtel

Airtel Recharge Plan: এয়ারটেল রিচার্জ প্ল্যান ২০২৫।

Airtel Recharge Plans: বর্তমানে ইন্টারনেট ও OTT কনটেন্ট আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। তবে সবাই চায় সাশ্রয়ী মূল্যে বেশি সুবিধা। ঠিক সেই চাহিদা পূরণে এয়ারটেল নিয়ে এসেছে একাধিক আকর্ষণীয় prepaid recharge plan — মাত্র ২৫০ টাকার মধ্যে, যেখানে মিলবে দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি OTT সাবস্ক্রিপশন। নীচে রইল ২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় ও সেরা এয়ারটেল (Airtel) রিচার্জ প্ল্যানগুলি, যেগুলি আপনার বাজেটেও মানানসই এবং সুবিধাতেও ভরপুর।

Advertisment

১. এয়ারটেল ১২১ টাকার প্ল্যান: সাশ্রয়ী ডেটা টপ-আপ

যাঁদের ডেটা ব্যবহারের পরিমাণ কম, তাঁদের জন্য এটি একদম পারফেক্ট অপশন। মাত্র ১২১ টাকার রিচার্জে আপনি পাচ্ছেন ৬ জিবি হাই-স্পিড ডেটা, সঙ্গে ৩০ দিনের ভ্যালিডিটি। এটি একটি স্ট্যান্ড অ্যালোন ডাটা প্যাক (standalone data pack), অর্থাৎ এটি আপনার মূল রিচার্জ প্ল্যানের সঙ্গে ব্যবহার করা যাবে। হালকা ইন্টারনেট ইউজারদের জন্য এই প্যাক দারুণ পছন্দ।

আরও পড়ুন- ইউটিউব প্রতি ভিউতে কত টাকা পাবেন, জানুন ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য!

Advertisment

২. এয়ারটেল ১৬১ টাকার প্ল্যান: এখানে কম দামে মেলে বেশি ডেটা

যদি আপনি একটু বেশি ডেটা ব্যবহার করেন, তবে ১৬১ টাকার রিচার্জটি আপনার জন্য উপযুক্ত। এখানে ৩০ দিনের জন্য মিলবে ১২ জিবি ডেটা। যা শেষ হয়ে গেলে ৫০ পয়সা/এমবি (MB) চার্জ লাগবে। নিয়মিত সোশ্যাল মিডিয়া, ইমেইল বা ওয়েব ব্রাউজিং-এর জন্য এটি একটি উপযোগী বিকল্প।

আরও পড়ুন- কার্নিভাল বাড়িয়েছে পুজোর রেশ! দশমী নয়, আজই কলকাতায় এবারের দুর্গাপূজার ইতি

৩. এয়ারটেল ১৮১ টাকার প্ল্যান: ওটিটি (OTT) সুবিধা-যুক্ত বিনোদনের প্যাক

ওটিটি (OTT) সুবিধা-সহ বিনোদনের প্যাক এই প্ল্যানটি। যা বর্তমানে এয়ারটেল (Airtel)-এর সবচেয়ে পছন্দের অফারগুলির মধ্যে একটি। মাত্র ১৮১ টাকায় এতে আপনি পাচ্ছেন ১৫ জিবি ডেটা এবং সঙ্গে এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Airtel Xstream Play Premium Subscription)। এর মাধ্যমে আপনি সোনি লাইভ (SonyLIV), লায়নসগেট প্লে (Lionsgate Play), হইচই (Hoichoi), ইরোজ নাও (Eros Now)-সহ ২২টিরও বেশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে বিনামূল্যে কনটেন্ট দেখতে পারবেন। যাঁরা সিরিজ, সিনেমা বা ক্রিকেট দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি দারুণ পছন্দ।

আরও পড়ুন- কাজে লাগান জ্যোতিষীর এই টিপস, দিনকে করুন সফল! 

এয়ারটেলের এই প্ল্যানগুলোর বিশেষত্ব হল, ২৫০ টাকার মধ্যে এত সুবিধা অন্য কোথাও খুব কমই পাওয়া যায়। এতে ওটিটির সুবিধা আছে। ৩০ দিনের ভ্যালিডিটি মেলে। যে কোনও রাজ্য বা শহরে এই প্ল্যান রিচার্জ করা সম্ভব।

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!

এই প্ল্যান ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্ম, যারা OTT কনটেন্ট দেখতে ভালোবাসেন, যাঁদের মাসিক বাজেট সীমিত কিন্তু কলিং ও ইন্টারনেট দুটোই দরকার, যাঁরা মাঝে মাঝে ওটিটি (OTT) বা স্পোর্টস দেখতে চান, কিন্তু আলাদা সাবস্ক্রিপশন কিনতে চান না- তাঁদের জন্য উপযুক্ত।

Recharge Plans airtel