Rashifal Remedies, 05 October 2025: কাজে লাগান জ্যোতিষীর এই টিপস, দিনকে করুন সফল!

Rashifal Remedies 2025: আপনার আজকের দিনটিকে সফল করতে কাজে লাগান অভিজ্ঞ জ্যোতিষীর এই টিপস। দেখে নিন কোন টিপসে দুর্ভোগ করবেন দূর। জেনে নিন বিস্তারিত।

Rashifal Remedies 2025: আপনার আজকের দিনটিকে সফল করতে কাজে লাগান অভিজ্ঞ জ্যোতিষীর এই টিপস। দেখে নিন কোন টিপসে দুর্ভোগ করবেন দূর। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Hanuman Blessing Horoscope: কীভাবে পাবেন হনুমানজির কৃপা?

Horoscope: আজকের দিনটিকে সফল করার টিপসগুলো দেখে নিন।

Rashifal Remedies, 05 October 2025: আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের বড় প্রভাব রয়েছে। যার জেরে আমাদের নানারকম দুর্ভোগ পোহাতে হয়। আবার গ্রহই কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের আলো নিয়ে আসে। তবে, এজন্য বেশ কিছু টিপস মানা অত্যন্ত জরুরি। এবার দেখে নেওয়া যাক, জ্যোতিষ সংক্রান্ত সেই সব গুরুত্বপূর্ণ টিপস কী কী।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। ১১ বার গণেশ মন্ত্র পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। বয়ে যাওয়া জলে নারকেল ভাসিয়ে দিলে স্বাস্থ্য ভালো থাকবে।

আরও পড়ুন- কবে কোজাগরী লক্ষ্মীপূজা, ৬ না ৭ অক্টোবর, কতক্ষণ থাকবে পূর্ণিমা?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ১, শুভ রং কমলা। স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে জীবনে প্রেম লাভ করবেন।

আরও পড়ুন- দুর্গাপূজার পর কতদিন শুভ বিজয়া বলা যায়? জেনে নিন সঠিকটা কী?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৪, শুভ রং বাদামি। ভগবান গণেশের মন্দিরে কালো সাদা পতাকা দান করুন, এর ফলে আপনি প্রেমে সাফল্য পাবেন।

আরও পড়ুন- কীভাবে চালু হল কোজাগরী লক্ষ্মীপুজো? জানেন না ৯০% ভক্তই!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। জীবনে প্রেম বাড়াতে সন্ধেবেলা তুলসী তলায় বাতি দিন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ১, শুভ রং কমলা। শিশুরা হল ভগবানের প্রতিরূপ। তাদের চকোলেট বা ট্রফি দিলে আপনাদের জীবনে অগ্রগতি ঘটবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। দরিদ্র এবং প্রতিবন্ধীদের সঙ্গে খাবার ভাগ করে খেলে শরীরে ভালো প্রভাব পড়বে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৫, শুভ রং সবুজ। ভগবান গণেশের মন্দিরে কালো সাদা পতাকা দান করুন, এর ফলে আপনি আপনার প্রেম জীবনে সাফল্য পাবেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। কাক-কে ভাজা খাদ্যদ্রব্য যেমন পাকোড়া দান করুন। তাতে উন্নতি হবে। কারণ, কাক শনির প্রতীক।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। টিয়াপাখিকে সবুজ লঙ্কা খাওয়ান।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৯, শুভ রং লাল। গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৭, শুভ রং সাদা। জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলি বজায় রাখার জন্য খারাপ ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন।

remedies rashifal