Oppo Reno 14 Series: চিনা স্মার্টফোন ব্র্যাণ্ড Oppo আগামী ৩রা জুলাই লঞ্চ করতে চলেছে Reno 14 সিরিজ। থাকছে শক্তিশালী ক্যামেরা ও AI ফিচার – জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।
Oppo Reno 14 এবং Reno 14 Pro ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে আগামী ৩ জুলাই। দুপুর ১২টা নাগাদ Oppo-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল ইভেন্টে এই স্মার্টফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের টিজার সামনে এনেছে Oppo।
- Reno 14 Pro-তে থাকছে অত্যাধুনিক ট্রিপল ক্যামেরা সেটআপ –
- ৫০MP মূল ক্যামেরা (OmniVision OV50E সেন্সর, OIS সহ)
- ৫০MP আলট্রাওয়াইড ক্যামেরা
- ৫০MP টেলিফটো লেন্স (Samsung JN5 সেন্সর, ৩.৫x অপটিক্যাল জুম, ১২০x ডিজিটাল জুম সক্ষমতা)
- ৫০MP Sony IMX882 প্রধান ক্যামেরা
- ৮MP আলট্রাওয়াইড লেন্স
- ৫০MP টেলিফটো সেন্সর
- দুই ফোনেই থাকবে ৫MP JN5 ফ্রন্ট ক্যামেরা অটোফোকাস ফিচার সহ। ক্যামেরায় আরও থাকছে একাধিক AI-ফিচার –
- AI Voice Enhancer, AI Editor 2.0, AI Recompose, AI Perfect Shot, AI Style Transfer ও AI Live Photo 2.0।
- ৫০MP ফ্রন্ট ক্যামেরা
- সব ক্যামেরায় 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে বলে জানিয়েছে Oppo
- Oppo Reno 14 Pro তে থাকবে MediaTek Dimensity 8450 চিপসেট।
- ১২GB RAM এবং সর্বোচ্চ ৫১২GB স্টোরেজ
- থাকবে শক্তিশালী ৬২০০mAh ব্যাটারি
- পাশাপাশি থাকছে ৮০W ফাস্ট চার্জিং ও ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট
- Reno 14 মডেলে থাকবে MediaTek Dimensity 8350 প্রসেসর
- ৬০০০mAh ব্যাটারি
- ৮০W ফাস্ট চার্জিং
- Reno 14 Pro: মডেলে থাকছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১.৫K রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট
- Reno 14: ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, ১০৮০p রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট
- এছাড়াও থাকবে নতুন ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল ও IP68/IP69 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স।
- AI ফিচার: AI Voice Enhancer, AI Recompose, AI Perfect Shot, AI Editor 2.0, AI Live Photo 2.0, AI Style Transfer।
- লঞ্চ তারিখ: ৩ জুলাই, ২০২৫ (বুধবার)
- সময়: দুপুর ১২টা
- স্ট্রিমিং: Oppo India - YouTube, Amazon, Flipkart
এখনও ঘোষণা না হলেও, চিনা বাজারে Reno 14 সিরিজের দাম-
- Oppo Reno 14 5G (12GB+256GB): প্রায় 33,200 টাকা
- Oppo Reno 14 Pro 5G (12GB+256GB): প্রায় 41,500 টাকা