Oppo Reno 14 Series: প্রিমিয়াম সেগমেন্টে বিরাট ধামাকা! লঞ্চ হতে চলেছে Oppo Reno 14 সিরিজ, বড় খবরে বাজারে আলোড়ণ

Oppo Reno 14 Series: চিনা স্মার্টফোন ব্র্যাণ্ড Oppo আগামী জুলাইয়ে লঞ্চ করতে চলেছে Reno 14 সিরিজ। থাকছে শক্তিশালী ক্যামেরা ও AI ফিচার – জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

Oppo Reno 14 Series: চিনা স্মার্টফোন ব্র্যাণ্ড Oppo আগামী জুলাইয়ে লঞ্চ করতে চলেছে Reno 14 সিরিজ। থাকছে শক্তিশালী ক্যামেরা ও AI ফিচার – জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

author-image
IE Bangla Tech Desk
New Update
"oppo reno 14 pro 5g watch x2 mini enco buds 3 pad se global launch teaser oppo reno 14 5g,oppo reno 14 pro 5g,oppo reno 14 5g series,oppo reno 14 5g features,oppo reno 14 pro 5g features,oppo,oppo watch x2 mini,oppo enco buds 3,oppo pad se"

প্রিমিয়াম সেগমেন্টে বিরাট ধামাকা! লঞ্চ হতে চলেছে Oppo Reno 14 সিরিজ

Oppo Reno 14 Series: চিনা স্মার্টফোন ব্র্যাণ্ড Oppo আগামী ৩রা জুলাই লঞ্চ করতে চলেছে Reno 14 সিরিজ। থাকছে শক্তিশালী ক্যামেরা ও AI ফিচার – জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। 

Advertisment

Oppo Reno 14 এবং Reno 14 Pro ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে আগামী ৩ জুলাই। দুপুর ১২টা নাগাদ Oppo-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল ইভেন্টে এই স্মার্টফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের টিজার সামনে এনেছে Oppo।

ক্যামেরা স্পেসিফিকেশন (Camera Features)

  • Reno 14 Pro-তে থাকছে অত্যাধুনিক ট্রিপল ক্যামেরা সেটআপ –
  • ৫০MP মূল ক্যামেরা (OmniVision OV50E সেন্সর, OIS সহ)
  • ৫০MP আলট্রাওয়াইড ক্যামেরা
  • ৫০MP টেলিফটো লেন্স (Samsung JN5 সেন্সর, ৩.৫x অপটিক্যাল জুম, ১২০x ডিজিটাল জুম সক্ষমতা)
Advertisment

অন্যদিকে, Reno 14 মডেলটিতে থাকছে –

  • ৫০MP Sony IMX882 প্রধান ক্যামেরা
  • ৮MP আলট্রাওয়াইড লেন্স
  • ৫০MP টেলিফটো সেন্সর
  • দুই ফোনেই থাকবে ৫MP JN5 ফ্রন্ট ক্যামেরা অটোফোকাস ফিচার সহ। ক্যামেরায় আরও থাকছে একাধিক AI-ফিচার –
  • AI Voice Enhancer, AI Editor 2.0, AI Recompose, AI Perfect Shot, AI Style Transfer ও AI Live Photo 2.0।

সেলফি ক্যামেরা:

  • ৫০MP ফ্রন্ট ক্যামেরা
  • সব ক্যামেরায় 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে বলে জানিয়েছে Oppo

পারফরম্যান্স ও ব্যাটারি (Performance & Battery)

  • Oppo Reno 14 Pro তে থাকবে MediaTek Dimensity 8450 চিপসেট।
  • ১২GB RAM এবং সর্বোচ্চ ৫১২GB স্টোরেজ
  • থাকবে শক্তিশালী ৬২০০mAh ব্যাটারি
  • পাশাপাশি থাকছে ৮০W ফাস্ট চার্জিং ও ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট
  • Reno 14 মডেলে থাকবে MediaTek Dimensity 8350 প্রসেসর
  • ৬০০০mAh ব্যাটারি
  • ৮০W ফাস্ট চার্জিং

ডিজাইন ও ডিসপ্লে (Design & Display)

  • Reno 14 Pro: মডেলে থাকছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১.৫K রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট
  • Reno 14: ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, ১০৮০p রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট
  • এছাড়াও থাকবে নতুন ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল ও IP68/IP69 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স। 
  • AI ফিচার: AI Voice Enhancer, AI Recompose, AI Perfect Shot, AI Editor 2.0, AI Live Photo 2.0, AI Style Transfer।

লঞ্চ ডিটেলস

  • লঞ্চ তারিখ: ৩ জুলাই, ২০২৫ (বুধবার)
  •  সময়: দুপুর ১২টা
  •  স্ট্রিমিং: Oppo India - YouTube, Amazon, Flipkart

দাম কত হতে পারে? (Expected Price in India)

এখনও ঘোষণা না হলেও, চিনা বাজারে Reno 14 সিরিজের দাম-

  • Oppo Reno 14 5G (12GB+256GB): প্রায় 33,200 টাকা 
  • Oppo Reno 14 Pro 5G (12GB+256GB): প্রায় 41,500 টাকা 

গ্লোবাল  লঞ্চ

Oppo ১৪ সিরিজের গ্লোবাল লঞ্চ হবে ১ জুলাই সন্ধ্যা ৬টায়

oppo