Puja Carnival: কার্নিভাল বাড়িয়েছে পুজোর রেশ! দশমী নয়, আজই কলকাতায় এবারের দুর্গাপূজার ইতি

Puja Carnival 2025: রাজ্য সরকারের পুজো কার্নিভাল ২০২৫ এবারও অন্যবারের মতই কলকাতায় রেড রোডে আয়োজন করা হয়েছে। সেঞ্চুরি পার করেছে পুরস্কারপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যা।

Puja Carnival 2025: রাজ্য সরকারের পুজো কার্নিভাল ২০২৫ এবারও অন্যবারের মতই কলকাতায় রেড রোডে আয়োজন করা হয়েছে। সেঞ্চুরি পার করেছে পুরস্কারপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যা।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Puja Carnival

Puja Carnival: পুজো কার্নিভাল।

Durga Puja Carnival: পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি বাংলার সংস্কৃতি ও শিল্পকলার জীবন্ত প্রকাশ। বিসর্জনের যাত্রাতেও থাকে তার প্রকাশ। এটা বরাবরই ছিল। সেই বিসর্জনযাত্রা বা প্রতিমা নিরঞ্জনের যাত্রাই রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এখন পরিচিত 'কার্নিভাল' নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সালে শুরু হয়েছে এই পুজো কার্নিভাল। যা এখন রেড রোডে দুর্গাপূজার চেতনার এক মিলনক্ষেত্র। ২০২৫ সালে এই অনুষ্ঠান নতুন রেকর্ড গড়তে চলেছে।

Advertisment

এবার সংখ্যা বেড়েছে

এবছর শতাধিক পুরস্কারপ্রাপ্ত পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। ২০১৬ সালে শুরু হওয়া কার্নিভালে প্রতি বছর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে অংশগ্রহণকারীর সংখ্যা। ২০২৪ সালে অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা ছিল ৮৯। ২০২২ এবং ২০২৩ সালে প্রায় ১০০টি পুজোকমিটি রেড রোডের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিল। এবার তাই সংখ্যাটা শুধু শতকই পেরোয়নি, রেকর্ড করেছেও বলা যায়। 

আরও পড়ুন- কাজে লাগান জ্যোতিষীর এই টিপস, দিনকে করুন সফল!

বর্তমান রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে এতে অংশগ্রহণের জন্য আর্থিক সাহায্য করে। ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী ভবন পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ পথে প্রতিটি কমিটির থিম, মণ্ডপ এবং শিল্পকর্ম সমাজের বার্তা প্রতিফলিত করে এই কার্নিভালে। সমসাময়িক বিভিন্ন বিষয় এবং সামাজিক চিন্তাভাবনা শিল্পকলার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় এখানে।

Advertisment

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!

৫ অক্টোবর বিকেল সাড়ে চারটা থেকে রেড রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই উৎসব রাস্তাঘাট ও যান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। লালবাজারের তরফে জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রধান রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকছে। ট্রাফিক পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞাও থাকছে বলেই লালবাজারের তরফে জানানো হয়েছে। অর্থাৎ, ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বলা হয়েছে যে, রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ। 

আরও পড়ুন- কবে কোজাগরী লক্ষ্মীপূজা, ৬ না ৭ অক্টোবর, কতক্ষণ থাকবে পূর্ণিমা?

পাশাপাশি, দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এ ক্ষেত্রে ছাড় পাবে। অন্য গাড়িগুলো এই সময় বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। তা ছাড়া দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনস্‌ওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প বন্ধ থাকার কথাও জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন- দুর্গাপূজার পর কতদিন শুভ বিজয়া বলা যায়? জেনে নিন সঠিকটা কী?

রবিবার দুপুর ১২টা থেকে কার্নিভালের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট ইত্যাদিতে গাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে। কার্নিভাল দেখার জন্য মেট্রোরেলে গেলে নামতে হবে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট স্টেশনে। তার পর ট্রাফিক পুলিশের নির্দেশিত পথে দর্শনার্থীদের যেতে হবে। হেঁটে যাঁরা কার্নিভালে যাবেন, তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে যেতে পারবেন বলে পুলিশ জানিয়েছে।

শুধু শহর কলকাতাই নয়। বর্তমান রাজ্য সরকারের সময়ে রাজ্যের বিভিন্ন জেলাতেও দুর্গাপুজোয় কার্নিভাল আয়োজিত হয়। যা ২০২১ সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া দুর্গাপুজোর আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। তবে, বর্তমানে শুধু দুর্গাপুজোতেই নয়। জগদ্ধাত্রী পুজোতেও কার্নিভালের সাক্ষী থাকে বাংলা। দুর্গাপুজোর পর কার্নিভালের জন্য সেদিকেই তাকিয়ে থাকে বাঙালি। 

Durga Puja Carnival